সূর্য তখনো পুর্ব আকাশে উঁকি দেয়নি। উপজেলা পরিষদ মাঠে শারীরিক কসরত। মাঝে মাঝে কসরতরতদের চিৎকারে ভোরের ঠান্ডা যেন একটু দূরেই চলে যায়।
বুধবার (১৭ মার্চ) ভোর সাড়ে পাঁচটায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে এ চিত্র চোখে পড়ে।
সূর্য তখনো পুর্ব আকাশে উঁকি দেয়নি। উপজেলা পরিষদ মাঠে শারীরিক কসরত। মাঝে মাঝে কসরতরতদের চিৎকারে ভোরের ঠান্ডা যেন একটু দূরেই চলে যায়।
বুধবার (১৭ মার্চ) ভোর সাড়ে পাঁচটায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে এ চিত্র চোখে পড়ে।
সকাল ছয়টায় ম্যারাথনের উদ্বোধন করেন আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল। এ সময় আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম, কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের সহকারি অধ্যাপক মো. মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. মনির হোসেন বাবুল, যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে কুমিল্লাস্থ আখাউড়া ছাত্র কল্যান পরিষদ এ প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতায় ২০ বছরের যুবক থেকে শুরু করে ৬১ বছর বয়সীরাও অংশ নেন। ম্যারাথনকে কেন্দ্র করে আখাউড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে।
সম্পর্কিত খবর
বৈষম্যবিরোধী সমন্বয়কের কাছ থেকে জিলাপি খেতে চাওয়া কিশোরগঞ্জের ইটনা থানার ওসি মো. মনোয়ার হোসেনকে প্রত্যাহারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করেছে বিএনপি। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ইটনার বিক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি ইটনা মধ্যবাজার থেকে শুরু হয়ে থানায় গিয়ে নেতাকর্মীরা থানা ঘেরাও করে। সেখানে আধাঘণ্টা ঘেরাও কর্মসূচি পালন করে মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে অবস্থান করা হয়।
বিএনপির অভিযোগ, আওয়ামী লীগ ও এর দোসরদের এজেন্ডা বাস্তবায়ন ও ষড়যন্ত্রে ওসিকে ফাঁসানো হয়েছে। তারা বলছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত ছাত্রলীগ করা কথিত সমম্বয়ক আফজাল হোসাইন শান্তর ষড়যন্ত্র ও পরিকল্পিত ফোনালাপের অডিও সামাজিক মাধ্যমে ফাঁস করে 'জনবান্ধব' ওসিকে বদলি করা হয়।
ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল উদ্দিন বলেন, ৫ আগস্টের পর ওসি হিসেবে ইটনা থানায় যোগ দেন মনোয়ার হোসেন। এর পর থেকে তিনি নানা অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে তৎপর হন। কয়েকজনকে গ্রেপ্তারও করেন।
জয়সিদ্ধি ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন বলেন, ১২৮ বস্তা ভিজিএফের চাল উদ্ধারের ঘটনায় গত ২০ মার্চ রাতে ইটনা উপজেলার বাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আদিলুজ্জামান ভূঁইয়াকে ওসি গ্রেপ্তার করেন। তার এই গ্রেপ্তারের পর আওয়ামী দোসররা ইটনা থানার ওসি মো. মনোয়ার হোসেনকে সরাতে নানাভাবে তৎপর হয়ে ওঠে। এই তৎপরতার অংশ হিসেবে সমন্বয়ক দাবিদার আফজাল হোসেন শান্ত নিজে থেকে ওসি মনোয়ার হোসেনকে ফোন করে কল রেকর্ড ফাঁসের নাটক সাজান।
ভোলার লালমোহন উপজেলায় দুটি ব্যাটারিচালিত চোরাই অটোরিকশাসহ মো. মেহেদী হাসান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মেহেদী হাসান চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের নবীনগর এলাকার তারা মিয়ার ছেলে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত সোমবার (১৪ই এপ্রিল) সকালে লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর বাজার জামে মসজিদের সামনে থেকে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকার মো. নূরুল ইসলাম নামে এক ব্যক্তির অটোরিকশা চুরি হয়ে যায়। পরে তিনি অটোরিকশা চুরির অভিযোগে থানায় একটি মামলা করেন। ওই মামলার ভিত্তিতে লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু ইউসুসের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্য-প্রযুক্তি ও সোর্সের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে লালমোহন পৌরসভার উত্তর বাজারে একটি বিশেষ অভিযান চালায়।
অভিযানে ওই এলাকার অটোরিকশা চুরির সঙ্গে জড়িত মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়।
লালমোহন থানার ওসি বলেন, ‘আটক মো. মেহেদী হাসান ও পলাতক মিরাজ হোসেন আন্ত জেলা চোরচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকা থেকে চালকদের অটোরিকশা চুরি করে আসছেনে। এ ঘটনা চুরির সঙ্গে জড়িত থাকায় গ্রেপ্তার মেহেদী হাসানকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া পলাতক আসামি মো. মিরাজসহ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
বগুড়ার ধুনট উপজেলায় রাঙ্গামাটি আবুল হোসেন জহুরা উচ্চ বিদ্যালয়ের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে আমজাদ হোসেন ফকির ও তার লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিজ কার্যালয়ে গণশুনানি কার্যক্রমের ধারাবাহিকতায় ২৩ এপ্রিল ওই অভিযোগের শুনানি করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি আবুল হোসেন জহুরা উচ্চ বিদ্যালয়টি ১৯৯৩ সালে স্থাপিত হয়েছে।
এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানে জমিদাতার ভাতিজা একই গ্রামের আমজাদ হোসেন ফকির দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের জায়গা দখলের চেষ্টার ধারাবাহিকতায় ১০ এপ্রিল পাকা স্থাপনা নির্মাণকাজ শুরু করেছেন। বিদ্যালয়ের জায়গায় স্থাপনা নির্মাণে বাধা দেওয়ায় শিক্ষকদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে অবৈধ দখলদাররা।
আমজাদ হোসেন ফকির বলেন, ‘জমিদাতার ওয়ারিশের কাছ থেকে ক্রয় সূত্রে আমি ওই জমির মালিক হয়েছি। তাই বিদ্যালয়ের জায়গায় নয়, আমার জায়গায় আমি পাকা স্থাপনা নির্মাণ করছি।
কক্সবাজারের টেকনাফে সাগর থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া ৫৫ জেলেকে আরাকান আর্মির কাছ থেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়াসংলগ্ন টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাট দিয়ে তাদের ফেরত আনা হয়। তবে জেলেদের জাল আর বোটগুলো ফেরত দেয়নি আরাকান আর্মি।
এসব তথ্য স্বীকার করেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
বিজিবির এ কর্মকর্তা বলেন, ‘ফেরত আনা জেলেদের নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে এসব জেলেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
এ বিষয়ে টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ‘মাছ শিকারের সময় আটক হওয়া ৫৫ জেলেকে ফেরত এনেছে বিজিবি। এর মধ্য আমারও ছয় মাঝিমাল্লা রয়েছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘বিজিবির প্রচেষ্টায় মাছ শিকারে যাওয়া আটক আরো ৫৫ জেলেকে ফেরত আনা হয়েছে। বিজিবির মাধ্যমে আমরা চেষ্টা করব কিভাবে জাল আর বোট ফেরত আনা যায়।’