বিশ্ব অর্থনীতির চালিকাশক্তি হয়ে উঠেছে এশিয়া মহাদেশ। চীন, ভারত, হংকংসহ এই অঞ্চলের বিভিন্ন দেশের প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। ব্লুমবার্গের প্রকাশিত তালিকায় উঠে এসেছে এশিয়ার পাঁচ শীর্ষ ধনী পরিবারের নাম। দেশগুলোর অর্থনীতিতে যাঁদের ভূমিকা উল্লেখযোগ্য। এই তালিকায় ভারতের দুটি পরিবারসহ স্থান করে নিয়েছে ইন্দোনেশিয়া, হংকং ও থাইল্যান্ডের তিনটি পরিবার। সম্মিলিতভাবে এই পাঁচটি পরিবারের মোট সম্পদের পরিমাণ ২৪৮ বিলিয়ন ডলারেরও বেশি।