শেখ হাসিনার গাড়িচালকের ছেলে গ্রেপ্তার, ছিলেন সমন্বয়ের দায়িত্বে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শেখ হাসিনার গাড়িচালকের ছেলে গ্রেপ্তার, ছিলেন সমন্বয়ের দায়িত্বে
গ্রেপ্তার রুবেল আহমেদ।

গণ-অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচিত গাড়িচালকের ছেলে রুবেল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার উৎখাতে ‘ষড়যন্ত্র করার’ অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ভোরে মোহাম্মদপুরের বসিলা মেট্রো হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
রুবেল শেখ হাসিনার গাড়িচালক রাজ্জাক মাতব্বরের ছেলে।

তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজানের সার্বিক নির্দেশনায় মোহাম্মাদপুর থানা পুলিশ সাবেক প্রধানমন্ত্রীর ড্রাইভারের ছেলে রুবেল আহমেদকে গ্রেপ্তার করেছে।

আরো পড়ুন
নতুন ছাপানো টাকায় থাকবে না শেখ মুজিবের ছবি

নতুন ছাপানো টাকায় থাকবে না শেখ মুজিবের ছবি

 

এডিসি আরো বলেন, ছাত্রলীগ নেতা রুবেলকে আদাবর এলাকার নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও সেনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে সমন্বয়ের দায়িত্ব দিয়েছিল আওয়ামী লীগ।

রুবেলের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হচ্ছে। দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকায় তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলাও হতে পারে।

গত সাত ফেব্রুয়ারি শেখ হাসিনার গাড়িচালকের ছেলের বিরুদ্ধে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের একটি পোস্ট দেন। যেখানে রুবেলকে নিয়ে একটি 'বিশেষ' গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের কথা জানিয়েছেন তিনি।

মন্তব্য

সম্পর্কিত খবর

জুমাতুল বিদায় বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জুমাতুল বিদায় বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়
ছবি : ফোকাস বাংলা

১৪৪৫ হিজরি সনের পবিত্র রমজান মাসের জুমাতুল বিদা বা শেষ জুমা অনুষ্ঠিত হয়েছে। রমজানের শেষ জুমায় অংশ নিতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের মসজিদগুলোতে মুসল্লিদের ভিড় দেখা গেছে। জুমার পর মোনাজাতে আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যাণ, সাফল্য ও শান্তি এবং মুসলিম উম্মাহর সুখ-শান্তির জন্য দোয়া করা হয়। 

শুক্রবার (২৮ মার্চ) জুমার নামাজের পর খতিব মুফতি আবদুল মালেক এ মোনাজাত পরিচালনা করেন।

মুফতি আবদুল মালেক মোনাজাতে বলেন, আজকের এই পবিত্র দিনে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি, যেন আমাদের দেশ ও জাতি উন্নতির শিখরে পৌঁছায়, জনগণের জীবনমান উন্নত হয় এবং সব প্রকার অশান্তি, যুদ্ধ, দারিদ্র্য ও বৈষম্য থেকে মুক্তি মেলে।

তিনি আরো বলেন, আল্লাহর কাছে আমাদের গোনাহ মাফ করার পাশাপাশি দেশবাসীর জন্য কল্যাণ কামনা করছি৷ একইসঙ্গে মোনাজাতে রমজান মাসে মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও মুক্তির জন্য দোয়া করা হয়। মোনাজাতে স্থান পায় নির্যাতিত গাজাবাসীর মুক্তির প্রার্থনাও।

অন্যদিকে মুসল্লিরাও আল্লাহর প্রতি গভীর আস্থার সঙ্গে এই মোনাজাতে অংশ নেন।

তারাও দেশ ও জাতির জন্য দোয়া করেন। অনেককেই কান্না করতেও দেখা গেছে।
 

মন্তব্য

বনানীতে বাস উল্টে আহত ৪২

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বনানীতে বাস উল্টে আহত ৪২
সংগৃহীত ছবি

রাজধানীর বনানীতে পোশাক শ্রমিকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ৪২ জন আহতের খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (২৮ মার্চ) ভোরে পোশাক শ্রমিকদের নিয়ে যাওয়ার সময় পরিস্থান পরিবহনের ওই বাসটি উল্টে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ওসি রাসেল সারোয়ার। এদিকে এ দুর্ঘটনার কারণে সকাল থেকে বনানী সড়কে ধীরগতিতে চলাচল করছে যানবাহন।

আরো পড়ুন
জম্মু ও কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৩ পুলিশ নিহত

জম্মু ও কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৩ পুলিশ নিহত

 

ওসি রাসেল সারোয়ার বলেন, ‘পরিস্থান পরিবহনের একটি বাস ভোরে বনানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। বাসটি মূলত পোশাক শ্রমিকদের আনা-নেওয়া করত। ভোরে শ্রমিকদের নিয়ে বাসটি গাজীপুরে যাচ্ছিল। এর মধ্যে বনানীতে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন
২৪ ঘণ্টায় যমুনাতে কত টোল দিলেন বাইকাররা? জানাল কর্তৃপক্ষ

২৪ ঘণ্টায় যমুনাতে কত টোল দিলেন বাইকাররা? জানাল কর্তৃপক্ষ

 

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় ৪২ জন শ্রমিক আহত হয়েছেন। তবে ৬ জন বাদে বাকিরা তেমন গুরুতর আহত হননি। প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাসটি ঘটনাস্থলে রয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ গার্মেন্টস মালিক পক্ষ আহত শ্রমিকদের দেখভাল করছে বলে জানান তিনি।

মন্তব্য

বায়ুদূষণ : ১২ সিসা ব্যাটারি কারখানা বন্ধ করল পরিবেশ অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বায়ুদূষণ : ১২ সিসা ব্যাটারি কারখানা বন্ধ করল পরিবেশ অধিদপ্তর
সংগৃহীত ছবি

বায়ুদূষণের অপরাধে রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এবং সাভারের আমিনবাজার এলাকার ১২টি সিসা ব্যাটারি কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তর ও যাত্রাবাড়ী থানা পুলিশের যৌথ অভিযানে শুক্রবার (২৮ মার্চ) রাতে কোনাবাড়ির দুটি কারখানা সিলগালাসহ ৬টি কারখানা বন্ধ করা হয়েছে।

এসব কারখানায় অবৈধভাবে ব্যাটারি ভেঙে এবং আগুনে গলিয়ে পরিবেশ দূষণ করা হচ্ছিল। এ থেকে সৃষ্ট দূষণের কারণে স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

অভিযানকালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। তারা কারখানার অবস্থান চিহ্নিত করতে সহায়তা করেন এবং গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেন।

অন্যদিকে, সাভারের আমিনবাজার এলাকায় অবৈধভাবে সিসা পোড়ানোর ছয়টি ভাট্টি গুঁড়িয়ে দেওয়া হয়। এ অভিযানে বাংলাদেশ পুলিশ ও র‍্যাব সহযোগিতা করে।

অভিযানে অভিযোগকারী পরিবেশ অধিদপ্তরের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর স্থানীয়দের সচেতন হতে এবং ভবিষ্যতে এ ধরনের দূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানায়। কোথাও এমন অবৈধ কারখানা চালুর তথ্য পাওয়া গেলে পরিবেশ অধিদপ্তরকে অবহিত করার অনুরোধ করা হয়। বায়ুদূষণকারী সব ধরনের কারখানা ও কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

মন্তব্য
কমলাপুর

ভিড় থাকলেও ভোগান্তি নেই, সময়ে ছাড়ছে ট্রেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ভিড় থাকলেও ভোগান্তি নেই, সময়ে ছাড়ছে ট্রেন
সংগৃহীত ছবি

এবারের ঈদ যাত্রায় নেই ট্রেনের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার চিত্র। নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে ট্রেন। ফলে নির্বিঘ্নে বাড়ির পথে রওয়ানা হতে পারছেন যাত্রীরা। শুক্রবার (২৮ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশনে এমন চিত্র দেখা গেছে।

আরো পড়ুন

ডায়াবেটিক রোগীদের জন্য কোন ফল নিরাপদ?

ডায়াবেটিক রোগীদের জন্য কোন ফল নিরাপদ?

 

স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মের লাইনে রাখা আছে ট্রেনের রেক। কোনো কোনো প্ল্যাটফর্মে অতিরিক্ত রেকও রাখা আছে। প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ছে। ট্রেন ছাড়ার পর যেসব প্ল্যাটফর্ম খালি হচ্ছে, সেসব প্লাটফর্মে পরবর্তী ট্রেনগুলোর রেক এনে রাখা হচ্ছে বা কোনো ফিরতি ট্রেনের জন্য খালি রাখা হচ্ছে।

এভাবেই সময়মতো সব ট্রেন ছেড়ে যাচ্ছে। 

আরো পড়ুন

ডাব পাড়তে ডেকে নেন চাচা, সেপটিক ট্যাংকে মিলল স্কুলছাত্রের লাশ

ডাব পাড়তে ডেকে নেন চাচা, সেপটিক ট্যাংকে মিলল স্কুলছাত্রের লাশ

 

যাত্রীরা জানিয়েছেন, স্টেশনে ভোগান্তি ছাড়া এমন ঈদযাত্রা কমই পেয়েছেন। স্টেশনের ব্যবস্থাপনায় খুশি তারাও। কিশোরগঞ্জ এক্সপ্রেসের যাত্রী তাহমিদ জীবন বলেন, আমাদের ট্রেন সাড়ে ১০টায় স্টেশন ছাড়বে।

সকাল ৯টায় এখানে এসেছি। সাড়ে ৯টায় দেখি ট্রেন প্ল্যাটফর্মে চলে আসছে। আগে অনেক দেরি হতো। এক দুই ঘণ্টা বিলম্বে ছাড়তো। এখন আর সেই ভোগান্তি নেই।
সময়মতো ট্রেন ছাড়ছে। স্টেশনের ব্যবস্থাপনাও ভালো। 

আরো পড়ুন

বরিশালে সেনা সদস্যকে অপহরণের ঘটনায় বিএনপির তদন্ত কমিটি

বরিশালে সেনা সদস্যকে অপহরণের ঘটনায় বিএনপির তদন্ত কমিটি

 

এক যাত্রী হোসেন বলেন, আগেও ট্রেন ভ্রমণ করেছি। ভোগান্তির শেষ ছিল না। এবার ব্যবস্থাপনা ভালো মনে হচ্ছে। টিকিটবিহীন যাত্রী নেই। আগে দেখা যেত একজনের সিটে আরেকজন বসে আছে। ভোগান্তি ছাড়া বাড়ি যেতে ভালো লাগছে।

আরেক যাত্রী আদুরি খাতুন বলেন, পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি। এখন শ্বশুরবাড়িতে যাচ্ছি, ঈদের পরের দিন বাবার বাড়িতে যাব। ছেলে-মেয়েরাও খুব খুশি, অনেক দিন পর বাড়ি যাচ্ছে। 

আরো পড়ুন

চোখের সুস্থতা বজায় রাখার ৫ সহজ উপায়

চোখের সুস্থতা বজায় রাখার ৫ সহজ উপায়

 

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শাহাদাত হোসেন জানান, ভোর থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত ১৩টি আন্তঃনগর ট্রেন স্টেশন ছেড়ে গেছে। প্রতিটি ট্রেন নির্ধারিত সময়েই ঢাকা স্টেশন ছেড়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ