চার সাংবাদিক লাঞ্ছিত

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
চার সাংবাদিক লাঞ্ছিত

সালথা উপজেলার ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দীনের যৌন হয়রানির সংবাদ সংগ্রহকালে স্থানীয় চার সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগে মো. সাদ্দাম হোসেন (৩৪) নামের এক বিএনপিকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিক্ষক-শিক্ষার্থীরা জানায়, গত রবিবার এক ছাত্র ও এক ছাত্রীকে আপত্তিকর অবস্থায় ধরেন শিক্ষকরা। পরে তাদের মধ্যে ওই ছাত্রীকে প্রধান শিক্ষক তার কক্ষে নিয়ে যৌন নির্যাতন করেন। পরদিন অভিযুক্ত শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন করে অন্তত ৫০ শিক্ষার্থী।

এ খবর সংগ্রহ করতে গিয়ে মাইটিভির শফিকুর রহমান জনি, মানবজমিনের লিয়াকত আলী, সংবাদের আজিজ ফকির ও কালবেলার আরিফুজ্জামান হিমন লাঞ্ছিত হন। প্রধান শিক্ষক মহিউদ্দীন বলেন, ওই ছাত্রীকে শাসন করার পর সে এসব অভিযোগ তুলেছে। সাংবাদিকদের লাঞ্ছিত করার বিষয়ে তিনি বলেন, ঘটনাটি মাঠের মধ্যে ঘটেছে। আমি তখন স্কুলের রুমে ছিলাম।

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

বসন্তের সাজে

শেয়ার
বসন্তের সাজে
প্রকৃতি এখন বসন্তের দ্বারপ্রান্তে। ফুটতে শুরু করেছে পলাশ, শিমুল। ফুল দিয়ে মালা গেঁথে সেজেছে শিশুটি। সম্প্রতি রাজশাহী নগরীর শ্রীরামপুর ডিসির বাংলো এলাকায়। ছবি : সালাহ উদ্দিন
মন্তব্য

কোটি টাকার চোরাই পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
শেয়ার
কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে গরুর মাংসসহ প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি ৪৮ ব্যাটালিয়ন। চোরাপথে ভারত থেকে আনা পণ্যের মধ্যে আরো রয়েছে মহিষ, কমলা, চিনি, চকোলেট, ফেনসিডিল প্রভৃতি। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে রসুন জব্দ করা হয়েছে। গতকাল রবিবার সকালে ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়।

মন্তব্য

জাবিতে পোষ্য কোটা বাতিল দাবিতে অনশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
জাবিতে পোষ্য কোটা বাতিল দাবিতে অনশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা থেকে পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ গণ-অনশন শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার নেতাকর্মীরা। গতকাল রবিবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু করেন তাঁরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন অনশনকারীরা। অনশনে বসা শিক্ষার্থীরা বলছেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে লড়াইয়ের মূলমন্ত্র ছিল বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিল ও যৌক্তিক সংস্কার করা।

সে জন্য অনেককে রক্ত দিতে হয়েছে। কিন্তু গণ-অভ্যুত্থানের পর সেই কোটা নিয়ে আবারও অনশনে বসতে হচ্ছে, যা হতাশা ও লজ্জার বিষয়। ভর্তি পরীক্ষায় অযৌক্তিক পোষ্য কোটার জন্য বঞ্চিত হচ্ছে কৃষক ও শ্রমিকের সন্তান।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

টাঙ্গাইল ও ময়মনসিংহে জামায়াতের প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ ও টাঙ্গাইল প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ ও টাঙ্গাইল প্রতিনিধি
শেয়ার
টাঙ্গাইল ও ময়মনসিংহে জামায়াতের প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহের ১১টির মধ্যে ১০টি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) সম্ভাব্য প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে। গত শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই তালিকা ছড়িয়ে পড়ে। সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা হলেন ময়মনসিংহ-১ মাহফুজুর রহমান, ময়মনসিংহ-২ মাহবুব মন্ডল, ময়মনসিংহ-৩ মাওলানা বদরুজ্জামান, ময়মনসিংহ-৪ কামরুল হাসান, ময়মনসিংহ-৫ মতিউর রহমান আকন্দ, ময়মনসিংহ-৬ কামরুল হাসান, ময়মনসিংহ-৭ আসাদুজ্জামান, ময়মনসিংহ-৮ মঞ্জুরুল হক, ময়মনসিংহ-১০ ইসমাইল হোসেন ও ময়মনসিংহ-১১ সাইফ উল্লাহ পাঠান। আর ময়মনসিংহ-৯ প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি।

এদিকে টাঙ্গাইলে আটটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রাথমিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। প্রার্থীরা হলেন টাঙ্গাইল-১ মোন্তাজ আলী, টাঙ্গাইল-২ হুমায়ূন কবীর, টাঙ্গাইল-৩ হুসনী মোবারক বাবুল, টাঙ্গাইল-৪ প্রফেসর খন্দকার আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-৫ আহসান হাবীব মাসুদ, টাঙ্গাইল-৬ ডাক্তার এ কে এম আব্দুল হামিদ, টাঙ্গাইল-৭ অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার এবং টাঙ্গাইল-৮ শফিকুল ইসলাম খান।

মন্তব্য

সর্বশেষ সংবাদ