<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাঁচ হাজার ৩৮০ হেক্টর জমি অনাবাদি থাকায় বছরে এক হাজার ২৫০ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে বাগেরহাট জেলার রামপাল উপজেলা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কৃষি সম্প্রসারণ অফিসের একটি সূত্র জানায়, ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলায় মোট আবাদি জমির পরিমাণ ১৯ হাজার ৪০০ হেক্টর। এর মধ্যে বছরে অনাবাদি পড়ে থাকে পাঁচ হাজার ৩৮০ হেক্টর জমি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পড়ে থাকা এসব অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনা গেলে বছরে এক হাজার ২৫০ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হবে বলে মনে করে সংশ্লিষ্ট বিভাগ। ঘের মালিকদের সঙ্গে জমির মালিকদের কোন্দল, মাটি লবণাক্ততা, সেচের পানির অভাবকে অনাবাদি থাকার কারণ হিসেবে উল্লেখ করেছে কৃষি বিভাগ। কৃষি বিভাগ বলছে, এবার অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, সে বিষয় পরিষ্কার করে জানাতে পারেনি কৃষি বিভাগ। তবে অনাবাদি জমি আবাদের আওতায় আনার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা রয়েছে বলে জানা গেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কৃষকরা বলছেন, লবণসহিষ্ণু জাতের ধান আবাদ করলে আমনের উৎপাদন বেড়ে যাবে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অনাবাদি জমি চাষাবাদের আওতায় এনে কৃষকদের উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের উফশী, বোরো ধানসহ সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, খেসারি ডালের বীজ ও সার দেওয়া হচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১৯৮০ সালে বেড়িবাঁধ দিয়ে মূলত এই উপজেলায় নোনা পানি আটকিয়ে চিংড়ি চাষ শুরু হলে ধীরে ধীরে আমনের উৎপাদন আশঙ্কাজনকভাবে হ্রাস পায়। আমন ধানের জমিতে এখন চিংড়ি চাষ করা হচ্ছে। এ কারণে আমনের উৎপাদন কমে গেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী বলেন, এই উপজেলায় পাঁচ হাজার ৩৮০ হেক্টর অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েকজন কৃষকের সঙ্গে এ নিয়ে কথা বললে তাঁরা বলেন, এই উপজেলার বেশির ভাগ ইউনিয়নে আমনের জমিতে নোনা পানিতে চিংড়ি উৎপাদিত হয়। এ কারণে বছরে চিংড়ি ছাড়া আর কোনো ফসল উৎপাদিত হয় না। চিংড়ির পাশাপাশি লবণসহিষ্ণু জাতের ধান রোপণ করতে পারলে এই উপজেলায় অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদিত হবে।</span></span></span></span></span></p>