জবিতে সাংবাদিক সমিতির কর্মশালা অনুষ্ঠিত

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
শেয়ার
জবিতে সাংবাদিক সমিতির কর্মশালা অনুষ্ঠিত
সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিকতা বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমনের সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবির, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মেদ, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিবেদক মানিক মুনতাসির ও কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রধান জাকারিয়া ইবনে ইউসুফ।

আরো পড়ুন
জনগণ থেকে বিচ্ছিন্ন হলে ৫ আগস্টের মতো পরিণতি হবে : তারেক রহমান

জনগণ থেকে বিচ্ছিন্ন হলে ৫ আগস্টের মতো পরিণতি হবে : তারেক রহমান

 

অনুষ্ঠানে প্রশিক্ষকরা সাংবাদিকতার প্রাথমিক ধারণা, নৈতিকতা, অনুসন্ধানী সাংবাদিকতা, মোবাইল সাংবাদিকতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় তারা শিক্ষার্থীদের নিকট নিজেদের সাংবাদিকতা জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে দিকনির্দেশনা দেন।

এদিন কর্মশালা শেষে কুইজ প্রতিযোগিতায় অংশ নেন শিক্ষার্থীরা। কুইজ প্রতিযোগিতায় প্রথম হয় বাংলা বিভাগের শিক্ষার্থী জান্নাতুল বুশরা, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে একই বিভাগের আসাদুজ্জামান ও সাগর।

এ ছাড়া চতুর্থ স্থান অধিকার করেন ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থী রোহান এবং পঞ্চম হয় ইসলামিক স্টাডিজ বিভাগের মঈন উদ্দীন।

মন্তব্য

সম্পর্কিত খবর

অটোমেশনে যাচ্ছে জাবি, রোডম্যাপ ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
অটোমেশনে যাচ্ছে জাবি, রোডম্যাপ ঘোষণা
ফাইল ছবি

শিক্ষা ও প্রশাসনিক সেবা নির্বিঘ্ন করতে অটোমেশনের আওতায় আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। এ লক্ষ্যে একটি রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অটোমেশন সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সভাপতি ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ রোডম্যাপ ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ সভা অনুষ্ঠিত হয় বলে জনসংযোগ কার্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় চারটি পেশাদার সফটওয়্যার কম্পানির প্রস্তাবনা ও পরামর্শ বিবেচনায় রাখা হয়েছে।

সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান, অধ্যাপক ড. মো. এমদাদুল ইসলামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

চুয়েটে ভর্তি পরীক্ষা কাল, প্রতি আসনে লড়বেন ২২ জন

চুয়েট সংবাদদাতা
চুয়েট সংবাদদাতা
শেয়ার
চুয়েটে ভর্তি পরীক্ষা কাল, প্রতি আসনে লড়বেন ২২ জন
সংগৃহীত ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার (১ ফেব্রুয়ারি)। প্রকৌশল গুচ্ছ ভেঙে যাওয়ায় একক ভর্তি পরীক্ষা নিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। আগামীকালের পরীক্ষায় আসন প্রতি লড়বেন ২২ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী।

চুয়েটের পুর ও পরিবেশ কৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ১২টি বিভাগে মোট আসন রয়েছে ৯৩১টি।

এবারের ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ২২ হাজার ৬৫১। তবে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম ২০ হাজার ১২২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২২ জন শিক্ষার্থী।

জানা যায়, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা এবং দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত মুক্তহস্ত অঙ্কন অনুষ্ঠিত হবে।

 

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও পরীক্ষা নেওয়া হবে চট্টগ্রাম শহরের আরো চারটি উপকেন্দ্রে। উপকেন্দ্রগুলো হলো-চট্টগ্রাম কলেজ, হাজী মোহাম্মদ মহসিন কলেজ, কাজেম আলী স্কুল ও কলেজ এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। 

উল্লেখ্য, ২০২৪ সালের পাঠ্যসূচি অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। তবে ‘খ’ গ্রুপের পরীক্ষার্থীদের ৫০০ নম্বরের লিখিত পরীক্ষার পাশাপাশি অংশগ্রহণ করতে হবে ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষায়।

মন্তব্য

জবির ভর্তি পরীক্ষায় শহীদ আবু সাঈদকে নিয়ে প্রশ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
জবির ভর্তি পরীক্ষায় শহীদ আবু সাঈদকে নিয়ে প্রশ্ন
সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্রে ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে নিয়ে প্রশ্ন রাখা হয়। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার প্রশ্নে জুলাই অভ্যুত্থানে আত্মত্যাগকারী আবু সাঈদের শহীদ হওয়ার তারিখের প্রসঙ্গ উঠে আসে।

প্রশ্নের উত্তরে জানতে চাওয়া হয়, আবু সাঈদ কোন তারিখে শহীদ হন? (A) জুলাই ৪, ২০২৪ (B) জুলাই ১৬, ২০২৪ (C) আগস্ট ৪, ২০২৪ (D) আগস্ট ৫, ২০২৪.।

এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন চাকরির পরীক্ষায় শহীদ আবু সাঈদকে নিয়ে প্রশ্ন করা হয়।

এদিকে গুচ্ছ ছেড়ে নিজস্ব পদ্ধতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ই’ ইউনিট চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, চারুকলা ইউনিটের ৬০টি আসনের বিপরীতে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৩৭৫ জন।

উপস্থিতির হার ছিল প্রায় ৯০ শতাংশ। পরীক্ষায় ব্যবহারিক অংশে ৪৮ নম্বর এবং বহুনির্বাচনি প্রশ্নে ২৪ নম্বর বরাদ্দ ছিল। 

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন বলেন, পরীক্ষা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে আমরা গুচ্ছ থেকে বের হয়ে গেলাম।

আজকের পরীক্ষায় ৯০ শতাংশ উপস্থিতি ছিল।

এদিকে ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী ও অভিভাবকদের সেবায় নিয়োজিত ছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠন এবং জেলা ভিত্তিক ছাত্রকল্যাণ পরিষদ। ছাত্রসংগঠনের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির সক্রিয় ভূমিকা রেখেছে। ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে শিক্ষার্থীদের কলম, ফাইল, স্কেল, পানি, ওষুধ ইত্যাদি দিয়ে সহায়তা করা হয়।

শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম বলেন, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের জন্য, যে সকল উপকরণ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করার আইনগত বৈধতা রয়েছে এমন উপকরণ দিয়ে সার্বিক সহায়তা করার চেষ্টা করেছি।

ছাত্রশিবির সবসময় নিজেদের সাধ্য অনুযায়ী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে থাকে। আমরা চাই পরীক্ষা দিতে আসা সকল শিক্ষার্থীরা যাতে সুন্দরভাবে কোন প্রকারের সমস্যা ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। 

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, অত্যন্ত সুন্দরভাবে আজকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য
বরিশাল বিশ্ববিদ্যালয়

ছাত্রলীগের ১০ কর্মীকে হত্যাচেষ্টা মামলা থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
শেয়ার
ছাত্রলীগের ১০ কর্মীকে হত্যাচেষ্টা মামলা থেকে অব্যাহতি
ছবি : কালের কণ্ঠ

চাঁদার দাবিতে হত্যাচেষ্টার মামলায় অব্যাহতি পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১০ শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার অভিযোগপত্র গঠনের দিন মামলার আসামিদের বিচারক অব্যাহতি দিয়েছেন। 

বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুন নাজনীন ১০ শিক্ষার্থীকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। অব্যাহতিপ্রাপ্ত সবাই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক পক্ষের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

এমনকি মামলার বাদী আল সামাদ শান্তও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অপর পক্ষের নেতৃত্বে ছিলেন।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন— বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুয়িদুর রহমান বাকী, রাকিব হাসান রনি, আব্দুল আলীম সালেহী, ব্যবস্থাপনা বিভাগের শাহরিয়ার হোসেন বিপ্লব, আসিফ বিল্লাহ, লোকপ্রশাসন বিভাগের মাহমুদুল হাসান আদনান, মার্কেটিং বিভাগের আয়াত উল্লাহ, সালাহউদ্দিন, বাংলা বিভাগের আরাফাত হোসেন জিহাদ এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শওকত হোসেন।

মামলার বরাতে বেঞ্চ সহকারী বলেন, ২০২৩ সালের ৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে শিক্ষার্থীদের এক পক্ষের ওপর অপর পক্ষ হামলা করে। এ সময় দেশীয় ধারালো অস্ত্র এবং জিআই পাইপ নিয়ে একপক্ষ অপর পক্ষের ৪ শিক্ষার্থীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।

এ ঘটনায় ১৭ আগস্ট ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আল সামাদ শান্ত বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে বন্দর থানায় মামলা করেন।

বন্দর থানার পরিদর্শক হরিদাস নাগকে মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তদন্ত শেষে বন্দর থানার পরিদর্শক হরিদাস নাগ ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৪ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র জমা দেন। আসামিদের উপস্থিতিতে বৃহস্পতিবার অভিযোগপত্র গঠনের দিন ধার্য ছিল।

এদিন অভিযুক্তদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি পাওয়া সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ