<p>ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের ঘটনায় প্রতিবেদন চেয়ে উপাচার্যকে চিঠি দিয়েছে শিক্ষামন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব শাহীনুল ইসলাম স্বাক্ষরিত গত ২০ নভেম্বরের পাঠানো ওই চিঠি রবিবার (২৪ নভেম্বর) এ প্রতিবেদকের হাতে এসেছে। চিঠিতে ইবিতে ছাত্রদের র‌্যাগিং করা ও ৫ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দের বিষয়ে জরুরি ভিত্তিতে প্রতিবেদন প্রেরণ করতে বলা হয়। </p> <p>অভিযুক্তরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সাব্বির হোসেন, শেহান শরীফ শেখ, শরিফুল ইসলাম লিমন, কান্ত বড়ুয়া, জিহাদ, শফিউল্লাহ, তরিকুল, মুকুল ও ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সঞ্চয় বড়ুয়া।</p> <p>গত ১৮ নভেম্বর মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলে নবীন শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের অভিযোগ উঠলে হলের অন্য শিক্ষার্থীরা কয়েকজনকে ধরে ক্যাম্পাসস্থ ইবি থানায় সোপর্দ করেন। পরবর্তীতে এক ভুক্তভোগী ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে সোপর্দ করা পাঁচজনকে আদালতে পাঠানো হয়। পরদিন ২০ নভেম্বর বিজ্ঞ আদালত অভিযুক্তদের জামিন মঞ্জুর করেন। একইদিনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা বরাবর র‌্যাগিংয়ের বিচার চেয়ে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইবিতে ফের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, অভিযুক্ত ৬ জনকে থানায় সোপর্দ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/19/1731999303-6fd33470dea458ab90e18c964caa6eb9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইবিতে ফের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, অভিযুক্ত ৬ জনকে থানায় সোপর্দ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/11/19/1448301" target="_blank"> </a></div> </div> <p>এ ঘটনার প্রেক্ষিতে গত ১৯ নভেম্বর হলের প্রভোস্টকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল। ভুক্তভোগীদের অভিযোগ, ক্যাম্পাস পার্শ্ববর্তী একটি মেসে এবং হলে তাদের ১৭ দিন ধরে শারীরিক, মানসিক ও যৌন হয়রানিমূলক নির্যাতন করা হয়েছে।</p> <p>লালন শাহ হলের প্রভোস্ট ও তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আখতার হোসেন বলেন, ‘মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়ের কাছে যে প্রতিবেদন চাওয়া হয়েছে তা আমরা রেজিস্ট্রারের কাছে জমা দিয়েছি। আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। সংশ্লিষ্ট সকলের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। দুয়েক দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে পারবো, ইনশাআল্লাহ।’</p> <p>বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বলেন, ‘হল থেকে প্রতিবেদন আমার কাছে দিয়েছে। সেটি শিক্ষা মন্ত্রণালয়ে যতদ্রুত সম্ভব পাঠানো হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইবি শিক্ষার্থী নওরিন হত্যা : অধিকতর তদন্তে পিবিআই" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/10/1731243394-bb475112da7a47a59ab31c40da29d9f6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইবি শিক্ষার্থী নওরিন হত্যা : অধিকতর তদন্তে পিবিআই</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/11/10/1445037" target="_blank"> </a></div> </div> <p>শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শাহীনুল ইসলাম বলেন, ‘পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে আমরা ঘটনা অবগত হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন চেয়েছি।’</p>