<p style="text-align:justify">ঢাকা মহানগর উত্তর যুবদলের কাফরুল থানার ১৬ নম্বর ওয়ার্ডে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে এ কর্মীসভা হয়।</p> <p style="text-align:justify">সভায় কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিন খানের সঞ্চালনা করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর উত্ত যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।</p> <p style="text-align:justify">শরীফ উদ্দিন জুয়েল বলেন, ‘মহানগর উত্তর যুবদলে কোনো হাইব্রিডদের জায়গা হবে না। ৫ আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, সেটা আমাদের জন্য কোয়ার্টার ফাইনাল। যেদিন বাংলাদেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে সেটা আমাদের জন্য সেমিফাইনাল। আর ফাইনাল ম্যাচ হচ্ছে যেদিন আমরা ক্ষমতায় এসে এ দেশের আপামর জনগণের সকল সমস্যার সমাধান করতে পারব।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘দেশে এবং দেশের বাইরে এখনো ষড়যন্ত্রের জাল বুনা হচ্ছে, সে বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে।’ তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান। </p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘তারেক রহমান যখন যাকে দায়িত্ব দেবে তার নির্দেশনা সবার মানতে হবে। আমাদের আদর্শ একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের নেতা একজন তিনি তারেক রহমান, এর বাইরে কোনো বড় ভাই বা নেতা নেই।’</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘দল নির্যাতিত নেতা-কর্মীদের মূল্যায়ন করতে চায়, যদি কেউ মূল্যায়িত হতে চায় তাহলে তাকে সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলতে হবে। যারা জনগণের কল্যাণে কাজ না করে জনগণের বিপক্ষে দাঁড়াবে, অথবা যাদের দ্বারা জনগণের কোনো ক্ষতি সাধন হবে তাদের দলে কোনো স্থান হবে না।’</p> <p style="text-align:justify">সাজ্জাদুল মিরাজ বলেন, ‘সবার ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। শুধুমাত্র আমাদের মধ্যে ঐক্য না থাকার কারণে বিগত স্বৈরাচার সরকার আমাদের ওপর দীর্ঘদিন শাসন-শোষণ চালিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশনা প্রদান করেছেন, দলীয় শৃঙ্খলা কেউ ভঙ্গ করলে এর দায়-দায়িত্ব সংগঠন নেবে না।</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘দেশে এখনো ষড়যন্ত্রকারীরা সক্রিয়, আমাদেরকে সুসংগঠিত থাকতে হবে। বিগত আওয়ামী স্বৈরাচার সরকারকে আমরা ডাইনোসর যুগে পাঠাব আমাদের কাজের মাধ্যমে।’</p> <p style="text-align:justify">সভায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন যুবদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, তসলিম আহসান মাসুম ও আবুল হাসান টিটু।</p>