ঢাকা, বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৬
আরো খবর

স্বাধীনতা কনসার্ট স্থগিত

শেয়ার
স্বাধীনতা কনসার্ট স্থগিত

১২ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে ‘স্বাধীনতা কনসার্ট’। তবে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আপাতত কনসার্টটি স্থগিত করা হয়েছে। ৭ এপ্রিল দিবাগত রাত ১টার পর এই তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। সোমবার দুপুরে জানানো হয়েছিল, আগামী ১১ এপ্রিল অনুষ্ঠেয় কনসার্টটি পরদিন ১২ এপ্রিল হবে।

এবার জানা গেল, সেদিনও হচ্ছে না কনসার্ট। ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গাজা ও রাফায় নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়ায় একযোগে যে কনসার্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে, তা একদিন পিছিয়ে ১২ এপ্রিল হওয়ার কথা ছিল, সেটা এবার সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

NETFLIX দ্য গ্লাস ডোম

শেয়ার
NETFLIX দ্য গ্লাস ডোম
‘দ্য গ্লাস ডোম’ সিরিজের দৃশ্য

মঙ্গলবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে হেনরিক বর্ন ও লিসা ফারজানার মিনি সিরিজ দ্য গ্লাস ডোম। সুইডেনের একটি ছোট্ট শহরে বন্দি এক তরুণী। হঠাৎ সে উধাও হয়ে যায়। তাকে খুঁজতে মিশনে নামে এক অপরাধবিশেষজ্ঞ ও তার সাবেক পুলিশ সঙ্গী।

অভিনয়ে আছেন লিওনি ভিনসেন্ট, জন হেডেনবার্গ, জোহান রিবর্গ, ফারজাদ ফারজানা প্রমুখ।

মন্তব্য
চলচ্চিত্র

প্রিয়জন

শেয়ার
প্রিয়জন
‘প্রিয়জন’ ছবিতে শিল্পী ও সালমান শাহ

অভিনয়ে সালমান শাহ, শিল্পী, রিয়াজ। পরিচালনা রানা নাসের। দুপুর ২টা ১০ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : পারিবারিক গাড়ি চালকের ছেলে নয়নের সঙ্গে রূপার বেশ ভাব।

রূপার বাবা এটা মেনে নিতে পারে না। নয়নকে রক্তাক্ত করে বাড়ি থেকে বের করে দেয়। সুমনের বাবা আশ্রয় দেয় নয়নকে, স্কুলে ভর্তি করিয়ে দেয়। বারো বছর পর রূপার সঙ্গে নয়নের দেখা।
এদিকে রূপার প্রেমে পড়েছে সুমন। সুমনের জন্য নিজের ভালোবাসা বিসর্জন দিতে চায় নয়ন।

মন্তব্য
টিভি হাইলাইটস

টকিং মুভিজ

শেয়ার
টকিং মুভিজ

বিবিসি নিউজে বিকেল ৪টা ৫৫ মিনিটে রয়েছে চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান টকিং মুভিজ। বিশ্ব চলচ্চিত্রের সাপ্তাহিক খবরাখবর তুলে ধরেন সঞ্চালক টম ব্রুক। পাশাপাশি থাকে বিভিন্ন তারকার সাক্ষাৎকার এবং সাম্প্রতিক ব্লকবাস্টার ছবির খুঁটিনাটি।

মন্তব্য
কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল

‘বিশ্বাসে মিলায় বন্ধু’র অতিথি ডিজে সনিকা

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
‘বিশ্বাসে মিলায় বন্ধু’র অতিথি ডিজে সনিকা
‘বিশ্বাসে মিলায় বন্ধু’ অনুষ্ঠানে উপস্থাপক দেবাশীষ বিশ্বাস ও ডিজে সনিকা

রাত ৯টায় কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একযোগে আসবে বিশ্বাসে মিলায় বন্ধুর নতুন পর্ব। দেবাশীষ বিশ্বাসের এই শোতে আজকের অতিথি ডিজে সনিকা। তিনি বলেছেন তাঁর ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের অনেক না-বলা কথা। এরই মধ্যে বেশ জমে উঠেছে বিশ্বাসে মিলায় বন্ধু

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ