<p>বরিশালে বাবুগঞ্জে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার প্রশিক্ষণ রুমের ২০ টি ল্যাপটপ চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাতে ল্যাবের তালা ভেঙে এসব ল্যাপটপ চুরি করা হয়। এ সময় চোরচক্র ল্যাবের ২০ টি ল্যাপটপ নিলেও নষ্ট ভেবে দুইটি ল্যাপটপ রেখে যায়।</p> <p>বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাও ইব্রাহিম খলিল বলেন, ‘শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে স্কুল থেকে তাকে জানানো হয় বিদ্যালয় ভবনের গেটের তালা অক্ষত থাকা অবস্থায় ডিজিটাল ল্যাবের তালা ভেঙে ল্যাপটপ চুরি হয়েছে। দ্রুত তিনি বিদ্যালয়ে এসে দেখতে পাই ২২ টি ল্যাপটপের মধ্যে নষ্ট দুটি রেখে গেছে।’</p> <p>তিনি ধারণা করছেন, ডিজিটাল ল্যাবের সঙ্গে পরিচিত ব্যক্তিরা চুরির এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় তিনি বাবুগঞ্জ থানায় একটি জিডি করেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক সপ্তাহে তিনজ‌নের প্রাণহানি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/05/1730747166-418c59f73eac562a8031e46b11cce54c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক সপ্তাহে তিনজ‌নের প্রাণহানি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/05/1442872" target="_blank"> </a></div> </div> <p>নৈশ প্রহরী মুসলেম আলী জানান, প্রতিদিন রাতে স্কুলের সকল তালা চেক করে তিনি ঘুমিয়ে পড়েন। সকালে তাকে অফিস থেকে জানানো হয় স্কুলের সব ল্যাপটপ চুরি হয়েছে।</p> <p>বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, ‘বর্তমান পরিস্থিতির কারণে এখনও থানার কার্যক্রম শুরু করতে পারিনি। সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার জন্য এসেছে, আশা করি বিকেল থেকে কার্যক্রম শুরু হবে। থানার কার্যক্রম শুরু হলে অভিযোগ নেওয়া হবে।’</p>