<p>সড়ক নিরাপত্তা বিধানে সব জাতীয় মহাসড়কে তিন চাকার যান্ত্রিক ও অযান্ত্রিক যান চলাচল নিষিদ্ধ রয়েছে, তা বর্তমানেও নিষিদ্ধই থাকবে বলে জানিয়েছে বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।</p> <p>সংস্থাটি বলছে, ইদানীং লক্ষ করা যাচ্ছে আইন অমান্য করে জাতীয় মহাসড়কে এসব যানবাহন চলাচল করছে। এতে সড়ক দুর্ঘটনা বৃদ্ধিসহ জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আওয়ামী লীগকে বাদ দিয়ে বৈধ নির্বাচন অসম্ভব : জয়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/25/1727265926-c383f27d925789478b09d26dc834e277.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আওয়ামী লীগকে বাদ দিয়ে বৈধ নির্বাচন অসম্ভব : জয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/09/25/1428829" target="_blank"> </a></div> </div> <p>আজ বুধবার বিআরটিএর এক বিশেষ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এমতাবস্থায় সড়ক নিরাপত্তা বিধানে দেশের সব মহাসড়কে থ্রি-হুইলার, অটোরিকশা/অটোটেম্পো ও অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। </p> <p>এ ছাড়া যেসব স্থানে সিএনজি ফিলিং স্টেশন নেই, উক্ত স্থানগুলোতে চলাচলকারী থ্রি-হুইলার, অটোরিকশা/অটোটেম্পো যাত্রীবিহীন অবস্থায় ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত নিকটস্থ মহাসড়কের পার্শ্বে অবস্থিত সিএনজি ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করতে পারবে।</p> <p>তবে আইন অমান্য করে মহাসড়কে এসব যানবাহন চলাচল করলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।</p>