<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনেক দিন হলো শারীরিকভাবে অসুস্থ অভিনেতা প্রবীর মিত্র। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন পর্দার </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নবাব সিরাজউদ্দৌলা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। নতুন করে দেখা দিয়েছে হাঁটুর সমস্যা। হুইলচেয়ারে চলাফেরা করলেও শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতেই হবে, জানিয়েছেন প্রবীর মিত্রের ছেলে মিথুন মিত্র। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাবা এখন একদমই চলাফেরা করতে পারছেন না। হাঁটুর ব্যথাটাও তীব্র হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, দ্রুত অস্ত্রোপচার না করলে সমস্যাটা আরো বাড়বে। বাবা অনেক দিন ধরে ভালো শুনতে পান না। স্মৃতিশক্তিও হারিয়ে ফেলছেন মাঝেমধ্যে। গত বছর ভারতে নিয়ে গিয়েছিলাম চিকিৎসার জন্য। এবার চিকিৎসকরা বলছেন, দেশেও হাঁটুর অস্ত্রোপচার করা যাবে। এখনো সিদ্ধান্ত নিইনি। তাঁর সেবা-যত্নেই দিন কাটছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p> </p>