মোশন পোস্টারেই আভাস মিলেছিল, ‘বরবাদ’-এ নৃশংস অ্যাকশন থাকবে। গতকাল প্রকাশিত টিজারে সে অনুমান সত্য হলো। পৌনে দুই মিনিটের এই ঝলকে শাকিব খানকে দেখা গেছে খেপাটে চরিত্রে। যে তার প্রেমিকার জন্য সব কিছু বরবাদ করে দিতে দুবার ভাবে না।
মোশন পোস্টারেই আভাস মিলেছিল, ‘বরবাদ’-এ নৃশংস অ্যাকশন থাকবে। গতকাল প্রকাশিত টিজারে সে অনুমান সত্য হলো। পৌনে দুই মিনিটের এই ঝলকে শাকিব খানকে দেখা গেছে খেপাটে চরিত্রে। যে তার প্রেমিকার জন্য সব কিছু বরবাদ করে দিতে দুবার ভাবে না।
সম্পর্কিত খবর
গতকাল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তামিল স্পোর্টস ড্রামা ‘টেস্ট’। অর্জুন পাকা ব্যাটার, পাকিস্তানের বিপক্ষে নিজের সর্বোচ্চটা দিয়ে ম্যাচ জিততে চায়। কুমুধা একজন শিক্ষক ও ক্রিকেটপ্রেমী, চিকিৎসার মাধ্যমে হতে চায় মা। আর কুমুধার স্বামী সারাবানের ইচ্ছা তার বৈজ্ঞানিক প্রজেক্ট বাস্তবায়ন।
অভিনয়ে মোশাররফ করিম, পরীমনি, জিয়াউল রোশান। পরিচালনা ইফতেখার শুভ। সকাল ৯টা, দীপ্ত টিভি।
গল্পসূত্র : ইব্রাহিম খালেদি দেশের নামজাদা লেখক।
অভাবের সংসার
ঈদের ষষ্ঠ দিনের আয়োজনের অংশ হিসেবে বৈশাখী টেলিভিশনে রাত ৯টা ৫৫ মিনিটে রয়েছে একক নাটক ‘অভাবের সংসার’। রচনা ও পরিচালনা তারিক মুহাম্মদ হাসান। অভিনয়ে শ্যামল মাওলা, মাইমুনা মম, মেহরিমা, নিয়াজউদ্দিন আহমেদ প্রমুখ।
দ্য মিডিয়া শো
বিবিসি নিউজে রাত ৮টা ৩০ মিনিটে রয়েছে আলোচনা অনুষ্ঠান ‘দ্য মিডিয়া শো’।
জর্জ ক্লুনি—এক নামেই সিনে দুনিয়ায় পরিচিত। গত শতকের সত্তরের দশকের শেষ দিকে টেলিভিশনে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় তাঁর ক্যারিয়ার। ওই সময় টিভি নাটকে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। পরে সিনেমায় এসেও নিজেকে মেলে ধরেন।