<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আকিজ মটরস দুই চাকার ইলেকট্রিক মটরসাইকেল, তিন চাকার গাড়ি, নারীদের ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য ইলেকট্রিক রিকশা, ডেলিভারি ভ্যান, চার চাকার প্রাইভেট কার, অ্যাম্বুল্যান্স ক্লাব কার এবং এক টনের ইলেকট্রিক পিকআপ বাজারে এনেছে। টেকসই ও আধুনিক প্রযুক্তির এই ইলেকট্রিক যানবাহন বাংলাদেশের পরিবহন খাতে নতুন মাত্রা যোগ করবে বলে আকিজ মটরসের কর্মকর্তারা জানিয়েছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার ঢাকার তেজগাঁও আকিজ সেন্টারে আকিজ মটরসের আয়োজনে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইলেকট্রিক ভেহিকল অ্যান্ড মোবিলিটি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বিষয়ক জাতীয় সম্মেলন অনুষ্ঠানে আকিজ মটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব তথ্য জানান। এই সম্মেলনে বিভিন্ন ডিজাইন ও মডেলের আধুনিক ইলেকট্রিক মোটরসাইকেল ও ইলেকট্রিক গাড়ি ছাড়াও আকিজ মটরসের বিভিন্ন পণ্য প্রদর্শিত হয়। দিনব্যাপী এই সম্মেলনে সারা দেশ থেকে ইলেকট্রিক ব্যবসার সঙ্গে জড়িত থাকা ব্যবসায়ীরা, ইলেকট্রিক ভেহিকল অ্যান্ড অটোমোবাইল উদ্যোক্তা, প্রকৌশলী, নীতিমালা প্রণয়নকারী ও আকিজ মটরসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্মেলনে আকিজ মটরস থেকে জানানো হয়, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সবার জন্য গাড়ি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এই স্লোগানে আকিজ মটরস ২০১৬ সাল থেকে যাত্রা শুরু করে। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের আধুনিক সব যন্ত্রপাতি ব্যবহার করা হয়। বাংলাদেশের আবহাওয়া-জলবায়ু উপযোগী, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ কম, পরিবেশ সহায়ক গাড়ি উৎপাদন এবং সংযোজন ও অ্যাসেম্বল করে যাচ্ছে নিজস্ব কারখানায়। চীনের বিখ্যাত মোটর কম্পানি সিনোট্রাকের সুদক্ষ ইঞ্জিনিয়ারদের সঙ্গে যৌথভাবে কাজ করছে আকিজ মটরস। বর্তমানে সিনোট্রাকের গাড়ি বিশ্বের প্রায় ১৩০টি দেশে রপ্তানি হচ্ছে, যা ব্যক্তিগত, বাণিজ্যিক ও সেবায় সর্বাধিক ব্যবহৃত হচ্ছে। সম্মেলনে একটি সেমিনারও অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ডা. এ বি এম শাহিদুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. শামসুল হক, আকিজ মটরসের সিইও এস কে আমিনুদ্দিন উপস্থিত ছিলেন। </span></span></span></span></p>