ফরিদপুরের মধুখালীতে কিশোর নাতির ছিনতাইকৃত টাকা উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়ে আহত বৃদ্ধ দাদা ছাত্তার প্রামাণিক (৭২) এর মৃত্যু হয়েছে। রবিবার (৯ মার্চ) পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। শনিবার এ হামলার ঘটনা ঘটে।
নিহত ছাত্তার প্রামাণিক জেলার মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি পূর্বপাড়ার বাসিন্দা।
আরো পড়ুন
নির্বাচনে কোন বিভাগে কোন দল এগিয়ে?
স্থানীয়রা জানায়, মাজেদা জুটমিলে শ্রমিক হিসেবে কাজ করে ছাত্তার প্রামাণিকের নাতি কিশোর সোহান প্রামাণিক। গত বৃহস্পতিবার রাতে মিলের ডিউটি শেষ করে বেতন নিয়ে বাড়ি ফিরছিল সোহান। পথিমধ্যে স্থানীয় কিশোর শামীমসহ ৪-৫ জন তার কাছ থেকে জোরপূর্বক মুজুরির ২০০ টাকা নিয়ে নেয়। বিষয়টি বাড়িতে এসে পরিবারের সদস্যদের জানায় সোহান।
শনিবার (৮ মার্চ) সোহানের বাবা রুবেল প্রামাণিক ও দাদা ছাত্তার প্রামাণিক বাড়ির পাশের দোকানে গিয়ে শামীমের কাছে বিষয়টি জানতে চান। এ সময় তাদের সঙ্গে শামীমের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে শামীমের সঙ্গে যোগ দেয় কিশোর সাঈদ, সিয়াম, নুরাসহ আরো কয়েকজন। ওই কিশোররা ছাত্তার প্রামাণিকের বুকে আঘাত করে।
এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ছাত্তার প্রামাণিক। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরো পড়ুন
বগুড়ায় ভুয়া পুলিশ গ্রেপ্তার, চাইতেন ঈদ বকশিশ
এ ব্যাপারে নিহতের ছেলে রুবেল প্রামাণিক বলেন, ‘আমার ছেলে সোহান জুটমিলে শ্রমিক হিসেবে কাজ করে। বৃহস্পতিবার রাতে বেতন নিয়ে বাড়ি ফেরার পথে শামীমসহ আরো কয়েকজন সোহানের কাছ থেকে জোর করে ২০০ টাকা ছিনিয়ে নেয়। বিষয়টি বাড়িতে এসে জানালে আমি, আমার স্ত্রী ও আব্বাকে সঙ্গে নিয়ে বিষয়টি জানতে শামীমের কাছে যাই।
’
তিনি বলেন, ‘সেখানে যাওয়ার পর শামীম আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। কথা-কাটাকাটির এক পর্যায়ে আমার আব্বার বুকে ঘুষি দেয় শামীম, সিয়ামসহ কয়েকজন। এরপর আব্বা অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়িতে এনে মাথায় পানি দিই, পরে রাতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আব্বা।’
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। রবিবার মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে রাতেই তিনজনকে আটক করা হয়েছে। নিহতের ছেলে বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।