ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরি করতে গিয়ে রুবেল নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। এ ছাড়া ঢাকার সাভার, বাগেরহাটের মোরেলগঞ্জ ও যশোরের মণিরামপুরে পৃথক তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদে বিস্তারিত—
ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়লে রুবেল নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলার যাদুরাণী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল জানান, সকালে হরিপুর উপজেলার যাদুরাণী বাজারে রুবেল মোটরসাইকেল চুরি করতে গেলে স্থানীয়রা তাঁকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাঁকে একটি গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয় স্থানীয় লোকজন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রুবেলের বিরুদ্ধে চুরি ও নারী-শিশু নির্যাতন আইনে থানায় দুটি মামলা রয়েছে।
সাভার (ঢাকা) : সাভার ডেইরি ফার্মের ভেতরে মাফুজুর রহমান রাজু (৪০) নামের এক শ্রমিকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে সাভারের ডেইরি ফার্মের ভেতরের একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
মোরেলগঞ্জ (বাগেরহাট) : মোরেলগঞ্জে চার মাস বয়সী কন্যাসন্তানের জননী ঊর্মি আক্তারের (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে পুলিশ পৌরসভার বয়রাতলা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে। নিহত ঊর্মির পিতা সালেছ শাহ বলেন, ‘আমার মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।’
মণিরামপুর (যশোর) : যশোরের মণিরামপুরের চাঁদপুর এলাকায় খেদাপাড়া-মণিরামপুর পাকা সড়কের পাশে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল ভোরে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।