চট্টগ্রামের পটিয়া উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) পটিয়া উপজেলা মডেল মসজিদ মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এস এম হোসেন নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও পটিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক এনাম।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা এনামুল হক এনাম বলেন, দেশ এখনো ফ্যাসিবাদ মুক্ত হয়নি, ফ্যাসিস্টমুক্ত হয়েছে।
কিন্তু ফ্যাসিবাদী কালচার, ফ্যাসিবাদ প্রচারণা বন্ধ হয় নাই। আগস্টের পর আমরা যে মুক্ত বাংলাদেশ পেয়েছি, সেই মুক্ত বাংলাদেশে এখনকার মানুষের দাবি প্রয়োজনীয় সংস্কার শেষ করে জনগণের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। সেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণা এবং রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে দলকে সুসংগঠিত করতে আমরা দিনরাত একাকার হয়ে কাজ করছি। বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত চলতি বছরের মধ্যে দেশে অবাধ ও নিরপেক্ষ সংসদ নির্বাচন আয়োজন করা।
বিএনপির এ নেতা বলেন, গত সাত মাসে লক্ষ্য করা যাচ্ছে, সংস্কার অত্যন্ত মন্থর গতিতে চলছে। সংস্কারের কিছু প্রস্তাবনা জমা হয়েছে বটে, কিন্তু সেটা বাস্তবায়ন নিয়ে এখনো পর্যন্ত একটি সভাও হয়নি এবং কী প্রক্রিয়ায় সেটি বাস্তবায়ন হবে সেটা নিয়ে সরকারের মধ্যে কোনো ডায়লগও শুরু হয়নি। তাই আমরা মনে করি, সংস্কারের নামে আর নির্বাচনকে প্রলম্বিত করতে পারে না এ সরকার।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে এনাম বলেন, আপনি আন্তর্জাতিকভাবে সম্মানিত মানুষ।
আপনাকে আমরা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছি সরকার গঠন করতে। কোনো ফ্যাসিবাদের ফাঁদে পা না দিয়ে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিন। যেভাবে দিন দিন একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে দেশ। এ কারণে জনগণ মনে করছে, এ মুহূর্তে এ সরকারের নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। নির্বাচিত সরকারই দেশে একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারবে। জাতীয় নির্বাচন যতই বিলম্বিত হবে ততই দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। এতে করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। তাই বাংলাদেশকে রক্ষা করতে হলে সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের।
আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, আব্দুল মাবুদ, হারুন চৌধুরী, জেলা জাসাস সদস্য সচিব নাছির উদ্দীন, উপজেলা বিএনপির সদস্য আবদুর রহমান হিলু, নুরুল হুদা, জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন আরাফাত, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন প্রমুখ।
দোয়া অনুষ্ঠানে বক্তারা খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করার জন্য নেতাকর্মীদের কাজ করার আহবান জানান। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া-মিলাদ ও ইফতার বিতরণ করা হয়।