স্কুল ছেড়ে সংসারে ১১৫ ছাত্রী

  • মির্জাপুর উপজেলার পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠান
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
শেয়ার
স্কুল ছেড়ে সংসারে ১১৫ ছাত্রী

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের ১১৫ জন শিক্ষার্থী বাল্যবিয়ের শিকার বলে জানা গেছে। তারা লেখাপড়া বন্ধ করে এখন স্বামীর সংসার করছে। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দারিদ্র্য ও দুর্ঘটনা এড়াতে অভিভাবকরা তাঁদের মেয়েদের বিয়ে দিয়েছেন বলে মত প্রকাশ করেছেন শিক্ষকরা।

এ উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে ১৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৫টি মাধ্যমিক বিদ্যালয়, আটটি কলেজ, ১৪টি মাদরাসা ও তিনটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪০ হাজার, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৩৯ হাজার ১৯২, কলেজ শিক্ষার্থী আট হাজার ৭৫২ ও মাদরাসায় তিন হাজার ৭৭৫ শিক্ষার্থী লেখাপড়া করছে বলে সংশ্লিষ্ট শিক্ষা অফিস সূত্র নিশ্চিত করেছে।

বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যরা বাল্যবিয়ের খবর পেয়ে বিয়েবাড়িতে উপস্থিত হয়ে কয়েকটি বিয়ে বন্ধও করেন। কিন্তু পরবর্তী সময়ে ওই সব পরিবারের অভিভাবকরা বিভিন্ন উপায়ে বয়স বাড়িয়ে মেয়েদের বিয়ে দেন বলে অভিযোগ শিক্ষকদের।

মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি হতে দশম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থী এক হাজার ৯৬২ জন।

এর মধ্যে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর সম্প্রতি বিয়ে হয়েছে। এ ছাড়া ২০২১ সালের ২৮৮ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে একজন ও ২০২২ সালের এসএসসি ৩৪৪ জনের মধ্যে পাঁঁচজন ছাত্রীর বিয়ে হয়েছে। এ বিদ্যালয়ে উপস্থিতির হার ৬৫ থেকে ৭৫ শতাংশ।

সদরের মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি হতে দশম শ্রেণি পর্যন্ত এক হাজার ৪৬০ জন শিক্ষার্থী লেখাপড়া করছে।

বর্তমান বিদ্যালয়ে উপস্থিতির হার ৮৫ থেকে ৯০ শতাংশ। এ শিক্ষাপ্রতিষ্ঠানে ভোকেশনালসহ নবম শ্রেণিতে ২৯১ জন ছাত্রী রয়েছে। তাদের মধ্যে ছয়জন বিয়ে করেছে। এ ছাড়া ২০২১ সালের ৩০৬ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে ৩৪ জন এবং ২০২২ সালের ২৯৩ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে ২০ জন বিয়ের পিঁড়িতে বসেছে। সদরের এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত বিয়ে হওয়া শিক্ষার্থীদের অনেকেই বিদ্যালয়ে ক্লাস করছে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা নিশ্চিত করেছেন।

উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠিত গেড়ামাড়া গোহাইলবাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টিতে গত দেড় বছরে ষষ্ঠ শ্রেণির চারজন, সপ্তম শ্রেণির ৯ জন, ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ১৯ জন ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ৯ জন বাল্যবিয়ের শিকার হয়েছেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফিরোজ আল মামুন।

এদিকে মির্জাপুর উপজেলা সদরের আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদরাসায় গত দেড় বছরে অষ্টম শ্রেণির একজন ও নবম শ্রেণির চারজন ছাত্রীর বিয়ে হয়েছে। উপজেলার বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান চলে। এই শিক্ষাপ্রতিষ্ঠানে গত দেড় বছরে অষ্টম শ্রেণি পাস তিন শিক্ষার্থীর বিয়ে হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।

পোষ্টকামুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরফুননিছা খানম জানান, বিদ্যালয়টিতে শিশু শ্রেণি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৭৯৪ জন শিক্ষার্থী রয়েছে। উপস্থিতির হার ৮৫ থেকে ৯০ শতাংশ বলে জানান তিনি।

মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন বলেন, ‘দীর্ঘ দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অভিভাবকরা ভালো ছেলে দেখে মেয়েদের বিয়ে দিয়েছেন। তবে তাঁদের অনেকেই ক্লাস করছে।’ মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘বাল্যবিয়ের খবর পেলে আমরা উপস্থিত হয়ে তা বন্ধ করি। গত দেড় বছরে এ উপজেলায় কতজন শিক্ষার্থী বাল্যবিয়ের শিকার হয়েছে—এর একটি তালিকা করা হচ্ছে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

আমের মুকুল

শেয়ার
আমের মুকুল
রাজশাহীর রসালো ফল আম। এ বছর বড় গাছে আমের মুকুল আসতে দেরি হলেও ছোট গাছে মুকুলে ভরে গেছে। প্রকৃতি অনুকুলে থাকলে আমের ফলন এবার ভালো হবে বলে জানান আম চাষিরা। গতকাল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাদিপুর এলাকার একটি আমবাগানে। ছবি : সালাহ উদ্দিন
মন্তব্য

পীরগঞ্জে র‌্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
শেয়ার
পীরগঞ্জে র‌্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি

রংপুরের পীরগঞ্জে অবস্থিত রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের দুটি হলে জুনিয়র শিক্ষার্থীদের র‌্যাগ দিয়েছে সিনিয়ররা। র‌্যাগিংয়ের শিকার এক শিক্ষার্থী মারাত্মক আহত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় জড়িত ১২ জনের নামে অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। ওই ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ।

কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি রাত ৯টা থেকে প্রায় চার ঘণ্টাব্যাপী পঞ্চম ব্যাচের ১২ জন শিক্ষার্থী ষষ্ঠ ব্যাচের জুনিয়র শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালান। যাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাঁরা হলেন আবু বক্কর সিদ্দিক, আলিফ, সিজান, রুবেল, রাকিবুল ইসলাম (সি আর), নেফাউর (সি আর), হাসিব (সি আর), জীবন, আবু সাঈদ, সাকিব, অমিত ও রাকিবুল (ওয়াই ই)। তদন্ত কমিটির প্রধান সহকারী অধ্যাপক এস এম কবির বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দোষীদের ব্যাপারে কঠোর শাস্তির সুপারিশ করা হবে।

 

মন্তব্য

আমতলীতে দুই কোটি টাকার সেতু নদীতে

বরগুনা ও আমতলী প্রতিনিধি
বরগুনা ও আমতলী প্রতিনিধি
শেয়ার
আমতলীতে দুই কোটি টাকার সেতু নদীতে

বরগুনার আমতলীর চন্দ্রা আউয়ালনগর এলাকায় একটি ব্যাটারিচালিত অটোগাড়ি পার হওয়ার সময় সেতু ভেঙে নদীতে পড়ে যায়। সোমবার এ ঘটনা ঘটে। জানা যায়, আমতলী উপজেলা প্রকৌশল অধিদপ্তর ২০০৭-০৮ অর্থবছরে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে সেতুর নির্মাণকাজ পায় হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শহীদুল ইসলাম মৃধা। অভিযোগ রয়েছে, শহীদুল ইসলাম দায়সারাভাবে সেতু নির্মাণ করেছেন।

নির্মাণের পাঁচ বছরের মাথায় সেতুর মাঝের বিম নড়বড়ে হয়ে যায়। গতকাল মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, চাওড়া নদীর ওপর আয়রন সেতুর দুই-তৃতীয়াংশ ভেঙে নদীতে পড়ে আছে। ঠিকাদার শহীদুল ইসলাম মৃধার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোন বন্ধ রয়েছে।
আমতলী উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, ওই সেতুটি ঝুঁকিপূর্ণ ছিল। আগেই গাড়ি পারাপারে সর্তকীকরণ নোটিশ দেওয়া ছিল। ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বরগুনা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান বলেন, সেতু নির্মাণকালেই ঠিকাদার অনিয়ম করেছেন।
ফলে অল্প দিনের মধ্যেই সেতু ঝুঁকিপূর্ণ হয়ে যায়।

মন্তব্য
কালের কণ্ঠে সংবাদ

মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ যন্ত্রগুলো বদলানো হলো

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
শেয়ার
মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ যন্ত্রগুলো বদলানো হলো

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের অগ্নিনির্বাপণ যন্ত্রগুলোর কোনোটিরই মেয়াদ ছিল না। বিষয়টি নিয়ে কালের কণ্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশের এক মাসের মধ্যেই সেগুলো বদলে নতুন অগ্নিনির্বাপণ যন্ত্র লাগিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত ১৮ জানুয়ারি মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ যন্ত্র শিরোনামে কালের কণ্ঠ পত্রিকায় (প্রিন্টে) সংবাদ প্রকাশিত হয়। এর পরপরই গুরুত্ব দিয়ে বদলানোর উদ্যোগ নেয় কর্তৃপক্ষ এবং চলতি সপ্তাহের শুরুতেই নতুন মেয়াদের অগ্নিনির্বাপণ যন্ত্র হাসপাতালে লাগানোর কাজ শুরু করা হয়।

গতকাল সকালে কালের কণ্ঠের প্রতিবেদককে বিষয়টি জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. তানজিরুল ইসলাম রায়হান। তানজিরুল ইসলাম রায়হান বলেন, অগ্নিনির্বাপণ যন্ত্রগুলো দীর্ঘদিন ধরেই মেয়াদোত্তীর্ণ ছিল। আগে আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু ফান্ডিংয়ের কারণে বদলানো সম্ভব হয়নি।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ