<p>দক্ষিণ চট্টগ্রামের পটিয়ার সন্তান শেখ মোহাম্মদ ফাইজুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন। তিনি পটিয়া পৌর সদরের ৭ নং ওয়াডের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মুন্সি মিয়ার একজন ব্যবসায়ী ও সমাজহিতৈষী। </p> <p>বুধবার (২৮ আগস্ট) রাতে এই নিয়োগ ও বাতিল সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করেছেন আইন মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জারি হওয়া প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্টের ১৬১ আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তাদের মধ্যে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার এ কৃতি সন্তান নিয়োগ পাওয়ায় ফাইজুল ইসলামের পরিবার পরিজনসহ পটিয়া জুড়ে উৎসাহ উদ্দীপনার শেষ নেই। </p> <p>এদিকে, বুধবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে ১৩ আগস্টের আগে নিয়োগপ্রাপ্ত সব পূর্বের সব সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে। এ নিয়ে অ্যাটর্নি জেনারেলসহ রাষ্ট্রের আইন কর্মকর্তার সংখ্যা ২৪০ জনে দাঁড়িয়েছে। </p> <p>সলিসিটর রুনা নাহিদ আকতার স্বাক্ষরিত সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বে নিয়োগপ্রাপ্ত সব সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিলপূর্বক দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার-১৯৭২–এর ৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের ১৬১ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হলো। </p> <p>গত ৫ আগস্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরদিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ পদত্যাগপত্র করেন। পরদিন দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে ৮ আগস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের তিন আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে এবং ৯ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। </p> <p>এর আগে বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ উল্লেখযোগ্যসংখ্যক আইনকর্মকর্তা পদত্যাগ করেন। </p> <p>বৃহস্পতিবার রাতে সহকারী অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ ফাইজুল ইসলামকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন পটিয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ। </p> <p>উল্লেখ্য, সদ্য নিয়োগ পাওয়া সহকারী অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ ফাইজুল ইসলাম আইনজীবী হিসেবে হাইকোর্ট বিভাগে তালিকাভুক্ত হন ২০১৫ সালের ১১ এপ্রিল। </p>