জবিতে সাংবাদিক সমিতির কর্মশালা অনুষ্ঠিত

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
শেয়ার
জবিতে সাংবাদিক সমিতির কর্মশালা অনুষ্ঠিত
সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিকতা বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমনের সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবির, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মেদ, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিবেদক মানিক মুনতাসির ও কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রধান জাকারিয়া ইবনে ইউসুফ।

আরো পড়ুন
জনগণ থেকে বিচ্ছিন্ন হলে ৫ আগস্টের মতো পরিণতি হবে : তারেক রহমান

জনগণ থেকে বিচ্ছিন্ন হলে ৫ আগস্টের মতো পরিণতি হবে : তারেক রহমান

 

অনুষ্ঠানে প্রশিক্ষকরা সাংবাদিকতার প্রাথমিক ধারণা, নৈতিকতা, অনুসন্ধানী সাংবাদিকতা, মোবাইল সাংবাদিকতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় তারা শিক্ষার্থীদের নিকট নিজেদের সাংবাদিকতা জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে দিকনির্দেশনা দেন।

এদিন কর্মশালা শেষে কুইজ প্রতিযোগিতায় অংশ নেন শিক্ষার্থীরা। কুইজ প্রতিযোগিতায় প্রথম হয় বাংলা বিভাগের শিক্ষার্থী জান্নাতুল বুশরা, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে একই বিভাগের আসাদুজ্জামান ও সাগর।

এ ছাড়া চতুর্থ স্থান অধিকার করেন ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থী রোহান এবং পঞ্চম হয় ইসলামিক স্টাডিজ বিভাগের মঈন উদ্দীন।

মন্তব্য

সম্পর্কিত খবর

অনশনে অসুস্থ তিতুমীর কলেজের দুই শিক্ষার্থী, নেওয়া হয়েছে হাসপাতালে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
অনশনে অসুস্থ তিতুমীর কলেজের দুই শিক্ষার্থী, নেওয়া হয়েছে হাসপাতালে
সংগৃহীত ছবি

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করতে গিয়ে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসেছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার দিকে অসুস্থ অবস্থায় সহপাঠিরা ঢাকা মেডিক্যালে নিয়ে আসে।

অসুস্থরা হলো, গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রায়হান (২২) ও বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রানা আহমেদ (২৩)।

শিক্ষার্থীরা বলেন, তিতুমীর কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে এই অনশন চলছে।

এতে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত এই অনশন চলবে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মহাখালী তিতুমীর কলেজ থেকে অসুস্থ ২ শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

জরুরি বিভাগের চিকিৎসক তাদের দুজনকে মেডিসিন ওয়ার্ডে পাঠিয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।

মন্তব্য

‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ ঘোষণা তিতুমীর শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ ঘোষণা তিতুমীর শিক্ষার্থীদের
সংগৃহীত ছবি

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় ঘোষণার দাবি পূরণের আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি মেনে নেওয়া না হলে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ (উত্তর সিটি করপোরেশনের অধীন এলাকা) নামের অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

একই সঙ্গে শিক্ষার্থীদের অনশনও চলবে। গতকাল শুক্রবার রাত সোয়া ১১টার দিকে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সংগঠন ‘তিতুমীর ঐক্য’র পক্ষ থেকে এই কর্মসূচির কথা জানানো হয়।

শিক্ষার্থীরা বলেন, “শনিবার বিকেল ৪টার মধ্যে আমরণ অনশনরত শিক্ষার্থীদের সাত দফা দাবি মেনে নিয়ে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। তা না হলে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে। রেল ও সড়কপথ কর্মসূচির আওতায় থাকবে। একই সঙ্গে আমাদের আমরণ অনশনও চলমান থাকবে।

এ ছাড়া বিশ্ব ইজতেমার কথা বিবেচনা করে ভোর ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত ব্যারিকেড শিথিল থাকবে বলেও জানানো হয়েছে।

এর আগে একই দাবিতে শিক্ষার্থীরা গুলশান-১ নম্বর মোড় প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন। ফলে পুরো সময়জুড়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। তৈরি হয় দীর্ঘ যানজটের।

গত বুধবার বিকেল থেকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা সাত দফা দাবি জানান। দাবিগুলো হচ্ছে :

১. তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।

২. তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে।

৩. শতভাগ শিক্ষার্থীর আবাসনব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন করতে হবে।

৪. ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুইটি বিষয় ‘আইন’ ও ‘জার্নালিজম’ বিষয় সংযোজন করতে হবে।

৫. একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দিতে হবে।

৬. শিক্ষার গুণগত মান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসনসংখ্যা সীমিত করতে হবে।

৭. আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ করতে হবে।

মন্তব্য

গ্রীনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
গ্রীনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ই-ব্লক সংলগ্ন গ্রীনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিযোগীরা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুলের চেয়ারম্যান মো. তৈয়বুর রহমান।

খেলাধুলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ভাইস প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মাসউদ, কো-অর্ডিনেটর তাবাস্সুম ফেরদৌসী ডোনা, ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির আহ্বায়ক মাসুম রেজা প্রমুখ। 

ক্রীড়া

অনুষ্ঠানে সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাসহ স্টাফগণও অংশ নেন।

ক্রীড়া প্রতিযোগিতার মোট ২৩টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল দৌড়, রিলে রেস, হাড়ি ভাঙা, ক্রিকেট, ফুটবল, যেমন খুশি তেমন সাজোসহ নানা ইভেন্ট।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি, মেডেল ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্কুলের চেয়ারম্যান মো. তৈয়বুর রহমান বলেন, ‘খেলাধুলা বা ক্রীড়া শিক্ষার একটি অংশ। শিক্ষা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদেরকে খেলাধুলায় পারদর্শী হতে হবে। ক্রীড়া শুধু শারীরিক সুস্থতার মাধ্যমই নয়, এটি আত্মবিশ্বাস, আন্তরিকতা, শৃঙ্খলা ও সহযোগিতার মানসিকতা গড়ে তোলে।


 
স্কুলের ভাইস প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মাসউদ বলেন, ‌‘সুস্থ মন ও দেহ গঠনে খেলাধুলার বিকল্প নেই। প্রতি বছর ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর দিনটি আমাদের স্কুলের শিক্ষার্থীসহ সবার আনন্দ ও মিলন মেলায় পরিণত হয়।’

মন্তব্য

ডিইউসেপের নেতৃত্বে আরিব-লাবীব

ঢাবি প্রতিনিধি
ঢাবি প্রতিনিধি
শেয়ার
ডিইউসেপের নেতৃত্বে আরিব-লাবীব

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পঞ্চগড়ের অধ্যয়নরত ও প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পঞ্চগড় (ডিইউসেপ)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি পদে আরিব হাসান শাওন ও সাধারণ সম্পাদক পদে রাফিউজ্জামান লাবীব নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে নুশরাত জামান নিতু নির্বাচিত হন। তিনজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে এই কমিটির নাম ঘোষণা করা হয়। তাদেরকে আগামী এক বছরের জন্য এই কমিটির দায়িত্ব হস্তান্তর করা হয়। এসময় কমিটির সাবেক দুই সভাপতি শাকিল আনোয়ার ও রিফা জাকিয়া উপস্থিত ছিলেন। 

নবনির্বাচিত সভাপতি আরিব হাসান শাওন আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষ ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

সাধারণ সম্পাদক পদে রাফিউজ্জামান লাবীব গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষ ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে নুশরাত জামান নিতু উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষ ও রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী।

ডিইউসেপ সংগঠনটির ২০২৫-২৬ কার্যকরী পরিষদের নির্বাচন ৩১ জানুয়ারি (শুক্রবার) হওয়ার কথা থাকলেও প্রতিটি পদে একজন করে মনোনয়ন ফরম তুলায় সকলে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হন।

অনুভূতি জানিয়ে নবনির্বাচিত সভাপতি আরিব হাসান শাওন বলেন, সংগঠনে সিনিয়রদের প্রজ্ঞা ও পরামর্শ, সদস্যদের কর্মচাঞ্চল্য, সাহস এবং উদ্দীপনায় ডিইউসেপ হোক কর্মচঞ্চল সেই কামনা করি।

এসময় অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালনের জন্য সংগঠনের সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। 

এ বিষয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাফিউজ্জামান লাবীব বলেন, সংগঠনকে গতিশীল ও ক্যাম্পাসের অন্য সব জেলা সংগঠনের মধ্যে ডিইউসেপকে অনন্য করে রাখতে আমরা অদূর ভবিষ্যতে কাজ করে যাব। এসময় সংগঠনের সদস্যদের পারস্পরিক আন্তঃসম্পর্ক বৃদ্ধিসহ শিক্ষার্থীদের ক্যারিয়ার সংশ্লিষ্ট কর্মসূচি বাস্তবায়ন করার কথাও বলেন তিনি।

অনুভুতি জানিয়ে নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক নুশরাত জামান নিতু বলেন, সংগঠনের জন্য কাজ করার ইচ্ছা এবং সবার আমার ওপর ভরসা থেকেই আজকে এই পর্যন্ত এসেছি বলে মনে করি। সবার আশা-প্রত্যাশা পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা করব নিজের ওপর এই বিশ্বাস রাখছি।

সব সীমাবদ্ধতা কাটিয়ে উঠে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।

উল্লেখ্য, ২০০২ সালে আলোকিত পঞ্চগড় গড়ার প্রত্যয়ে (ডিইউসেপ) সংগঠনটির যাত্রা শুরু হয়। সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ পঞ্চগড়ের প্রান্তিক পর্যায়ে শিক্ষার্থী সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করে। 

মন্তব্য

সর্বশেষ সংবাদ