ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫
২৫ ফাল্গুন ১৪৩১, ০৯ রমজান ১৪৪৬

ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫
২৫ ফাল্গুন ১৪৩১, ০৯ রমজান ১৪৪৬

ঘরে ঢুকে বিধবাকে প্রতিবেশীর ধর্ষণ!

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
শেয়ার
ঘরে ঢুকে বিধবাকে প্রতিবেশীর ধর্ষণ!
প্রতীকী ছবি।

নোয়াখালীর সুবর্ণচরে দুই সন্তানের জননী এক বিধবা নারীকে (৩২) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামি মিল্লাত হোসেনর (২৪) উপজেলার ৫ নম্বর চরজুবলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর মহিউদ্দিন গ্রামের কামাল উদ্দিনের ছেলে।

আজ বুধবার ওই নারী নিজে বাদী হয়ে চরজব্বার থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। একই দিন সকালে ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এর আগে, গত ৩০ মে রাত সাড়ে ১১টায় উপজেলার চর মহিউদ্দিন গ্রামে বিধবা গৃহবধূর বসতঘরে ঢুকে ধর্ষণের করেছে বলে অভিযোগ আনা হয়।

মামলার এজহারের বরাত দিয়ে পুলিশ জানায়, আট বছর পূর্বে ওই নারীর স্বামী মারা যান। গত ৩০ মে রাত সাড়ে ৯টার সময় সে রাতের খাবার শেষে সন্তানদের নিয়ে বসতঘরে ঘুমিয়ে পড়ে। রাত ১১টা ১০ মিনিটের দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের দরজা খোলা রেখে বাইরে যান।

ওই সুযোগে পার্শ্ববর্তী বাড়ির মিল্লাত হোসেন তার বসতঘরে ঢুকে পড়ে। পরে ওই নারী ঘরে প্রবেশ করলে মিল্লাত তার মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক তারেক জানান, গৃহবধূর অভিযোগ গ্রহণ করে দুপুরে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

মন্তব্য

রিমান্ড শেষে সাবেক এমপি আফতাব কারাগারে

নিজস্ব প্রতিবেদক, রংপুর
নিজস্ব প্রতিবেদক, রংপুর
শেয়ার
রিমান্ড শেষে সাবেক এমপি আফতাব কারাগারে
নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিন সরকার

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিন সরকারকে। রবিবার (৯ মার্চ) দুপুরে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১-এর আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ আগে চার দিনের রিমান্ড শেষে পুলিশি পাহারায় তাকে আদালতে হাজির করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। তবে আদালতে আসামিপক্ষের আইনজীবী মো. ইফতেখার আলম জামিনের আবেদন করেন।

আদালতের বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। সেই সঙ্গে আগামী ১৮ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য হাজিরার দিন ধার্য করা হয়।

এর আগে গত (৬ মার্চ) বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে মেট্রোপলিটন কমিশনার মো. মজিদ আলীর নেতৃত্বে নগরীর নিউ সেনপাড়া সাবেক এমপির ছেলের ভাড়া বাসায় অভিযান চালিয়ে আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। গত বৃহস্পতিবার থেকে চার দিনের রিমান্ডে ছিলেন আফতাব উদ্দিন।  

আরো পড়ুন
সাবেক রাজাকে হাজারো সমর্থকের অভ্যর্থনা

সাবেক রাজাকে হাজারো সমর্থকের অভ্যর্থনা

 

গ্রেপ্তার আফতাব নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বলপ্রয়োগ, হামলা ও হত্যাচেষ্টা অভিযোগে তিনটি মামলা রয়েছে।

তাকে রংপুরের মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি এই মামলার এজাহারভুক্ত ৬০ নম্বর আসামি।

পুলিশ কমিশনার জানান, আফতাব উদ্দিন সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর অর্থ জোগানদাতা ছিলেন। এ ছাড়া বিগত ১৬ বছর বিরোধী দলের ওপর নির্যাতন-নিপীড়নের অভিযোগ রয়েছে তার নামে। 

উল্লেখ্য, ২০১৪ সালে দশম জাতীয় সংসদে তিনি প্রথমবার সংসদ সদস্য হন।

একই আসন থেকে এরপর আরো দুইবার এমপি নির্বাচিত হন।

প্রাসঙ্গিক
মন্তব্য

বায়ুত্যাগের শব্দ শুনে আ. লীগ নেতাকে ধরল পুলিশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বায়ুত্যাগের শব্দ শুনে আ. লীগ নেতাকে ধরল পুলিশ
ছবি : ভিডিও থেকে নেওয়া।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির বাথরুমের ওপরের স্টোররুমে লুকিয়েছিলেন আওয়ামী লীগের এক নেতা। তবে শেষরক্ষা হয়নি তার।

ওই নেতার বায়ুত্যাগের শব্দ শুনে তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে ওই স্টোররুম থেকে নামিয়ে আনে পুলিশ।

রবিবার (৯ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

আরো পড়ুন
এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন শেলটেক

এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন শেলটেক

 

ওই ভিডিওতে দেখা যায়, পুলিশের কয়েকজন সদস্য ওই নেতার অবস্থান নিশ্চিত হয়ে তাকে স্টোররুম থেকে নেমে আসতে বলছেন। পুলিশ সদস্যদের নির্দেশে তিনি ওই রুমের ঢাকনা খুলে নিচে নেমে আসেন।

পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। প্রাথমিকভাবে ঘটনাটি চট্টগ্রামের বলে জানা গেছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

নাতির ছিনতাই হওয়া টাকা উদ্ধারে গিয়ে দাদার মৃত্যু

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
নাতির ছিনতাই হওয়া টাকা উদ্ধারে গিয়ে দাদার মৃত্যু
প্রতীকী ছবি

ফরিদপুরের মধুখালীতে কিশোর নাতির ছিনতাইকৃত টাকা উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়ে আহত বৃদ্ধ দাদা ছাত্তার প্রামাণিক (৭২) এর মৃত্যু হয়েছে। রবিবার (৯ মার্চ) পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। শনিবার এ হামলার ঘটনা ঘটে।

নিহত ছাত্তার প্রামাণিক জেলার মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি পূর্বপাড়ার বাসিন্দা।

আরো পড়ুন
নির্বাচনে কোন বিভাগে কোন দল এগিয়ে?

নির্বাচনে কোন বিভাগে কোন দল এগিয়ে?

 

স্থানীয়রা জানায়, মাজেদা জুটমিলে শ্রমিক হিসেবে কাজ করে ছাত্তার প্রামাণিকের নাতি কিশোর সোহান প্রামাণিক। গত বৃহস্পতিবার রাতে মিলের ডিউটি শেষ করে বেতন নিয়ে বাড়ি ফিরছিল সোহান। পথিমধ্যে স্থানীয় কিশোর শামীমসহ ৪-৫ জন তার কাছ থেকে জোরপূর্বক মুজুরির ২০০ টাকা নিয়ে নেয়। বিষয়টি বাড়িতে এসে পরিবারের সদস্যদের জানায় সোহান।

শনিবার (৮ মার্চ) সোহানের বাবা রুবেল প্রামাণিক ও দাদা ছাত্তার প্রামাণিক বাড়ির পাশের দোকানে গিয়ে শামীমের কাছে বিষয়টি জানতে চান। এ সময় তাদের সঙ্গে শামীমের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে শামীমের সঙ্গে যোগ দেয় কিশোর সাঈদ, সিয়াম, নুরাসহ আরো কয়েকজন। ওই কিশোররা ছাত্তার প্রামাণিকের বুকে আঘাত করে।

এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ছাত্তার প্রামাণিক। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরো পড়ুন
বগুড়ায় ভুয়া পুলিশ গ্রেপ্তার, চাইতেন ঈদ বকশিস

বগুড়ায় ভুয়া পুলিশ গ্রেপ্তার, চাইতেন ঈদ বকশিশ

 

এ ব্যাপারে নিহতের ছেলে রুবেল প্রামাণিক বলেন, ‘আমার ছেলে সোহান জুটমিলে শ্রমিক হিসেবে কাজ করে। বৃহস্পতিবার রাতে বেতন নিয়ে বাড়ি ফেরার পথে শামীমসহ আরো কয়েকজন সোহানের কাছ থেকে জোর করে ২০০ টাকা ছিনিয়ে নেয়। বিষয়টি বাড়িতে এসে জানালে আমি, আমার স্ত্রী ও আব্বাকে সঙ্গে নিয়ে বিষয়টি জানতে শামীমের কাছে যাই।

তিনি বলেন, ‘সেখানে যাওয়ার পর শামীম আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। কথা-কাটাকাটির এক পর্যায়ে আমার আব্বার বুকে ঘুষি দেয় শামীম, সিয়ামসহ কয়েকজন। এরপর আব্বা অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়িতে এনে মাথায় পানি দিই, পরে রাতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আব্বা।’

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। রবিবার মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে রাতেই তিনজনকে আটক করা হয়েছে। নিহতের ছেলে বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

বগুড়ায় এসআই পরিচয়ধারী একজন গ্রেপ্তার, চাইতেন ঈদ বকশিশ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
শেয়ার
বগুড়ায় এসআই পরিচয়ধারী একজন গ্রেপ্তার, চাইতেন ঈদ বকশিশ
গ্রেপ্তার ভুয়া পুলিশ

বগুড়ায় এসআই পরিচয়ধারী এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। রবিবার (৯ মার্চ) বগুড়া জেলার নারুলী পুলিশ ফাঁড়ির সদস্যের কাছে ওই ব্যক্তি গ্রেপ্তার হন। তার নাম জাকারিয়া সরকার (২৫)। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার প্রজাপাড়ার আশরাফুল ইসলামের ছেলে।

নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) নাজমুল হক কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, বগুড়া শহরের উত্তরপাড়ায় মতিয়ার রহমানের বাড়ি ভাড়া নিয়ে জাকারিয়া পুলিশ পরিচয়ে নানা রকম অপকর্ম শুরু করেন। এ জন্য তিনি রংপুর থেকে পুলিশের পোশাক সংগ্রহ করেন। গাইবান্ধায় তার পরিবার জানত তিনি পিডিবিতে চাকরি করেন।

কিন্তু জাকারিয়া নিজেকে নারুলী পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই পরিচয় দিয়ে ঈদ বকশিশের নামে চাঁদাবাজি করে আসছিলেন। 

আরো পড়ুন
টাকার অভাবে রসগোল্লা কেটে জন্মদিনে পালন করতেন অভিনেত্রী

টাকার অভাবে রসগোল্লা কেটে জন্মদিনে পালন করতেন অভিনেত্রী

 

ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাজমুল হক জানান, গ্রেপ্তার জাকারিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজির জন্য তিনি বছর দুয়েক আগে বগুড়ায় আসেন। 

নাজমুল হক আরো জানান, ঈদ বকশিশ নেওয়ার নামে চাঁদাবাজি করছেন, এমন খবর তার কাছে আগেই আসে।

কিন্তু অপরাধীকে শনাক্ত করা যাচ্ছিল না। এর মধ্যে একজন ব্যবসায়ী তার কাছে অভিযোগ করেন, পুলিশের পোশাক পরে নারুলী ফাঁড়ির এসআই পরিচয় দিয়ে তার কাছ থেকে ১৮০০ টাকা নিয়ে এসেছেন একজন। এরপর রবিবার দুপুর আড়াইটার দিকে জাকারিয়াকে তার ভাড়া বাসা থেকে ফুল ইউনিফরমসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ