<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভূমিকম্পের লালতালিকায় থাকা রংপুর অঞ্চলকে গেল ২৬ বছর আগে ভূমিকম্পের রেড জোন হিসেবে ঘোষণা করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বলা হয়েছে, এখানে ৭ মাত্রার ভূমিকম্প দেড় মিনিটের বেশি স্থায়ী হলেই নেমে আসবে ব্যাপক ধ্বংসযজ্ঞ। কিন্তু আগাম প্রস্তুতি নিতে এখানকার আবহাওয়া অফিসে নেই ভূমিকম্প পরিমাপক যন্ত্র।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নগর ভবন সূত্রে জানা গেছে, রংপুর শহরে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলা ও তাৎক্ষণিক উদ্ধারকাজের জন্য কী ধরনের প্রস্তুতি নেওয়া যায়, তা নির্ধারণে ২০২০ সালে সেনাবাহিনীর উদ্যোগে তিন দিনের বৈঠক হয়। রংপুর সেনানিবাসে সেই বৈঠকে ছিলেন সিটি মেয়রসহ ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। তারা প্রত্যেকেই সুপারিশ আকারে একটি প্রস্তাব পাঠান সরকারের উচ্চ দপ্তরে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সর্বশেষ ২১ নভেম্বর দুপুর ২টা ২৭ মিনিটে ৩.১ মাত্রার ভূমিকম্প হয়। যার স্থায়িত্ব ছিল ২৭ সেকেন্ড। কিন্তু এই প্রথম এর উৎপত্তিস্থল ছিল রংপুর সদর উপজেলায়। এ কারণেই আতঙ্ক বেড়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে ৬ সেপ্টেম্বর রাত ৮টা ২৮ মিনিটে ৪.১ রিখটার স্কেলে এই অঞ্চলে ভূমিকম্প হয়েছে। এ ছাড়া ২০০৯ সালের আগস্ট থেকে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত এ অঞ্চলে ৯৫ বার ভূমিকম্প হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্প হয়েছিল ২০১৬ সালের ২৫ এপ্রিল দুপুরে রংপুর জেলায়। উৎস রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৫। স্থায়িত্ব ছিল ২৫-৩০ সেকেন্ড।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সে বছরের ৫ জানুয়ারি ভোরে দুই দফায় ৬.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রংপুর নগরী। এর আগে ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৪১ মিনিট থেকে ভূমিকম্প শুরু হয়, চলে প্রায় সোয়া এক মিনিট। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৮।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, ২০১০ সালের সেপ্টেম্বরে ভূমিকম্প হয় দুবার। ২০০৯ সালের আগস্টে পাঁচবার ও সেপ্টেম্বরে তিনবার ভূমিকম্প হয়। এ ছাড়া ২০০৭ সালে ২৫ বার এবং ২০০৮ সালে ৪০ বার ভূমিকম্প হয়েছে এই অঞ্চলে। ২০২০ সালে এখানে ৭৪ বার ভূমিকম্প হয়েছে। এর মধ্যে ৩ থেকে ৪ মাত্রার কম্পন ৩৫ বার, ৪ থেকে ৫ মাত্রার কম্পন ৩৩ বার আর ৫ থেকে ৬ মাত্রার কম্পন হয়েছে ছয়বার।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া ২০২১ সালের ৬ এপ্রিল রংপুরসহ কয়েকটি জেলায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১, উৎপত্তিস্থল ভুটান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, রংপুর অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি সবচেয়ে বেশি রংপুর নগরীতে। সিটি করপোরেশন ২০১৬ সালে পরিত্যক্ত ভবনের একটি তালিকা প্রকাশ করে। তাতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, কারা হাসপাতালসহ ৪৭টি সরকারি স্থাপনার নাম রয়েছে। এর মধ্যে দু-একটি ছাড়া সব ভবনই সাময়িক সংস্কার করে কাজ চালানো হচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বেরোবির ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ড. সিফাত রুমানা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের নিচে টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্প হওয়ার খুবই শঙ্কা আছে বলে আমরা ধরছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবহাওয়া অফিসের কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, রংপুর অঞ্চল মিডিয়াম-হাই ডেঞ্জার অবস্থায় আছে। মূলত রাডার দিয়ে আগাম তথ্য জানার সম্ভাবনা কম। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক কাজী নয়মুজ্জামান জানান, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা ভূমিকম্পসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>