<p>নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে ফজলে রাব্বি নামের এক যুবক আহত হওয়ার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান ও সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতিসহ ১৪৭ জনের নামে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। রাব্বি বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাটি করেন।</p> <p>এ মামলায় আরো ২০-৩০ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেন।</p> <p>মামলায় রাব্বি অভিযোগ করেন, ৪ আগস্ট সিদ্ধিরগঞ্জে জালকুড়ি ফজর আলী মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন তিনি। আসামিরা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, পিস্তল, রিভলভার, সেমি অটোমেটিক মেশিনগান, শটগান, রামদা, চাপাতি, হকিস্টিক, চায়নিজ কুড়াল, তলোয়ার ও ককটেল বোমা নিয়ে আমাদের হত্যার উদ্দেশ্যে গুলি করতে থাকে। এ সময় ২ নম্বর আসামি অয়ন ওসমানের হাতে থাকা আগ্নেয়াস্ত্র থেকে ছোড়া গুলিতে বাদী আহত হন।</p>