আরো তিন লাশ উদ্ধার

চোর সন্দেহে গণপিটুনিতে হত্যা

প্রিয় দেশ ডেস্ক
প্রিয় দেশ ডেস্ক
শেয়ার
চোর সন্দেহে গণপিটুনিতে হত্যা

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরি করতে গিয়ে রুবেল নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। এ ছাড়া ঢাকার সাভার, বাগেরহাটের মোরেলগঞ্জ ও যশোরের মণিরামপুরে পৃথক তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদে বিস্তারিত

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়লে রুবেল নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলার যাদুরাণী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল জানান, সকালে হরিপুর উপজেলার যাদুরাণী বাজারে রুবেল মোটরসাইকেল চুরি করতে গেলে স্থানীয়রা তাঁকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাঁকে একটি গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয় স্থানীয় লোকজন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রুবেলের বিরুদ্ধে চুরি ও নারী-শিশু নির্যাতন আইনে থানায় দুটি মামলা রয়েছে।

সাভার (ঢাকা) : সাভার ডেইরি ফার্মের ভেতরে মাফুজুর রহমান রাজু (৪০) নামের এক শ্রমিকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে সাভারের ডেইরি ফার্মের ভেতরের একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

মোরেলগঞ্জ (বাগেরহাট) : মোরেলগঞ্জে চার মাস বয়সী কন্যাসন্তানের জননী ঊর্মি আক্তারের (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে পুলিশ পৌরসভার বয়রাতলা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে। নিহত ঊর্মির পিতা সালেছ শাহ বলেন, আমার মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

মণিরামপুর (যশোর) : যশোরের মণিরামপুরের চাঁদপুর এলাকায় খেদাপাড়া-মণিরামপুর পাকা সড়কের পাশে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল ভোরে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

সাবেক দুই মন্ত্রী রিমান্ডে

মেহেরপুর ও পঞ্চগড় প্রতিনিধি
মেহেরপুর ও পঞ্চগড় প্রতিনিধি
শেয়ার
সাবেক দুই মন্ত্রী রিমান্ডে

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন দোদুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন নাহারের আদালতে হাজির করা হলে বিচারক উভয় পক্ষের শুনানি শেষে তাঁর জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মেহেরপুর জেলা কারাগারে নেওয়া হয়। এদিকে পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া আল আমিন নামের এক ইজি বাইকচালককে হত্যার পর গুমের অভিযোগে হওয়া মামলায় সাবেক রেলপথমন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম সুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল তাঁকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে সুজনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়। এ সময় আদালত চত্বরে জড়ো হওয়া জনতা তাঁকে উদ্দেশ করে ভুয়া ভুয়াভোট চোর ভোট চোর বলে স্লোগান দেয়।

 

মন্তব্য

ছাত্রলীগের কর্মসূচি প্রতিহতের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
শেয়ার
ছাত্রলীগের কর্মসূচি প্রতিহতের ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। ছাত্রলীগের কর্মসূচির বিরুদ্ধে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। ববি ক্যাম্পাসে বুধবার (২৯ জানুয়ারি) রাত ১০টার দিকে এই কর্মসূচি পালিত হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের নিচতলায় এসে শেষ হয়।

রাত ১১টার দিকে প্রশাসনিক ভবনের নিচতলায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন আইন বিভাগের শিক্ষার্থী সিরাজুল ইসলাম, রসায়ন বিভাগের রাকিব আহমেদ, শিক্ষার্থী সিফাত হোসেন, মাইনুল ইসলাম, জাহিদুল ইসলাম, মমিনুল ইসলাম রানা প্রমুখ। সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। পতিত সরকার দেশের রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এরই অংশ হিসেবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।

মন্তব্য

তরুণীকে ধর্ষণের দায়ে চালকের আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
তরুণীকে ধর্ষণের দায়ে চালকের আমৃত্যু কারাদণ্ড

ট্রাকের ভেতরে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে (২০) ধর্ষণ করায় ট্রাকচালক সোহেল রানাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু ট্রাইব্যুনাল-(২)-এর বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত ট্রাকচালক সোহেল রানা (৩২) বগুড়া সদর উপজেলার আশুখোলা গ্রামের মনসুর আলীর ছেলে।

আদালতের পিপি অ্যাডভোকেট মাসুদুর রহমান মামলার বরাত দিয়ে জানান, ২০২১ সালের ২২ জানুয়ারি দেশে করোনাভাইরাসের কারণে লকডাউন চলছিল। স্বাভাবিক যানবাহন চলাচল বন্ধ ছিল তখন। এ অবস্থায় ঢাকার চন্দ্রা থেকে ভিকটিম ও আরো দুজন পুরুষ যাত্রী নিয়ে চালক সোহেল রানা এবং সহকারী ওহাব শেখ তাঁদের ট্রাক বগুড়ার উদ্দেশে যাত্রা করেন। বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর ওই দুই পুরুষ যাত্রীকে নামিয়ে তরুণীকে ধর্ষণ করেন চালক।

মন্তব্য

ওসির গাড়িতে হামলা অল্পের জন্য রক্ষা

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
শেয়ার
ওসির গাড়িতে হামলা অল্পের জন্য রক্ষা

নান্দাইলে পুলিশের টহল গাড়িতে চোরচক্রের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জানুয়ারি) শেষ রাতে এমন ঘটনা ঘটে নান্দাইল উপজেলার নান্দাইল-হোসেনপুর সড়কের সিংরুইল এলাকায়। এ ঘটনায় পিকআপসহ চারজনকে আটক করা হয়েছে। নান্দাইল থানার ওসি ফরিদ আহম্মেদ জানান, তিনি বুধবার রাতে একদল পুলিশ নিয়ে টহলে ছিলেন।

এ সময় খবর পান নান্দাইল-হোসেনপুর সড়ক দিয়ে চোরাই গরুভর্তি একটি পিকআপ কিশোরগঞ্জের হোসেনপুরের দিকে যাচ্ছে। গরু বোঝাই পিকআপটিকে ধাওয়া দিলে পিকআপ থেকে নেমে দেশি অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার পর স্থানীয় জাহাঙ্গীর নামের এক ব্যক্তি গরুভর্তি পিকআপে ধাওয়া করে দিলালপুর এলাকা পর্যন্ত যান। জাহাঙ্গীর জানান, তিনি পিকআপটি আটকাতে সক্ষম হলেও চোরচক্র তাঁর ওপরও হামলা চালায়।
ওসি ফরিদ আহম্মেদ বলেন, আমি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছি।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ