‘সুড়ঙ্গ’ দিয়ে ২০২৩-এ বড় পর্দায় অভিষেক হয়েছিল আফরান নিশোর। শুরুতেই করেছিলেন বাজিমাত। এর পর কেটে গেল দুই বছর। প্রেক্ষাগৃহমুখী হননি অভিনেতা।
‘সুড়ঙ্গ’ দিয়ে ২০২৩-এ বড় পর্দায় অভিষেক হয়েছিল আফরান নিশোর। শুরুতেই করেছিলেন বাজিমাত। এর পর কেটে গেল দুই বছর। প্রেক্ষাগৃহমুখী হননি অভিনেতা।
১ মিনিট ৭ সেকেন্ডের এই ঝলক পুরোটাই নিশোময়। শুরুতেই তাঁর কণ্ঠে সংলাপ ‘আব্বা আমাকে সব সময় বলত, নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁইজা বাইর কর।’ কয়েকটি দৃশ্যের পর তাঁর মুখে শোনা যায়, ‘এখন বুঝতে পারছি জীবনের লক্ষ্য।’ কী সেই লক্ষ্য? রহস্যটা রয়ে গেছে আড়ালেই।
‘দাগি’ বানিয়েছেন শিহাব শাহীন। তিনি বলেন, “দর্শকদের বলতে চাই, এটা তো মাত্র প্রথম ঝলক; চমকের অনেক কিছুই একে একে আসতে থাকবে। যারা আমার কাজ সম্পর্কে জানেন কিংবা সিনেমাটি নিয়ে যে প্রত্যাশা রাখেন, আশা করছি ‘দাগি’তে তার সবই পাবেন।
অন্যদিকে নিশোর বক্তব্য, ‘ভবিষ্যতে কী হতে যাচ্ছে, টিজারটি তার ইঙ্গিত দিয়েছে মাত্র। এই সিনেমার প্রতিটি ফ্রেমে গভীর অর্থ রয়েছে। এটা এমন এক গল্প, যা ভাগ্য এবং পরিণতি নিয়ে দর্শকদের মধ্যে প্রশ্ন তুলবে।’
‘দাগি’তে নিশোর সঙ্গে আছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত প্রমুখ। প্রযোজনায় এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি।
সম্পর্কিত খবর
অ্যামাজন প্রাইম ভিডিওতে শুক্রবার মুক্তি পেয়েছে রেমো ডি’সুজার ছবি ‘বি হ্যাপি’। শিব রাস্তোগি একজন সিঙ্গেল ফাদার। তার কন্যা ধারা দারুণ নাচতে পারে। অংশ নিতে চায় ভারতের সবচেয়ে বড় ডান্স রিয়ালিটি শোতে।
অভিনয়ে বাপ্পী চৌধুরী, মাহিয়া মাহি, সারা জেরিন, রাজ্জাক। পরিচালনা শাহীন সুমন। সকাল ১০টা ১৫ মিনিট, দীপ্ত টিভি।
গল্পসূত্র: শিক্ষিত বেকার যুবক শুভ।
বৈশাখী টেলিভিশনে আজ রয়েছে রমজান মাসের বিশেষ ধারাবাহিক নাটক ‘পরকাল’। প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচারিত হয় এটি। রচনা টিপু আলম মিলন, চিত্রনাট্য ও পরিচালনা আকাশ রঞ্জন। অভিনয়ে সাঈদ বাবু, বৃষ্টি ইসলাম, আব্দুল্লাহ রানা, মিষ্টি মারিয়া, মাসুম বাসার, আমিন আজাদ, গুলশান আরা, শিখা প্রমুখ।
স্টুডিও বি
আলজাজিরায় দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে আলোচনা অনুষ্ঠান ‘স্টুডিও বি’। আজকের পর্ব ‘দি এআই সিরিজ: ইনট্রোডাকশন টু এআই’। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি কত দূর এগিয়েছে, বিশ্বের ওপর এর প্রভাব কেমন, তা নিয়ে কথা বলবেন শান্তিতে নোবেলজয়ী মারিয়া রেসা ও অধ্যাপক মাইকেল উল্ডরিজ।
গান ও অভিনয়ে সময়টা দারুণ কাটছে পারশা মাহজাবীন পূর্ণির। এর মধ্যেই হঠাৎ বিপদের সম্মুখীন। তবে অল্পের জন্য রক্ষা পেলেন। গতকাল গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন পূর্ণি।