<p style="text-align:justify">সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এক দিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। দুদকের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। </p> <p style="text-align:justify">জানা যায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও অন্যদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরে বদলি, পদোন্নতি, জনবল নিয়োগ ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। যে কারণে দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম আসামিকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করেন। এর আগে গত ১ সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, মেয়ে সাফিয়া তাসনিম খান ও ছেলে সাফি মোদ্দাসের খানসহ ১০ জনের দেশত্যাগে দুই মাসের জন্য নিষেধাজ্ঞা দেন আদালত। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইউনূস-বাইডেন বৈঠক থেকে কী বার্তা পেল বাংলাদেশ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/25/1727272258-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইউনূস-বাইডেন বৈঠক থেকে কী বার্তা পেল বাংলাদেশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/09/25/1428860" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">উল্লেখ্য, রাজধানীর আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে সাফি মোদ্দাসের খান কারাগারে আটক রয়েছেন। এ মামলায় গ্রেপ্তারের পর গত ১৪ সেপ্টেম্বর শুনানি শেষে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী মো. রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়। এ মামলার ৪ নম্বর এজাহারনামীয় আসামি হলেন সাফি।</p>