<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহীর পবা উপজেলায় মসজিদে যাতায়াতের একটি পথ বন্ধ করে সরকারি জায়গায় দোকান নির্মাণের অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। পবা উপজেলার কাটাখালী বাজার জামে মসজিদের পাশের এই দোকানটি নির্মাণ সম্পন্ন হলে বাজারের মসজিদে যাতায়াতের একটি পথ বন্ধ হয়ে যাবে। তাই স্থানীয় মুসল্লিরা দোকানের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দোকান নির্মাণে অভিযুক্তরা হলেন আওয়ামী লীগ নেতা আবু সামা ও তাঁর ভাই শরিয়ত উল্লাহ। তবে দোকান নির্মাণের বিষয়টি অস্বীকার করেছেন আবু সামা।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে কাটাখালী বাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, ‘কয়েক দিন আগে বাজারের মসজিদের যাতায়াতের একটি পথে এক দোকান নির্মাণকাজ শুরু হয়। ড্রেনের পাশে সরকারি জায়গায় এই দোকান নির্মাণ করা হলে মসজিদে যাতায়াতের একটি পথ বন্ধ হয়ে পড়বে। এ জন্য মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আমিসহ অন্য মুসল্লিরা গিয়ে কাজ বন্ধ করেছি।’</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো বলেন, ‘কাটাখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সামা ও তাঁর ভাই শরিয়ত উল্লাহ দোকানটি নির্মাণ করছেন।’</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিষয়টি অস্বীকার করে কাটাখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সামা বলেন, ‘সরকারি জায়গায় আমি কোনো দোকান করছি না।’</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই দোকান নির্মাণের বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সরকার বলেন, ‘দোকান নির্মাণ পুরোপুরি বন্ধ না করা হলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’</span></span></span></span></p>