<p>বন্যা পরবর্তী ফেনী ও আশপাশের জেলাগুলোতে ডায়রিয়া, চর্মরোগ, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও জ্বরসহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। ফেনী জেলা সদরে হাসপাতালে শিশু ওষুধ ও বিশুদ্ধ পানি সংকট শিরোনামে প্রকাশিত নিউজ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর সহধর্মিণী স্বনামধন্য চিকিৎসক ডা. জুবাইদা রহমানের দৃষ্টিগোচর হয়। এরপর ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনকে ডায়রিয়া, শিশু ওষুধ ও পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহের পরামর্শ দেন ডা. জুবাইদা রহমান।</p> <p>আজ বুধবার সকালে (৪ সেপ্টেম্বর) ফেনীর বন্যাদুর্গত এলাকায় এক হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।</p> <p>এদিকে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা রুবেল আমিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী— Syp. Xyril, Syp. Filmet, ORS, Rice saline, Lorix plus পর্যাপ্ত পরিমাণ ওষুধ নিয়ে ঢাকা থেকে ফেনীর উদ্দেশে রওনা হন। ফেনীতে শিশু ওষুধ ও বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রম তত্ত্বাবধান করছেন অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন।</p> <p>ফেনীতে বন্যা পরবর্তী ডায়রিয়াসহ পানিবাহিত রোগে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের জন্য ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করে বিতরণের জন্য হাসপাতালের উপ-পরিচালক ডা. আবুল খায়ের মিয়াজী, ডা. মোবারক হোসেন দুলাল এবং আরএমও ডা. আসিফ ইকবালের কাছে হস্তান্তর করা হয়।</p> <p>এ সময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপি’র আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল প্রমুখ নেতৃবৃন্দ।</p>