চাঁপাইনবাবগঞ্জে সোয়া এক কেজি হেরোইন রাখার অভিযোগে আব্দুল আলিম (২৬) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান একমাত্র আসামির উপস্থিতিতে দণ্ডাদেশ ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওয়াদুদ বলেন, ২০২১ সালের ৬ জুলাই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সদর ইউনিয়নের কাশিপুর গ্রামে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে এক কেজি ৯৫০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক হন আলিম।