<p>চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউনে’ সমর্থন জানিয়ে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছেন।</p> <p>বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে ঢাকার জজ কোর্ট প্রাঙ্গণে দুই শতাধিক বিএনপিপন্থী আইনজীবীরা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। এর আগে গতকাল বুধবার (১৭ জুলাই) রাতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ প্ল্যাটফরমের ব্যানারে শাটডাউনের ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।</p> <p>‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির সমর্থন জানিয়ে বিভিন্ন রকমের স্লোগান দিতে থাকেন আইনজীবীরা। বিক্ষোভ মিছিল ঢাকা আইনজীবী সমিতি থেকে শুরু করে মহানগর দায়রা জজ আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ ঘুরে আবারও ঢাকা আইনজীবী সমিতির নিচে গিয়ে শেষ হয়।</p> <p>বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিএনপিপন্থী আইনজীবী নেতা মাসুদ আহমেদ তালুকদার, ওমর ফারুক ফারুকী, খোরশেদ মিয়া আলম, ইকবাল হোসেন, মহসিন মিয়া, আবুল কালাম, হান্নান ভুঁইয়াসহ প্রমুখ।</p> <p>গতকাল বুধবার (১৭ জুলাই) আসিফ মাহমুদ বলেন, ‘‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল ১৮ জুলাই সারা দেশে ‘কমপ্লিট  শাটডাউন’ ঘোষণা করছি। শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুল্যান্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না।’’</p>