<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শাহজাদপুরে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত শক্তিপুর ১০ শয্যারমা ও শিশু কল্যাণ কেন্দ্রটি গত ছয় বছরেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। পরিবার কল্যাণ পরিদর্শিকা দিয়ে চলছে মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির চিকিৎসাসেবা। প্রতিষ্ঠানটিতে এমবিবিএস ডাক্তারসহ ২৫টি পদ রয়েছে। কিন্তু একজন পরিবার কল্যাণ পরিদর্শিকাসহ পাঁচজন দিয়েই চলছে মা ও শিশুর স্বাস্থ্যসেবা। দুই মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিক্যাল অফিসার এমসিএইস ডা. মোহাম্মদ আলী জানান, মা ও শিশু কল্যাণ কেন্দ্রটিতে স্বাভাবিক প্রসব থেকে শুরু করে সিজারিয়ান অপারেশনসহ মা ও শিশুর নানাবিধ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়ার কথা। কিন্তু চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ না দেওয়ায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হচ্ছে না।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, শিশু কল্যাণ কেন্দ্রটিতে মেডিক্যাল অফিসার (গাইনি অবস ট্রেনিং) পদে একজন, মেডিক্যাল অফিসার অ্যানেসথেসিয়া পদে একজন, মেডিক্যাল অফিসার (আলট্রাসনোগ্রাফি) পদে একজন, ফার্মাসিস্ট পদে একজন, পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে ছয়জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে একজন, সহকারী নার্সিং অ্যাটেনডেন্ট পদে দুজন, মেডিক্যাল টেকনোলজিস্ট পদে একজন, অ্যাম্বুল্যান্সচালক পদে একজন, আয়া পদে তিনজন, পরিচ্ছন্নতাকর্মী/সুইপার পদে তিনজন, অফিস সহায়ক পদে দুজন, নিরাপত্তা প্রহরী পদে দুজন থাকার কথা রয়েছে। এই ২৫টি পদের বিপরীতে রয়েছে মাত্র পাঁচজন। নেই কোনো ডাক্তার ও অ্যাম্বুল্যান্স। পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফ ডব্লিউ ভি) মোছা. খাদিজা খাতুন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডাক্তার না থাকায় এখনে কোনো সিজারিয়ান অপারেশন হয় না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফার্মাসিস্ট মো. দেলোয়ার হোসেন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মা ও শিশু কেন্দ্রটিতে দুই মাস ধরে কোনো ওষুধ না থাকায় আমরা এখানে আগত রোগীদের কোনো রকম ওষুধও দিতে পারছি না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>