<p>রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিভিন্ন দপ্তরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামিদের ছবি সংযুক্ত ডেস্ক ক্যালেন্ডার ব্যবহার করছেন।</p> <p>বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ঘুরে দেখা যায়, নভেম্বর মাসের ডেস্ক ক্যালেন্ডার প্রায় প্রতিটি দপ্তরে ব্যবহৃত হচ্ছে। এসব ক্যালেন্ডারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামি এবং ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়ার ছবি যুক্ত রয়েছে। এছাড়াও ক্যালেন্ডারের ২৪টি ছবির মধ্যে ১২টি ছবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আবু সাঈদ হত্যা মামলার আসামিদের ছবি রয়েছে।</p> <p>এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক শিক্ষার্থী এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং হতাশা ব্যক্ত করেছেন। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ক্যালেন্ডারে হত্যাকাণ্ডের আসামির ছবি ব্যবহার হতাশাজনক এবং এটি শহীদ আবু সাঈদের প্রতি অসম্মানজনক। শিক্ষার্থীরা এই ক্যালেন্ডার দ্রুত বাতিলের দাবি জানিয়েছেন।</p> <p>এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নাহিদুল ইসলাম বলেন, আমাদের ভাই আবু সাঈদের হত্যাকারীদের ছবি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের ক্যালেন্ডারে রয়েছে। এটা দেখে আমি হতবাক, যা মেনে নেওয়া যায় না। আমাদের দাবি, অবিলম্বে ভিসি স্যার এই ক্যালেন্ডার নিষিদ্ধ করবেন।</p> <p>ইইই বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, এই ক্যালেন্ডার ব্যবহার নিষিদ্ধ করা হোক। আমরা আশা করি আবু সাঈদের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা হবে।</p> <p>আরেক শিক্ষার্থী মো. শামসুর রহমান সুমন বলেন, আবু সাঈদ হত্যা মামলার আসামির ছবি বিশ্ববিদ্যালয়ের দপ্তরে থাকবে, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই, এই ছবি ঢেকে রাখা হোক অথবা সরিয়ে দেওয়া হোক। শহীদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এমন অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সতর্ক থাকা উচিত।</p> <p>বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, আমি বিষয়টি দেখবো।</p>