অভিনেত্রী হিসেবে পরীমনির পরিচিতি। এবার যুক্ত হলো নতুন পরিচয়, ব্যবসায়ী। চালু করলেন নিজের প্রথম প্রতিষ্ঠান ‘বডি’। অনলাইনভিত্তিক এ প্রতিষ্ঠানে বিক্রি হবে মা ও শিশুদের জীবনযাত্রার পণ্যসামগ্রী।
নতুন পরিচয়ে পরী

পরী জানান, তিনি একাই প্রতিষ্ঠানটি চালু করেছেন। এখান থেকে উপার্জিত অর্থের ৫ শতাংশ ব্যয় করবেন অসচ্ছল মায়েদের জন্য। মাতৃত্বকালীন একজন নারী এবং নবজাত শিশুদের জন্য যেসব পণ্যের প্রয়োজন পড়ে, সেগুলোই বিক্রি করা হচ্ছে পরীর প্রতিষ্ঠানে।
সম্পর্কিত খবর

আরো খবর
সরকারের কাছে শিল্পীদের ১০ প্রস্তাব

১৮ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে হয়ে গেল ‘সংস্কৃতি খাতে বাজেট পর্যালোচনা ও প্রস্তাবনা’ শিরোনামের সেমিনার। সেখানে সংস্কৃতি খাতে বাজেট বৃদ্ধি এবং এর কার্যকর ব্যবহারের জন্য নানা গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়। থিয়েটার আর্টিস্টস অ্যাসোসিয়েশন অব ঢাকা আয়োজিত এই সেমিনারে দেশের সাংস্কৃতিক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন। সংস্কৃতিকে প্রগতিশীল জাতি গঠনের প্রধান চালিকা শক্তি হিসেবে বিবেচনা করলে সংস্কৃতি খাতে জাতীয় বাজেটের ১ শতাংশ বরাদ্দ সময়োপযোগী ও যৌক্তিক দাবি বলে জানান উপস্থিত ব্যক্তিরা।

অন্তর্জাল
লগআউট

শুক্রবার জিও সিনেমায় এসেছে মনস্তাত্ত্বিক ক্রাইম থ্রিলার ‘লগআউট’। ছবির গল্প ২৬ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রত্যুষ দুআর চরিত্র ঘিরে। প্রত্যুষ খুব যত্নসহকারে কনটেন্ট তৈরি করে। শিগগিরই ১০ মিলিয়ন ফলোয়ারের মাইলফলকে পৌঁছার দ্বারপ্রান্তে সে।

চলচ্চিত্র
দরদ

অভিনয়ে শাকিব খান, সোনাল চৌহান, পায়েল সরকার। পরিচালক অনন্য মামুন। দুপুর ২টা ৩০ মিনিট, এনটিভি।
গল্পসূত্র : স্ত্রী ফাতেমার জন্য সব কিছু করতে পারে দুলু মিয়া।

টিভি হাইলাইটস

রাশিয়ার গোপন অস্ত্র
কালিনিনগ্রাদ রাশিয়ার একটি সামরিক ঘাঁটি, যা ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো দ্বারা পরিবেষ্টিত। ক্রমেই এটি বাল্টিক সাগরে রাশিয়ার হাইব্রিড যুদ্ধকৌশল পরিচালনার লঞ্চপ্যাডে পরিণত হয়েছে। এটি কি ভবিষ্যতে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে? এ নিয়ে ডয়চে ভেলের আজকের আয়োজন ‘ম্যাপড আউট—কালিনিনগ্রাদ : রাশিয়াস সিক্রেট উইপন’। দেখা যাবে রাত ৯টা ১৫ মিনিটে।