মায়ানমারে পাচার হয়ে যাওয়া ২০ কিশোর-যুবককে বাংলাদেশে ফেরত এনেছে বাংলাদেশ নৌবাহিনী। তারা বিভিন্ন সময় মানবপাচারের শিকার হয়ে মায়ানমারের কারাগারে আটকে ছিল। মায়ানমারে ভূমিকম্প হলে ক্ষতিগ্রস্ত এলাকায় মানবিক সহায়তা নিয়ে এগিয়ে যায় বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর দল ফেরত আসার সময় তাদের সঙ্গে করে নিয়ে আসে।
মায়ানমারের কারাগার থেকে ফেরত এলো ২০ কিশোর-যুবক
চট্টগ্রাম অফিস

সম্পর্কিত খবর

কীটনাশকে কৃষকের মৃত্যু
নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে কীটনাশক স্প্রে করতে গিয়ে বিষক্রিয়ায় রাজন আলী (২৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত রাজন উপজেলার হাবিবপুর গ্রামের জামিরুল ইসলামের ছেলে। জানা গেছে, গত ১২ এপ্রিল রাজন খোলা মুখে কীটনাশক স্প্রে করার সময় বিষক্রিয়ায় ক্ষেতেই ঢলে পড়েন।

বরগুনায় সব সড়কে টোল আদায় বন্ধ
বরগুনা প্রতিনিধি

বরগুনা জেলার সব সড়ক ও মহাসড়কে পৌরসভার নামে বিভিন্ন যানবাহনের কাছ থেকে টোল আদায় বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। গত সোমবার বরগুনার দ্রুত বিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ এই আদেশ দিয়েছেন। জানা যায়, বেতাগী পৌরসভা এলাকার সড়কে বিভিন্ন যানবাহনের কাছ থেকে টোল আদায়ের জন্য পৌর প্রশাসক খোকন হাওলাদারকে বাংলা ১৪৩২ সনের জন্য পৌর টেম্পো স্ট্যান্ডের ইজারা দেয়। সেখান থেকে অন্য লোক জোরপূর্বক টোল আদায় করছেন।

সংক্ষিপ্ত
মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এক্লাম্পসিয়া রোগে ভর্তি এক রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন পুশ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগীর স্বজনরা বিচার দাবি করেছেন। গত সোমবার রাতে জেলা আধুনিক সদর হাসপাতালে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, সোমবার সকালে হাসপাতালে ভর্তি করা হয় ভক্তি রানীকে।

ভাই-বোন হত্যায় অন্য ভাইয়ের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে আপন ভাই ও বোনকে হত্যার দায়ে অন্য ভাইকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজশাহীর অতিরিক্ত মহানগর জজ আদালত-১-এর বিচারক আবুল কালাম আজাদ এই রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামি তরিকুল ইসলাম (৫২)।
এ ঘটনায় নিহত সাদেকুল ইসলামের ছেলে ইউসুফ আলী সিজার বাদী হয়ে ওই দিনই নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা করেন।