ঢাকা, বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫
২৭ ফাল্গুন ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫
২৭ ফাল্গুন ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
শেয়ার
ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড

গাজীপুরের কালিয়াকৈরের পূর্বচান্দরা এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই এলাকার মিজানুর রহমানের ঝুটের গুডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ঝুট মালিকের।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকার মিজানুর রহমানের ঝুটের গোডাউনে মঙ্গলবার রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।

পরে মুহুর্তের মধ্যে আগুন পুড়ো গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই গোডাউনের সব ঝুট পুড়ে যায়।
  

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম বলেন, খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই গোডাউনে আগুনের সূত্রপাত হয়ে বিভিন্ন মালামাল প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

ধর্ষণ মামলায় অভিযুক্ত বাবা, পালাতে সহায়তা করায় ছেলে গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
শেয়ার
ধর্ষণ মামলায় অভিযুক্ত বাবা, পালাতে সহায়তা করায় ছেলে গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক বাবা ফিরোজ মিয়াকে পালাতে সহায়তা করায় এবং গ্রাম্য সালিসে প্রভাব বিস্তার করায় ছেলে সাব্বির হোসেনকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) দিবাগত রাতে মেহেরপুর জেলার গাংনি উপজেলার রামনগর গ্রামের ভুট্টা ক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১৭ ফেব্রুয়ারি ফিরোজ মিয়া দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মাদরাসার এক ছাত্রীকে টয়লেটের ভেতরে নিয়ে ধর্ষণ করে। ঘটনার এক সপ্তাহ পর স্থানীয় আব্দুল মালেক, বাবুল ও ফাজুসহ কয়েকজন গ্রাম্য মাতাব্বর এই ঘটনা ধামাচাপা দিতে সালিস করে।

সালিসে ধর্ষককে দেড় লাখ জরিমানা করা হয়। ঘটনার ১৯ দিন পর ৮ মার্চ শিশুটির মা ৫ জনের নাম উল্লেখ করে আরো ২ থেকে ৩ জনকে অজ্ঞাত আসামি করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের খবর পেয়ে আসামিরা আত্মগোপনে চলে যান। ধর্ষক ফিরোজ মিয়ার ছেলে গ্রাম্য সালিসে প্রভাব বিস্তার করে এবং বাবাকে পালাতে সহায়তা করে বলে পুলিশ জানায়।

বুধবার (১২ মার্চ) সাব্বির হোসেনকে টাঙ্গাইল আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয় বলে মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাহাদুজ্জামান আকন্দ জানিয়েছেন।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত সাব্বিরকে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো বিচারক বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করে জেলহাজতে পাঠান। মূল আসামিসহ বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

এদিকে বুধবার দুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাব ভুক্তভোগী শিশুটির বাড়িতে যান।

তিনি শিশুটির পরিবারকে আইনি সহায়তা পেতে এবং আসামিদের গ্রেপ্তারে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন।

মন্তব্য

ফ্যাসিবাদের ফাঁদে পা না দিয়ে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিন : এনাম

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
ফ্যাসিবাদের ফাঁদে পা না দিয়ে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিন : এনাম
ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপি নেতা এনামুল হক এনাম। ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রামের পটিয়া উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) পটিয়া উপজেলা মডেল মসজিদ মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এস এম হোসেন নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও পটিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক এনাম।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা এনামুল হক এনাম বলেন, দেশ এখনো ফ্যাসিবাদ মুক্ত হয়নি, ফ্যাসিস্টমুক্ত হয়েছে।

কিন্তু ফ্যাসিবাদী কালচার, ফ্যাসিবাদ প্রচারণা বন্ধ হয় নাই। আগস্টের পর আমরা যে মুক্ত বাংলাদেশ পেয়েছি, সেই মুক্ত বাংলাদেশে এখনকার মানুষের দাবি প্রয়োজনীয় সংস্কার শেষ করে জনগণের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। সেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণা এবং রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে দলকে সুসংগঠিত করতে আমরা দিনরাত একাকার হয়ে কাজ করছি। বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত চলতি বছরের মধ্যে দেশে অবাধ ও নিরপেক্ষ সংসদ নির্বাচন আয়োজন করা।
 

বিএনপির এ নেতা বলেন, গত সাত মাসে লক্ষ্য করা যাচ্ছে, সংস্কার অত্যন্ত মন্থর গতিতে চলছে। সংস্কারের কিছু প্রস্তাবনা জমা হয়েছে বটে, কিন্তু সেটা বাস্তবায়ন নিয়ে এখনো পর্যন্ত একটি সভাও হয়নি এবং কী প্রক্রিয়ায় সেটি বাস্তবায়ন হবে সেটা নিয়ে সরকারের মধ্যে কোনো ডায়লগও শুরু হয়নি। তাই আমরা মনে করি, সংস্কারের নামে আর নির্বাচনকে প্রলম্বিত করতে পারে না এ সরকার। 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে এনাম বলেন, আপনি আন্তর্জাতিকভাবে সম্মানিত মানুষ।

আপনাকে আমরা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছি সরকার গঠন করতে। কোনো ফ্যাসিবাদের ফাঁদে পা না দিয়ে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিন। যেভাবে দিন দিন একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে দেশ। এ কারণে জনগণ মনে করছে, এ মুহূর্তে এ সরকারের নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। নির্বাচিত সরকারই দেশে একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারবে।
জাতীয় নির্বাচন যতই বিলম্বিত হবে ততই দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। এতে করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। তাই বাংলাদেশকে রক্ষা করতে হলে সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের। 

আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, আব্দুল মাবুদ, হারুন চৌধুরী, জেলা জাসাস সদস্য সচিব নাছির উদ্দীন, উপজেলা বিএনপির সদস্য আবদুর রহমান হিলু, নুরুল হুদা, জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন আরাফাত, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন প্রমুখ। 

দোয়া অনুষ্ঠানে বক্তারা খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করার জন্য নেতাকর্মীদের কাজ করার আহবান জানান। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া-মিলাদ ও ইফতার বিতরণ করা হয়।

মন্তব্য

২০০১ সালের পর দেশে যত নির্বাচন হয়েছে তা ছিল তামাশার : নাসের রহমান

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার প্রতিনিধি
শেয়ার
২০০১ সালের পর দেশে যত নির্বাচন হয়েছে তা ছিল তামাশার : নাসের রহমান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, আমরা দেশে লাস্ট নির্বাচন দেখেছি ২০০১-এ। এর পরে তো আর দেশে দৃশ্যত কোনো নির্বাচন হয়নি। নির্বাচন যা-ই হয়েছে, তা ছিল তামাশার নির্বাচন। তাই জুলাই বিপ্লবের পর নতুন স্বাধীনতা পেয়ে এদেশের মানুষ আগামী নির্বাচনটা ২০০১ সালের মতো জেনুইন নির্বাচন হবে বলে আশা করে।

বুধবার (১২ মার্চ) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসের রহমান বলেন, বিগত সকল নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ এখন পালিয়ে গিয়ে গর্তে ঢুকেছে। তাই আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা হবে নতুন প্লেয়ারদের সঙ্গে।

প্লেয়ার পাল্টে গেছে। আমরা প্লেয়ার ঠিক আছি। তবে আমাদের ওপন্যান্ট প্লেয়ার একটু পাল্টে গেছে। নতুন প্লেয়ারা খুব ঘুরাঘুরি করছে।
কিন্তু সারা দেশের ন্যায় আমাদের মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওপর জনগণের পুরোপুরি আস্থা আছে। দলের অবস্থানও শক্তিশালী আছে। 

আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে তাদের ভোটটা কোন দিকে যাবে এ প্রসঙ্গে তিনি বলেন, তারা (আওয়ামী লীগের ভোটারা) এখন আশ্রয় খুঁজে কোনদিকে যাবে। তাদের নেত্রীই তো তাদের দলকে মৃত্যুবরণ করিয়ে দেশ ছেড়ে ওপারে পালিয়ে গেছে। এখন তাদের ভোটাররা আশ্রয় খুঁজছে।

যদিও নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারবে কিনা এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি আরো বলেন, কয়েকদিন আগে একটা জরিপ বের হয়েছে, আওয়ামী লীগের ভোট ১৩ থেকে ১৪ পারসেন্ট মাত্র। ১৩ থেকে ১৪ পারসেন্ট ভোট যদি থেকে থাকে তাহলে সারা দেশে তাদের সিট পাবে কোথা থেকে? কাউন্সিল অধিবেশনে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়। 

এর আগে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদেরকে সঙ্গে নিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ বদরুল আলম ও যুগ্ম আহবায়ক মারুফ আহমদ। পরে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে নির্বাচন হয়। এতে এমদাদ আহমাদ সিরাজ ২৩০ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. শহীদ মিয়া। তার প্রাপ্ত ভোট ১১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আতাউর রহমান। কাউন্সিলে মোট ভোটার ছিল ৪৫৯টি। কাস্ট হয়েছে ৩৪৮টি। এর মধ্যে বাতিল ব্যালট ১টি।

মন্তব্য

ইফতার না পাওয়া নিয়ে মারামারি

জামালপুর প্রতিনিধি
জামালপুর প্রতিনিধি
শেয়ার
ইফতার না পাওয়া নিয়ে মারামারি
সংগৃহীত ছবি

জামালপুর শহরের একটি মসজিদে ইফতার না পাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষের হয়েছে। এসময় ভিডিও করতে গেলে গণমাধ্যম কর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

আজ বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় শহরে কাঁচারিপাড়া আজাদ ডাক্তারের মোড়ের পাশে একটি জামে মসজিদের ইফতার না পাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ঘটনা ঘটে। এই ঘটনায় কয়েকটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

এ ঘটনাই আহতদের নাম পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। 

স্থানীয় সূত্রে জানা যায়, 'শহরে এক ব্যক্তির মৃত্যু উপলক্ষে মসজিদে ইফতার দোয়া মাহফিলের আয়োজন করা হয়। লোকজন ইফতার করার জন্য মসজিদে গেলে ইফতার সংকটে পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে মসজিদের বাইরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় গণমাধ্যম কর্মী কয়েকজন ভিডিও করতে গেলে তাদেরকেও মারধর করা হয়।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, ‘মসজিদে ইফতার ঘাটতি পড়েছিল, এ নিয়ে মারামারির ঘটনা ঘটেছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ