আরো তিন লাশ উদ্ধার

চোর সন্দেহে গণপিটুনিতে হত্যা

প্রিয় দেশ ডেস্ক
প্রিয় দেশ ডেস্ক
শেয়ার
চোর সন্দেহে গণপিটুনিতে হত্যা

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরি করতে গিয়ে রুবেল নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। এ ছাড়া ঢাকার সাভার, বাগেরহাটের মোরেলগঞ্জ ও যশোরের মণিরামপুরে পৃথক তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদে বিস্তারিত

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়লে রুবেল নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলার যাদুরাণী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল জানান, সকালে হরিপুর উপজেলার যাদুরাণী বাজারে রুবেল মোটরসাইকেল চুরি করতে গেলে স্থানীয়রা তাঁকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাঁকে একটি গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয় স্থানীয় লোকজন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রুবেলের বিরুদ্ধে চুরি ও নারী-শিশু নির্যাতন আইনে থানায় দুটি মামলা রয়েছে।

সাভার (ঢাকা) : সাভার ডেইরি ফার্মের ভেতরে মাফুজুর রহমান রাজু (৪০) নামের এক শ্রমিকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে সাভারের ডেইরি ফার্মের ভেতরের একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

মোরেলগঞ্জ (বাগেরহাট) : মোরেলগঞ্জে চার মাস বয়সী কন্যাসন্তানের জননী ঊর্মি আক্তারের (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে পুলিশ পৌরসভার বয়রাতলা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে। নিহত ঊর্মির পিতা সালেছ শাহ বলেন, আমার মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

মণিরামপুর (যশোর) : যশোরের মণিরামপুরের চাঁদপুর এলাকায় খেদাপাড়া-মণিরামপুর পাকা সড়কের পাশে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল ভোরে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

কুমিল্লা (উত্তর ও সিটি) প্রতিনিধি
কুমিল্লা (উত্তর ও সিটি) প্রতিনিধি
শেয়ার
গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

কুমিল্লার চান্দিনায় গণধর্ষণ মামলার আসামি নবীর হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলার ডাবলমুরিং এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় একটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। গ্রেপ্তার নবীর হোসেন আবদুল খালেক মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, টিকটকের মাধ্যমে মামলার অন্য আসামি বোরহানের সঙ্গে এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ১৯ জানুয়ারি টিকটকের ভিডিও করার কথা বলে ওই তরুণীকে ডেকে আনেন বোরহান। ভিডিও করার এক পর্যায়ে ওই তরুণীকে কালিয়ারচর গ্রামের স্থানীয় বাসিন্দা রবির পরিত্যক্ত একটি গরুর খামারে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তিনজন ধর্ষণ করেন। ধর্ষণের ঘটনা অন্য আসামিরা মোবাইলে ভিডিও ধারণ করেন।

মন্তব্য

খুলনা জাসাসের ৩ নেতা বহিষ্কার

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
খুলনা জাসাসের ৩ নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পাওয়া সাপেক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে খুলনার রূপসা উপজেলা জাসাসের আহ্বায়ক শাহজালাল লস্কর ও যুগ্ম আহ্বায়ক মো. খালিদ লস্কর এবং ঘাটভোগ ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক সজীব মোল্লাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) থেকে তাঁদের সব ধরনের দলীয় কার্যক্রম স্থগিত থাকবে।  বৃহস্পতিবার রাতে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, রূপসা জাসাসের অভিযুক্ত তিন নেতাকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হবে।

মন্তব্য

চার বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি
শেয়ার
চার বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত

পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনের মুখে জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ চার বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। মন্ত্রণালয়ে সংযুক্ত বিচারকরা হলেন পঞ্চগড় আদালতের জেলা ও দায়রা জজ মো. গোলাম ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান মণ্ডল, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকী। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে ওই চার বিচারককে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত, তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি করা হলো।

মন্তব্য
সংক্ষিপ্ত

গরু চুরির দায়ে পদ হারালেন দুই নেতা

ভোলা প্রতিনিধি
ভোলা প্রতিনিধি
শেয়ার
গরু চুরির দায়ে পদ হারালেন দুই নেতা

ভোলার চরফ্যাশন উপজেলায় গরু চুরির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্তরা হলেন উপজেলার আছলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. আলী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন। গতকাল শুক্রবার গরুর মালিক মো. ইয়াছিনের দায়েরকৃত মামলায় আটক জাকির, মো. আলী ও ইসমাইলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে চোরাই গরুসহ অভিযুক্তদের আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিকদার হুমায়ুন কবির ও সদস্যসচিব মো. কামরুজ্জামান শাহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আছলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. আলী ও যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়। ৩০ জানুয়ারি থেকে এদের সঙ্গে দলীয় কোনো সম্পর্ক নেই। এদের কৃতকর্মের কোনো দায়ভার সংগঠন বহন করবে না।

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ