ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহের ১১টির মধ্যে ১০টি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) সম্ভাব্য প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে। গত শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই তালিকা ছড়িয়ে পড়ে। সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা হলেন ময়মনসিংহ-১ মাহফুজুর রহমান, ময়মনসিংহ-২ মাহবুব মন্ডল, ময়মনসিংহ-৩ মাওলানা বদরুজ্জামান, ময়মনসিংহ-৪ কামরুল হাসান, ময়মনসিংহ-৫ মতিউর রহমান আকন্দ, ময়মনসিংহ-৬ কামরুল হাসান, ময়মনসিংহ-৭ আসাদুজ্জামান, ময়মনসিংহ-৮ মঞ্জুরুল হক, ময়মনসিংহ-১০ ইসমাইল হোসেন ও ময়মনসিংহ-১১ সাইফ উল্লাহ পাঠান। আর ময়মনসিংহ-৯ প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি।
এদিকে টাঙ্গাইলে আটটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রাথমিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। প্রার্থীরা হলেন টাঙ্গাইল-১ মোন্তাজ আলী, টাঙ্গাইল-২ হুমায়ূন কবীর, টাঙ্গাইল-৩ হুসনী মোবারক বাবুল, টাঙ্গাইল-৪ প্রফেসর খন্দকার আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-৫ আহসান হাবীব মাসুদ, টাঙ্গাইল-৬ ডাক্তার এ কে এম আব্দুল হামিদ, টাঙ্গাইল-৭ অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার এবং টাঙ্গাইল-৮ শফিকুল ইসলাম খান।