ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২১ রমজান ১৪৪৬

ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২১ রমজান ১৪৪৬

স্বস্তির জয়ে শীর্ষে ‘ক্লান্ত’ রিয়াল

শেয়ার
স্বস্তির জয়ে শীর্ষে ‘ক্লান্ত’ রিয়াল
জোড়া গোলে রিয়ালের জয়ের নায়ক এমবাপ্পে। ছবি : এএফপি

ভিয়ারিয়ালকে হারিয়ে বার্সেলোনাকে তিন পয়েন্ট পেছনে ফেলে লা লিগায় শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলোত্তির দল অবশ্য কাতালানদের চেয়ে ম্যাচ খেলেছে দুটি বেশি। গতকাল রাতে মেট্রোপলিটানোয় অ্যাতলেতিকোর মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। গুরুত্বপূর্ণ এই দ্বৈরথে কাতালানরা জিতে না থাকলে আপাতত শীর্ষেই থাকবে লস ব্লাংকোস

https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/17-03-2025/kalerkantho-sp-1a.jpgচ্যাম্পিয়নস লিগে অ্যাতলেতিকোর বিপক্ষে এক স্নায়ুক্ষয়ী লড়াই জিতে ভিয়ারিয়ালের মাঠে খেলতে গিয়েছিল রিয়াল। প্রতিপক্ষের মাঠে ২-১ গোলের স্বস্তির জয়ও পেয়েছে লস ব্লাংকোস। ছয় মিনিটের ব্যবধানে করা কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল রিয়ালকে এনে দিয়েছে তিন পয়েন্ট। নিজ মাঠে খেলার সপ্তম মিনিটে এগিয়ে যায় ভিয়ারিয়াল।

ম্যাচে ফিরতে অবশ্য বেশি সময় নেয়নি রিয়াল। সপ্তদশ মিনিটে সমতা ফেরানোর খানিকটা পর সফরকারীদের এগিয়ে দেন এমবাপ্পে।

অবশ্য প্রতিপক্ষের মাঠ থেকে জিতে ফিরেও বিরক্তি প্রকাশ করেছেন কোচ কার্লো আনচেলোত্তি। পর্যাপ্ত বিশ্রামের সময় না দিলে ভবিষ্যতে ম্যাচ বয়কটের প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রেখেছেন এই ইতালিয়ান, আমার মনে হয়, আজই (পরশু) শেষবার ৭২ ঘণ্টা বিশ্রামের আগে খেলতে নামলাম।

৭২ ঘণ্টা বিশ্রাম ছাড়া আমরা আর কোনো ম্যাচ খেলব না। খেলার সময় বদলানোর জন্য লা লিগা কর্তৃপক্ষকে দুবার বলেছিলাম আমরা। তারা কোনো পদক্ষেপ নেয়নি। এটাই শেষবার।

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজ মাঠে ব্রাইটনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি।

ইত্তিহাদে দুবার এগিয়ে গিয়েও জিতে মাঠ ছাড়তে পারেনি সিটিজেনরা। ব্রাইটনের সঙ্গে ড্র করে সেরা চারে থেকে মৌসুম শেষ করার স্বপ্নে ধাক্কা খেয়েছে পেপ গার্দিওলার দল। ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট অর্জন করে সিটিজেনরা আছে পাঁচ নম্বরে। জার্মান বুন্দেসলিগায় হোঁচট খেয়েছে বায়ার্ন মিউনিখ। ইউনিয়ন বার্লিনের মাঠে ১-১ গোলে ড্র করেছে ভিনসেন্ট কম্পানির দল। এই ড্রয়ের পরও দ্বিতীয় স্থানে থাকা লেভারকুসেনের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে আছে বায়ার্ন। ওদিকে লিপজিগের মাঠে ২-০ গোলে হেরেছে বরুশিয়া ডর্টমুন্ড। ইএসপিএন

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

ক্রিকেট

নিউজিল্যান্ড-পাকিস্তান

তৃতীয় টি-টোয়েন্টি

সরাসরি, দুপুর ১২টা ১৫ মিনিট

টেন ৫

ফুটবল

প্রিমিয়ার লিগ

আর্সেনাল-লিভারপুল

হাইলাইটস, দুপুর ১২টা, টেন ২

ফুলহাম-ম্যানচেস্টার ইউনাইটেড

হাইলাইটস, বিকেল ৩টা, টেন ১

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

ডিপিএল

মোহামেডান-ধানমণ্ডি স্পোর্টস ক্লাব

সরাসরি, সকাল ৯টা

প্রাসঙ্গিক
মন্তব্য

আজ নামছেন জহির

শেয়ার
আজ নামছেন জহির

ক্রীড়া প্রতিবেদক : চীনের নানজিংয়ে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে আজ ট্র্যাকে নামছেন জহির রায়হান। আসরে ৪০০ মিটার স্প্রিন্টে অংশ নিচ্ছেন তিনি। শুরুতে অংশ নেবেন হিটে।

গত বছর এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে এই ইভেন্টে রুপা জিতেছিলেন জহির।

তবে বিশ্বচ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। হিট পার হয়ে সেমিফাইনালে ওঠাটাই জহিরের প্রথম পরীক্ষা। ৩ নম্বর হিটে হন্ডুরাস, ব্রাজিল, বাহামা, জাপান ও হাঙ্গেরির স্প্রিন্টারের বিপক্ষে দৌড়াবেন তিনি। জহির ইরানে এশিয়ান ইনডোরে রুপা জিতেছিলেন ৪৮.১০ সেকেন্ড টাইমিং নিয়ে।
প্রতি হিটের সেরা দুজন ও টাইমিংয়ের দিক দিয়ে পরের সেরা আরো দুজনসহ মোট ১২ জন উঠবেন সেমিফাইনালে। বিকেলের সেশনেই হবে সেমিফাইনাল।

মন্তব্য

হকিতে ফাইনালে ওঠার লড়াই

শেয়ার
হকিতে ফাইনালে ওঠার লড়াই

ক্রীড়া প্রতিবেদক : মেয়েদের ডেভেলপমেন্ট হকির দুটি সেমিফাইনাল আজ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে যশোরের মুখোমুখি হবে কিশোরগঞ্জ। একই সময় কুর্মিটোলার বিমানবাহিনী মাঠে বিকেএসপির মুখোমুখি হবে রাজশাহী।

গ্রুপে পাঁচ খেলার সব কটিতে জিতে নয় শুধু, প্রতিপক্ষদের গোলবন্যায় ভাসিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বিকেএসপি।

স্বাভাবিকভাবেই তাদের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে রাজশাহী। গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে চট্টগ্রামকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের রানার্স আপ দল হিসেবে শেষ চারে উঠেছে দলটি। চার খেলায় ৭ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে যশোর।
চ্যাম্পিয়ন হয়ে দলটি বিকেএসপিকে এড়িয়েছে বলাই যায়। গ্রুপে বিকেএসপির পর ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয় কিশোরগঞ্জ। ৯ পয়েন্ট ছিল অবশ্য ঠাকুরগাঁও, ঝিনাইদহেরও। গোল ব্যবধানে তাদের পেছনে ফেলে যশোরের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে তারা।

এই কিশোরগঞ্জকেও গ্রুপে মুখোমুখি দেখায় ১৫ গোল দিয়েছে বিকেএসপি। টুর্নামেন্টে ফেভারিট তারাই।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ