চলছে শীত মৌসুম। বহুদিন ধরে দেখা নেই বৃষ্টির। তবুও মূল সড়কে জমে আছে পানি। খানাখন্দে বেহাল সড়ক।
চলছে শীত মৌসুম। বহুদিন ধরে দেখা নেই বৃষ্টির। তবুও মূল সড়কে জমে আছে পানি। খানাখন্দে বেহাল সড়ক।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বিসিকের প্রধান সড়কের মাঝখানে জলাবদ্ধতা। ময়লা পানি মাড়িয়ে পার করা হচ্ছে মালপত্র। চলাচল করছে সাধারণ মানুষ। বিসিকে প্রবেশের পথেই সড়কের দুই পাশের ড্রেনগুলো সরু হয়ে গেছে। ময়লা-আবর্জনা জমে একাকার হয়ে পানি চলাচল বন্ধ রয়েছে।
বিসিক শিল্প এলাকায় রয়েছে একাধিক টেক্সটাইল মিল, স্টিল মিল, অ্যালুমিনিয়াম, সিরামিক, সিলভার, প্লাস্টিক পণ্য তৈরির কারখানা, মৎস্য জাল, আয়ুর্বেদিক পণ্য তৈরির কারখানা, ছাপাখানা, আটা ও পাটজাত পণ্য তৈরির কারখানা এবং বেকারিসহ বেশ কয়েকটি ফুড কারখানা।
অশোকতলা এলাকার সালমান মিয়া কালের কণ্ঠকে বলেন, ‘এই সড়ক ধরেই আমাদের চলতে হয়। বছরের ১২ মাসই সড়কে পানি থাকে। একটু বৃষ্টি হলে তো কথাই নেই। হাঁটুপানি মাড়িয়ে বাসায় যেতে হয়। এটাই আমাদের এলাকার বড় বদনাম। কবে আমাদের এই দুঃখ শেষ হবে, আল্লাহই ভালো জানেন।’
ভ্যানচালক আবদুল মালেক বলেন, ‘রাস্তা-ঘাটের যে অবস্থা, কারখানা থেকে মাল নিয়ে বের হতে জীবনটা শেষ। দুই-এক দিন পর পরই গাড়ির কাজ করাতে হয়। স্যারেরা যদি আমাদের কষ্ট বুঝতেন রাস্তাগুলো আরো আগেই মেরামত করতেন।’
বিসিক কুমিল্লার উপমহাব্যবস্থাপক মো. মুনতাসীর মামুন কালের কণ্ঠকে বলেন, ‘বিসিকের ভেতরে কয়েকটি সড়কের কাজ এরই মধ্যে সংস্কার করেছি। প্রধান সড়কসহ আরো একাধিক সড়কের উন্নয়নকাজের জন্য প্রায় সোয়া দুই কোটি টাকার চাহিদা জমা দেওয়া হয়েছে। আশা করি আগামী অর্থবছরে এর অনুমোদন পাব। এরপর বাকি সড়কগুলোর কাজ শুরু করব।’
বছরজুড়ে সড়কে জলাবদ্ধতার বিষয়ে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘সিটি করপোরেশন বিসিকের সামনের সড়কটির যখন কাজ করেছে, উঁচু না করে ঢালাই দিয়ে চলে যায়। যার কারণে নগরীর ঠাকুরপাড়া, রানীর বাজার, অশোকতলা এলাকার বৃষ্টির পানি এদিকে প্রবেশ করে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার কথা বলেছি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়েও তাদের জানিয়েছি কাজের কাজ কিছুই হচ্ছে না।’
সম্পর্কিত খবর
বরগুনার বেতাগীতে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৯টায় বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শিব চতুর্দশীকে কেন্দ্র করে সনাতনি ও ইসকন পন্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ঠাকুরগাঁও সদর আউলিয়াপুর শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দির এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত মন্দির ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এই আদেশ জারি করা হয়। এর পর থেকে ওই এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়।