রোমাঞ্চ জিতে শেষ আটে রিয়াল

শেয়ার
রোমাঞ্চ জিতে শেষ আটে রিয়াল
টাইব্রেকারের পর...

ওয়ান্ডা মেট্রোপলিটনে নায়ক হতে পারতেন ভিনিসিয়ুস জুনিয়র। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে এক গোলে পিছিয়ে থাকা রিয়াল দ্বিতীয়ার্ধে পেনাল্টি  শট আকাশে উড়িয়ে মেরে হতাশায় মুখ লুকিয়েছেন ভিনি। তবে ভিনিকে খলনায়ক হতে হয়নি। উত্তেজনা ও বারুদে ঠাসা ম্যাচ টাইব্রেকারে ৪-২ গোলে জিতে রিয়াল পৌঁছে গেছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে।

প্রথম লেগে রিয়াল ৩-২ গোলে এগিয়ে ছিল, ফিরতি লেগে গালাগারের গোলে অ্যাতলেতিকো ১-০ ব্যবধানে জিতলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই বাজিমাত রিয়ালের। সেমিতে যাওয়ার লড়াইয়ে রিয়ালের প্রতিপক্ষ আর্সেনাল।

https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/14-03-2025/kalerkantho-sp-2a.jpgটাইব্রেকারে নাটকীয়তার সঙ্গে মিশে ছিল রোমাঞ্চও।

রিয়ালের এমবাপ্পে, বেলিংহাম, ভালভের্দে ও রুডিগার লক্ষ্যভেদ করলেও মিস করেন লুকাস ভাস্কুয়েস। অন্যদিকে অ্যাতলেতিকোর আলেক্সান্ডার সরলোথ ও আনহেল কোরেয়া জাল খুঁজে নিলেও ব্যর্থ হন হুলিয়ান আলভারেস ও মার্কোস ইয়োরেন্তে। আলভারেসের শট নিয়ে হয়েছে নাটকীয়তা। আর্জেন্টাইন ফরোয়ার্ড বল জালে পাঠিয়েছিলেন, কিন্তু তাঁর শট বাতিল হয়ে যায় অদ্ভুত নিয়মে।
শটটি নেওয়ার সময় আলভারেসের বাঁ পা পিছলে গিয়েছিল। ডান পায়ে শট নেওয়ার আগেই বাঁ পা বলে লেগে যায়। যেটাই নিয়মের বহির্ভূত। টাইব্রেকার শট নেওয়ার সময় বল একবারই স্পর্শ করা যাবে। আলভারেস দুবার করায় ভিএআর পরীক্ষা করে শট বাতিল করে দেন রেফারি।

শট বাতিল করায় রেফারির ওপর ক্ষুব্ধ অ্যাতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনে, ভিডিও ফুটেজ দেখেছি আমি। রেফারি বলছেন, আলভারেস বলে স্পর্শ করেন সাপোর্টিং পা দিয়েও। কিন্তু আমি তো দেখছি, বল নড়েনি। সে যখন শট নিয়েছে, বল তো একটুও নড়েনি। পেনাল্টি শুটআউটে ভিএআর রিভিউ হতে আমি কখনো দেখিনি। ইতিহাস ধরে রেখে জিততে পেরে খুশি রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি, আমরা চেয়েছিলাম টাইব্রেকারের আগেই খেলা শেষ করতে। তবে এখনো আমরা টিকে আছি, লড়াই করছি। লিলকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে বার্সেলোনাকে পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। পিএসভির সঙ্গে ২-২ গোলে ড্র করেও দুই লেগ মিলিয়ে ৯-৩ ব্যবধানে জিতে পরের রাউন্ডে আর্সেনাল। ক্লাব ব্রুজকে ৩-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। তাদের প্রতিপক্ষ পিএসজি। এএফপি

কোয়ার্টার ফাইনালে

রিয়াল     -   আর্সেনাল

বার্সেলোনা  -   ডর্টমুন্ড

বায়ার্ন -   ইন্টার

পিএসজি   -   অ্যাস্টন ভিলা

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

ক্রিকেট

নিউজিল্যান্ড-পাকিস্তান

তৃতীয় টি-টোয়েন্টি

সরাসরি, দুপুর ১২টা ১৫ মিনিট

টেন ৫

ফুটবল

প্রিমিয়ার লিগ

আর্সেনাল-লিভারপুল

হাইলাইটস, দুপুর ১২টা, টেন ২

ফুলহাম-ম্যানচেস্টার ইউনাইটেড

হাইলাইটস, বিকেল ৩টা, টেন ১

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

ডিপিএল

মোহামেডান-ধানমণ্ডি স্পোর্টস ক্লাব

সরাসরি, সকাল ৯টা

প্রাসঙ্গিক
মন্তব্য

আজ নামছেন জহির

শেয়ার
আজ নামছেন জহির

ক্রীড়া প্রতিবেদক : চীনের নানজিংয়ে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে আজ ট্র্যাকে নামছেন জহির রায়হান। আসরে ৪০০ মিটার স্প্রিন্টে অংশ নিচ্ছেন তিনি। শুরুতে অংশ নেবেন হিটে।

গত বছর এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে এই ইভেন্টে রুপা জিতেছিলেন জহির।

তবে বিশ্বচ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। হিট পার হয়ে সেমিফাইনালে ওঠাটাই জহিরের প্রথম পরীক্ষা। ৩ নম্বর হিটে হন্ডুরাস, ব্রাজিল, বাহামা, জাপান ও হাঙ্গেরির স্প্রিন্টারের বিপক্ষে দৌড়াবেন তিনি। জহির ইরানে এশিয়ান ইনডোরে রুপা জিতেছিলেন ৪৮.১০ সেকেন্ড টাইমিং নিয়ে।
প্রতি হিটের সেরা দুজন ও টাইমিংয়ের দিক দিয়ে পরের সেরা আরো দুজনসহ মোট ১২ জন উঠবেন সেমিফাইনালে। বিকেলের সেশনেই হবে সেমিফাইনাল।

মন্তব্য

হকিতে ফাইনালে ওঠার লড়াই

শেয়ার
হকিতে ফাইনালে ওঠার লড়াই

ক্রীড়া প্রতিবেদক : মেয়েদের ডেভেলপমেন্ট হকির দুটি সেমিফাইনাল আজ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে যশোরের মুখোমুখি হবে কিশোরগঞ্জ। একই সময় কুর্মিটোলার বিমানবাহিনী মাঠে বিকেএসপির মুখোমুখি হবে রাজশাহী।

গ্রুপে পাঁচ খেলার সব কটিতে জিতে নয় শুধু, প্রতিপক্ষদের গোলবন্যায় ভাসিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বিকেএসপি।

স্বাভাবিকভাবেই তাদের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে রাজশাহী। গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে চট্টগ্রামকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের রানার্স আপ দল হিসেবে শেষ চারে উঠেছে দলটি। চার খেলায় ৭ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে যশোর।
চ্যাম্পিয়ন হয়ে দলটি বিকেএসপিকে এড়িয়েছে বলাই যায়। গ্রুপে বিকেএসপির পর ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয় কিশোরগঞ্জ। ৯ পয়েন্ট ছিল অবশ্য ঠাকুরগাঁও, ঝিনাইদহেরও। গোল ব্যবধানে তাদের পেছনে ফেলে যশোরের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে তারা।

এই কিশোরগঞ্জকেও গ্রুপে মুখোমুখি দেখায় ১৫ গোল দিয়েছে বিকেএসপি। টুর্নামেন্টে ফেভারিট তারাই।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ