<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে মধ্যস্বত্বভোগীরা সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। সেই কারসাজি থামাতে মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে চালু করা হয়েছে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কৃষকের বাজার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। এই বাজারে কোনো মধ্যস্বত্বভোগী নেই। কৃষকের কাছ থেকে পণ্য এনে সরাসরি ভোক্তার হাতে তুলে দেওয়া হয় ন্যায্যমূল্যে। এতে ক্রেতা যেমন খুশি, কৃষকও খুশি। ক্রেতা ও বিক্রেতা উভয়কে বেচা-বিক্রিতে সহযোগিতা করেন স্থানীয় স্বেচ্ছাসেবীরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাজার কারসাজি দমন করতেই সরকারের নির্দেশে মূলত আমাদের এই উদ্যোগ। যেভাবে কৃষক এবং ক্রেতা উভয়ে লাভবান হন, আমরা সেভাবে পণ্যের দর নির্ধারণ করেছি। এখানে কৃষকরা তাঁদের উৎপাদিত পণ্য মধ্যস্বত্বভোগীর সহায়তা ছাড়াই বিক্রি করতে পারছেন। এতে ক্রেতারাও অপেক্ষাকৃত কম মূল্যে পণ্য কিনতে পারছেন। বাজার নিয়ন্ত্রণে গত ২৪ অক্টোবর থেকে আমাদের এ কর্মসূচি চালু করা হয়েছে। এই কর্মসূচিতে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও কৃষি অফিস আমাদের সহায়তা করছে। এই দপ্তরের মাধ্যমে আমরা কৃষকদের কাছ থেকে পণ্য সংগ্রহ করছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পণ্য কেনাবেচায় দেখা গেছে, এখানে প্রতি পিস লাউ ৪০, কাঁচা মরিচ প্রতি কেজি ১৫০, মুলা ৫০, আলু ৫২, পটোল ৫৫, কাঁকরোল ৭৫, কচু ছড়া ৫৫, পেঁপে ৩০, ঝিঙা ৫০, লালশাক (মুড়ি) ৩০, মুলাশাক (মুড়ি) ৩০, বরবটি ৭০, চিচিঙ্গা ৩৫, মিষ্টি কুমড়া প্রতি পিস ৪০, পেঁয়াজ প্রতি কেজি ১০৫ ও ডিম প্রতি ডজন ১৪০ টাকা হারে বিক্রি হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায় বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে একেক দিন একেক বাজারে ক্রেতা সাধারণের কাছে পণ্য বিক্রি করছি। বাজার নিয়ন্ত্রণ করতে আগামী এক সপ্তাহ আমরা কৃষকের বাজার চালু রাখব। প্রতি সপ্তাহ বাজার মনিটরিংয়ের মাধ্যমে এই কার্যক্রমের মেয়াদ আরো বাড়তে পারে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা প্রান্তিক পর্যায়ের খামারি থেকে সরাসরি ডিম সংগ্রহ করছি। এতে গত ২৪ অক্টোবর থেকে গতকাল সোমবার পর্যন্ত প্রতি পিস ডিম ১১.৬৬ পয়সা দরে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে। এতে খামারিও খুশি, ক্রেতাও খুশি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>