বরবাদের টিজারে নৃশংস শাকিব

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
বরবাদের টিজারে নৃশংস শাকিব

মোশন পোস্টারেই আভাস মিলেছিল, বরবাদ-এ নৃশংস অ্যাকশন থাকবে। গতকাল প্রকাশিত টিজারে সে অনুমান সত্য হলো। পৌনে দুই মিনিটের এই ঝলকে শাকিব খানকে দেখা গেছে খেপাটে চরিত্রে। যে তার প্রেমিকার জন্য সব কিছু বরবাদ করে দিতে দুবার ভাবে না।

শাকিবের লুক, অ্যাকশন এবং বিভিন্ন দৃশ্য দেখে কেউ কেউ বলিউড ছবি এনিম্যাল-এর কথা তুলছেন। তবে মিল-অমিল বিতর্কের বাইরে অধিকাংশ দর্শক বাহবা দিচ্ছেন। মেহেদী হাসান হৃদয়ের এ ছবিতে শাকিবের নায়িকা ইধিকা পাল। আরো আছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর প্রমুখ।
মুক্তি পাবে রোজার ঈদে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

টেস্ট

শেয়ার
টেস্ট
‘টেস্ট’-এর দৃশ্য

গতকাল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তামিল স্পোর্টস ড্রামা টেস্ট। অর্জুন পাকা ব্যাটার, পাকিস্তানের বিপক্ষে নিজের সর্বোচ্চটা দিয়ে ম্যাচ জিততে চায়। কুমুধা একজন শিক্ষক ও ক্রিকেটপ্রেমী, চিকিৎসার মাধ্যমে হতে চায় মা। আর কুমুধার স্বামী সারাবানের ইচ্ছা তার বৈজ্ঞানিক প্রজেক্ট বাস্তবায়ন।

তিনজনের তিন চাওয়া এক সমীকরণে এসে দাঁড়ায়। অভিনয়ে আছেন আর মাধবন, নয়নতারা, সিদ্ধার্থ, মীরা জেসমিন প্রমুখ।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
চলচ্চিত্র

মুখোশ

শেয়ার
মুখোশ
‘মুখোশ’ ছবিতে জিয়াউল রোশান ও পরীমনি

অভিনয়ে মোশাররফ করিম, পরীমনি, জিয়াউল রোশান। পরিচালনা ইফতেখার শুভ। সকাল ৯টা, দীপ্ত টিভি।

গল্পসূত্র : ইব্রাহিম খালেদি দেশের নামজাদা লেখক।

আসতে চায় রাজনীতিতে। তার মধ্যে কিছু রহস্য আছে। সেই রহস্যের কিনারা করতে চায় সাংবাদিক সোহানা। এ জন্য লেখকের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে সে।
ক্রমে রহস্যের কিনারা পেয়ে অবাক হয় সোহানা।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

টিভি হাইলাইটস

শেয়ার
টিভি হাইলাইটস
‘অভাবের সংসার’ নাটকের দৃশ্যে শ্যামল মাওলা ও মাইমুনা মম

অভাবের সংসার

ঈদের ষষ্ঠ দিনের আয়োজনের অংশ হিসেবে বৈশাখী টেলিভিশনে রাত ৯টা ৫৫ মিনিটে রয়েছে একক নাটক অভাবের সংসার। রচনা ও পরিচালনা তারিক মুহাম্মদ হাসান। অভিনয়ে শ্যামল মাওলা, মাইমুনা মম, মেহরিমা, নিয়াজউদ্দিন আহমেদ প্রমুখ।

 

দ্য মিডিয়া শো

বিবিসি নিউজে রাত ৮টা ৩০ মিনিটে রয়েছে আলোচনা অনুষ্ঠান দ্য মিডিয়া শো

নেটফ্লিক্সের সিরিজ দ্য অ্যাডোলিসেন্স মুক্তির পর থেকে অনলাইনের প্রভাব নিয়ে বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে। শিশু-কিশোররা অনলাইনে কিভাবে সময় কাটায়, এর প্রভাব কেমনসেসব তুলে ধরেছেন রস অ্যাটকিনস ও কেটি র‌্যাজাল।

 

 

মন্তব্য
আরো খবর

৬৩-তে মঞ্চনাটকে অভিষেক

শেয়ার
৬৩-তে মঞ্চনাটকে অভিষেক

জর্জ ক্লুনিএক নামেই সিনে দুনিয়ায় পরিচিত। গত শতকের সত্তরের দশকের শেষ দিকে টেলিভিশনে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় তাঁর ক্যারিয়ার। ওই সময় টিভি নাটকে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। পরে সিনেমায় এসেও নিজেকে মেলে ধরেন।

অর্জন করে নেন অস্কার, গোল্ডেন গ্লোবের মতো পুরস্কার। এখন তিনি জ্যেষ্ঠ অভিনেতা। বয়স ৬৩ বছর। আর এই বয়সেই শুরু করলেন অভিনয়ের নতুন অধ্যায়মঞ্চনাটক।
বৃহস্পতিবার মঞ্চস্থ হয়েছে তাঁর প্রথম নাটক গুড নাইট, অ্যান্ড গুড লাক। যুক্তরাষ্ট্রের ব্রডওয়ে থিয়েটার উইন্টার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে প্রদর্শনী। এটি ২০০৫ সালে মুক্তি পাওয়া একই নামের ছবির নতুন সংস্করণ। নির্দেশনা দিয়েছেন টনি পুরস্কারজয়ী ডেভিড কর্মার।
ক্লুনির মঞ্চাভিষেকে হলিউডের বেশ কয়েকজন তারকা হাজির হয়েছিলেন। এর মধ্যে পিয়ার্স ব্রসনান, কাইলি মিনোগ অন্যতম।

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ