ঢাকা, রবিবার ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

নতুন পরিচয়ে পরী

শেয়ার
নতুন পরিচয়ে পরী

অভিনেত্রী হিসেবে পরীমনির পরিচিতি। এবার যুক্ত হলো নতুন পরিচয়, ব্যবসায়ী। চালু করলেন নিজের প্রথম প্রতিষ্ঠান বডি। অনলাইনভিত্তিক এ প্রতিষ্ঠানে বিক্রি হবে মা ও শিশুদের জীবনযাত্রার পণ্যসামগ্রী।

শনিবার রাতে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক ঘোষণা দেন অভিনেত্রী। জানান, এটিই তাঁর এবারের ভ্যালেন্টাইন। ফেসবুক লাইভে পরীমনি বলেন, আমার সমস্ত ভালোবাসা দিয়ে মা ও বাচ্চাদের জন্য এই ব্যবসা শুরু করলাম। একই ছাদের নিচে সব পণ্য পাওয়ার বিষয়টি ছিল আমার দীর্ঘদিনের ড্রিম প্রজেক্ট।
মাতৃত্বকালীন যে সমস্যাগুলো ফেস করেছি, সেগুলো অন্যদের জন্য সহজ করে দিতেই এই ব্যবসা শুরু করেছি।

পরী জানান, তিনি একাই প্রতিষ্ঠানটি চালু করেছেন। এখান থেকে উপার্জিত অর্থের ৫ শতাংশ ব্যয় করবেন অসচ্ছল মায়েদের জন্য। মাতৃত্বকালীন একজন নারী এবং নবজাত শিশুদের জন্য যেসব পণ্যের প্রয়োজন পড়ে, সেগুলোই বিক্রি করা হচ্ছে পরীর প্রতিষ্ঠানে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

সরকারের কাছে শিল্পীদের ১০ প্রস্তাব

শেয়ার
সরকারের কাছে শিল্পীদের ১০ প্রস্তাব

১৮ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে হয়ে গেল সংস্কৃতি খাতে বাজেট পর্যালোচনা ও প্রস্তাবনা শিরোনামের সেমিনার। সেখানে সংস্কৃতি খাতে বাজেট বৃদ্ধি এবং এর কার্যকর ব্যবহারের জন্য নানা গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়। থিয়েটার আর্টিস্টস অ্যাসোসিয়েশন অব ঢাকা আয়োজিত এই সেমিনারে দেশের সাংস্কৃতিক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন। সংস্কৃতিকে প্রগতিশীল জাতি গঠনের প্রধান চালিকা শক্তি হিসেবে বিবেচনা করলে সংস্কৃতি খাতে জাতীয় বাজেটের ১ শতাংশ বরাদ্দ সময়োপযোগী ও যৌক্তিক দাবি বলে জানান উপস্থিত ব্যক্তিরা।

এ সময় ১০টি প্রস্তাবও দেন তাঁরা। যেমনডিজিটাল আর্কাইভ ও ভার্চুয়াল প্রদর্শনীর অবকাঠামো নির্মাণ, জেলা ও উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক সংগঠনগুলোকে আর্থিক সহায়তা, লোকসংস্কৃতি ও নৃগোষ্ঠী সংস্কৃতির গবেষণাগার ও প্রতিষ্ঠান গঠন, বাংলা একাডেমি, শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমির আধুনিকায়ন, দক্ষ জনবল নিয়োগ ও প্রশিক্ষণকেন্দ্র স্থাপন, সংস্কৃতিসেবীদের জন্য পেনশন সুবিধা চালু, বিদেশে সংস্কৃতিকেন্দ্র স্থাপন ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম বাড়ানো, শিল্পী ও সংগঠনের অনুদান বাড়িয়ে কার্যকর বরাদ্দ নিশ্চিতকরণ, সংস্কৃতি খাতকে রেভিনিউ বাজেটে অন্তর্ভুক্ত করে ধারাবাহিকতা বজায় রাখা এবং সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় বরাদ্দ।

মন্তব্য
অন্তর্জাল

লগআউট

শেয়ার
লগআউট
‘লগআউট’ ছবির দৃশ্য

শুক্রবার জিও সিনেমায় এসেছে মনস্তাত্ত্বিক ক্রাইম থ্রিলার লগআউট। ছবির গল্প ২৬ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রত্যুষ দুআর চরিত্র ঘিরে। প্রত্যুষ খুব যত্নসহকারে কনটেন্ট তৈরি করে। শিগগিরই ১০ মিলিয়ন ফলোয়ারের মাইলফলকে পৌঁছার দ্বারপ্রান্তে সে।

ঠিক এমন সময়ই সে হারিয়ে ফেলে তার ফোন। ফোনটি চলে যায় এক অন্ধ ভক্তের হাতে এবং সেখান থেকেই শুরু হয় প্রত্যুষের জীবনের জটিলতা ও ভয়ংকর পরিস্থিতি! অমিত গোলানির এই ছবিতে অভিনয় করেছেন বাবিল খান, রাশিকা দুগাল, গন্ধর্ব দেওয়ান, নিমিষা প্রমুখ।

প্রাসঙ্গিক
মন্তব্য
চলচ্চিত্র

দরদ

শেয়ার
দরদ
‘দরদ’ ছবিতে শাকিব খান, সোনাল চৌহান

অভিনয়ে শাকিব খান, সোনাল চৌহান, পায়েল সরকার। পরিচালক অনন্য মামুন। দুপুর ২টা ৩০ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : স্ত্রী ফাতেমার জন্য সব কিছু করতে পারে দুলু মিয়া।

ফাতেমার ধ্যানজ্ঞান নায়ক সরফরাজ খান। দুলু কথা দেয়, স্ত্রীকে নায়ক সরফরাজ খানের সঙ্গে দেখা করিয়ে দেবে। সরফরাজ খানের সঙ্গে দেখা করতে গিয়ে যৌন নিগ্রহের শিকার হয় ফাতেমা। নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ফাতেমা।
এর পরই ভারতের বেনারস শহরে একের পর এক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকে। নড়েচড়ে বসে পুলিশ। তদন্তে উঠে আসে দুলু মিয়ার নাম।

প্রাসঙ্গিক
মন্তব্য

টিভি হাইলাইটস

শেয়ার
টিভি হাইলাইটস

রাশিয়ার গোপন অস্ত্র

কালিনিনগ্রাদ রাশিয়ার একটি সামরিক ঘাঁটি, যা ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো দ্বারা পরিবেষ্টিত। ক্রমেই এটি বাল্টিক সাগরে রাশিয়ার হাইব্রিড যুদ্ধকৌশল পরিচালনার লঞ্চপ্যাডে পরিণত হয়েছে। এটি কি ভবিষ্যতে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে? এ নিয়ে ডয়চে ভেলের আজকের আয়োজন ম্যাপড আউটকালিনিনগ্রাদ : রাশিয়াস সিক্রেট উইপন। দেখা যাবে রাত ৯টা ১৫ মিনিটে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ