<p>ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির জুটিটাকে বলা হতো ব্রাঞ্জেলিনা। ৯ বছর একসঙ্গে থাকার পর ২০১৪ সালে বিয়ে করেছিলেন তাঁরা, সংসার টিকল মোটে দুই বছর। ২০১৬ সালেই বিচ্ছেদ। সেই বিচ্ছেদ কার্যকর হতে লাগল আট বছর! সম্পত্তি ভাগাভাগি, সন্তানদের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে কেটেছে এতগুলো বছর। মঙ্গলবার জানা গেল, তাঁরা এবার সমঝোতায় বিচ্ছেদ কার্যকরে সম্মতি দিয়েছেন।</p> <p> </p>