কিলিয়ান এমবাপ্পে-ভিনিসিয়ুস জুনিয়ররা কী পারবেন ঘুরে দাঁড়ানোর নতুন কোনো মহাকাব্য লিখতে? কাজটা এভারেস্ট চূড়া জয়ের মতো বড্ড কঠিন। তবে ক্লাবটার নাম রিয়াল মাদ্রিদ বলে আগাম কোনো ভবিষ্যদ্বাণী করা মুশকিল। রিয়াল খেলোয়াড়দের ডিএনএতেই যে আছে জয়ের মানসিকতা। ঘুরে দাঁড়ানোর অসাধারণ কাব্য লেখা তাদের চিরায়ত।
বার্নাব্যুতে জাদুকরী রাতের প্রত্যাশায় রিয়াল

এমবাপ্পে-ভিনিসিয়ুসদের প্রেরণা পাওয়ার মতো অনেক জাদুকরী গল্প আছে রিয়ালের। এ জন্য বেশি দূরেও যেতে হবে না তাদের, ২০২২ সালে শিরোপা জেতার পথেও অবিস্মরণীয় কিছু জয় ছিল তাদের। ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমিফাইনালে ফিরতে পর্বে শেষ মুহূর্ত পর্যন্ত ৫-৩ গোলে পিছিয়ে পড়েও যোগ করা সময়ে দুই গোল করে ম্যাচটা ৬-৫ গোলে জিতেছিল লস ব্লাংকোসরা। সেই সিটিকে এবার প্লে অফে ৬-৩ ব্যবধানে হারিয়েছিল রিয়াল।
সান্তিয়াগো বার্নাব্যুর নব্বই মিনিট কতটা দীর্ঘ হতে পারে তা নিয়ে ভালোভাবে অবগত থাকার কথা আর্সেনালেরও। তবে তিন গোলে এগিয়ে থাকার দারুণ স্বস্তি সঙ্গী গানারদের। তা ছাড়া রিয়ালের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে না হারার রেকর্ডও হয়তো অনুপ্রাণিত করবে মিকেল আর্তেতার দলকে।
সান সিরোয় ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে হবে বায়ার্ন মিউনিখকেও। রিয়ালের মতো কাজটা কঠিন না হলেও নিজ মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় এবারের আসরের ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে ইন্টার মিলানের মাঠে জিততেই হবে বাভারিয়ানদের। বায়ার্নের মাঠে প্রথম পর্বে ২-১ ব্যবধানে জিতেছিল ইতালিয়ান জায়ান্টরা। ইএসপিএন
সম্পর্কিত খবর

টিভিতে

ক্রিকেট
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের চতুর্থ দিন
সরাসরি, সকাল ১০টা, বিটিভি
ফুটবল
ইপিএল, আর্সেনাল-ক্রিস্টাল প্যালেস
সরাসরি, রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
লা লিগা, গেতাফে-রিয়াল মাদ্রিদ
সরাসরি, রাত ১-৩০ মিনিট, জিও সিনেমা
।

টি স্পোর্টস

টি স্পোর্টস টিভি ও অ্যাপ
ক্রিকেট
ডিপিএল, আবাহনী-গাজী গ্রুপ ক্রিকেটার্স
আইপিএল, হায়দরাবাদ-মুম্বাই
সরাসরি, রাত ৮টা
পিএসএল, মুলতান-ইসলামাবাদ
সরাসরি, রাত ৯টা
।

প্রিমিয়ারে ফিরল লিডস

প্রিমিয়ারে ফিরল লিডস ইউনাইটেড। দুই বছর দ্বিতীয় স্তরে কাটিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে ফিরল তারা। চ্যাম্পিয়নশিপের ম্যাচে স্টোক সিটির বিপক্ষে ৬-০ গোলের বিশাল জয়ের পরই তাদের প্রিমিয়ারে ওঠা একপ্রকার নিশ্চিত হয়ে যায়। বার্নলির কাছে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড হেরে গেলে তা চূড়ান্ত হয়ে যায়।

কাবাডিতে মেয়েদের জয়

ক্রীড়া প্রতিবেদক : পাঁচ ম্যাচের সিরিজে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। স্বাগতিক নেপালের কাছে প্রথম দুই ম্যাচ হারের পর গতকাল তৃতীয় ম্যাচে ২৩-২৬ পয়েন্টে জয়ে পেয়েছে সফরকারীরা। পাঁচ পয়েন্টে (১০-১৫) পিছিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করলেও দ্বিতীয়ার্ধে প্রবলভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
।