ঢাকা, শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

রাজশাহীতে নারী-উদ্যোক্তা-ব্যাংকার ম্যাচমেকিং সভা আয়োজন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
রাজশাহীতে নারী-উদ্যোক্তা-ব্যাংকার ম্যাচমেকিং সভা আয়োজন
ক্ষুদ্র ও নারী-উদ্যোক্তাদের আরো বেশি পরিমাণ প্রণোদনার ঋণ পেতে এবং ব্যাংকার ও উদ্যোক্তাদের মধ্যে দূরত্ব কমাতে সহায়তা করবে এসএমই ফাউন্ডেশন।  আজ ২৮ সেপ্টেম্বর ২০২১ রাজশাহীতে নারী-উদ্যোক্তা-ব্যাংকার ম্যাচমেকিং সভায় এ কথা বলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমান। তিনি আরো বলেন, করোনাভাইরাসের কারণে ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সরকারের প্রথম দফার প্রণোদনা প্যাকেজের ২০ হাজার কোটি টাকা ধীরগতিতে বিতরণ হওয়ায় এবং টাকার পরিমাণ কম হওয়ায় অনেক উদ্যোক্তাই ঋণ পাননি।
 
এছাড়া ব্যাংক ঋণ পেতে উদ্যোক্তাদের প্রস্তুতির অভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এজন্য সারাদেশে ক্ষুদ্র ও নারী-উদ্যোক্তাদের ঋণের জন্য কাগজপত্র তৈরি, নিয়মকানুন সম্পর্কে অবহিত করা, ব্যাংকারদের মাঝে ম্যাচমেকিংসহ নানা অনুষ্ঠানের আয়োজন করবে এসএমই ফাউন্ডেশন।
ড. মফিজুর রহমান বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতিকে এগিয়ে নিচ্ছেন দেশের এসএমই উদ্যোক্তারা। তাই তাদের ঋণ দিতে সহায়তামূলক মনোভাব নিয়ে সেবা দেয়ার আহবান তিনি। 
 
ব্যাংক ঋণ পেতে নিজেদের ব্যবসায়িক লেনদেন, ব্যাংক লেনদেন, ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে উদ্যোক্তাদের পরামর্শ দেন তিনি। এই ঋণের সুদের হার শতকরা ৪ ভাগ এবং ঋণ চুক্তির স্ট্যাম্প চার্জ ছাড়া অতিরিক্ত কোন অর্থ উদ্যোক্তাদের কাছ থেকে নেয়া হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
ব্যাংক থেকে উদ্যোক্তারা যেন ফিরে না যায়, তা নিশ্চিত করতে এসএমই ফাউন্ডেশনের ঋণ বিতরণ নীতিমালা ব্যাংকের সব শাখায় পৌঁছে দেয়ারও অনুরোধ করেন তিনি। তিনি আরো বলেন, গত অর্থবছরে দেড় মাসেরও কম সময়ে ১০০ কোটি টাকা সফলভাবে বিতরণের পর চলতি অর্থবছরে ২০০ কোটি টাকা বিতরণের লক্ষ্যে এরই মধ্যে ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে চুক্তি সই করেছে এসএমই ফাউন্ডেশন।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মাহতাব উদ্দিন। বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতি ও উত্তরবঙ্গ বেকারি শিল্প মালিক সমিতির সদস্য উদ্যোক্তা, নারী-উদ্যোক্তা এবং বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় এবং আঞ্চলিক প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
এসএমই ফাউন্ডেশনের ঋণ কর্মসূচি বিতরণ বিষয়ক নীতিমালা ও নির্দেশিকার কয়েকটি উল্লেখযোগ্য বিষয় হলো, করোনা মহামারীর কারণে গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ের ক্ষতিগ্রস্ত অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে নিম্নবর্ণিত ক্যাটাগরির উদ্যোক্তাদের প্রাধান্য দেয়া হবে:
১. যারা সরকারের প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণপ্রাপ্ত হননি;
২. অগ্রাধিকারভূক্ত এসএমই সাব-সেক্টর এবং ক্লাস্টারের উদ্যোক্তা;
৩. নারী-উদ্যোক্তা;
৪. নতুন উদ্যোক্তা অর্থাৎ যারা এখনো ব্যাংক ঋণ পাননি;
৫. পশ্চাদপদ ও উপজাতীয় অঞ্চল, শারীরিকভাবে অক্ষম এবং তৃতীয় লিঙ্গের উদ্যোক্তাগণ।
 
প্রণোদনা প্যাকেজের আওতায় উদ্যোক্তাগণ ১ লাখ-৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। ঋণের সুদেও হার ৪%। ২৫ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেয়ার চেষ্টা করা হবে। ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সর্বোচ্চ ২৪টি সমান মাসিক কিস্তিতে ঋণ পরিশোধ করা যাবে।
ব্যাংকের চাহিদাকৃত ডকুমেন্টসহ ‘সম্পূর্ণ/পরিপূর্ণ ঋণ আবেদনপত্র’ ব্যাংকের নিকট দাখিলের দ্রুততম সময়ের মধ্যে ঋণ মঞ্জুর করে গ্রাহকের অনুকূলে বিতরণের উদ্যোগ গ্রহণ করবে সংশ্লিষ্ট ব্যাংক। সাধারণভাবে একক ও যৌথ মালিকানাধীন উদ্যোগের অনুকূলে ঋণ বিতরণ করা হবে। তবে প্রান্তিক ক্ষুদ্র, বিশেষ করে নারী-উদ্যোক্তাদের ঋণের আওতায় আনার লক্ষ্যে ব্যাংকার-গ্রাহক সম্পর্ক ও ঐক্যমতের ভিত্তিতে সর্বোচ্চ ৫জন উদ্যোক্তার অনুকূলে গ্রুপভিত্তিক ঋণ বিতরণ করা যাবে। গত অর্থবছরের অভিজ্ঞতার আলোকে এসএমই ফাউন্ডেশন অংশীদার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে উদ্যোক্তাদের জন্য সুবিধাজনক এক/একাধিক শাখায় ফোকাল কর্মকর্তা নির্ধারণ করবে। উদ্যোক্তারা ফোকাল কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন। ফোকাল কর্মকর্তা এসএমই ফাউন্ডেশন, ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখা এবং উদ্যোক্তাদের সাথে সমন্বয় করবেন।
 
২০২১-২২ অর্থবছরে ২০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যে নিম্নোক্ত ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে: 
১ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 
২ বেসিক ব্যাংক লিমিটেড 
৩ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড 
৪ ব্র্যাক ব্যাংক লিমিটেড
৫ ব্যাংক এশিয়া লিমিটেড
৬ ঢাকা ব্যাংক লিমিটেড
৭ ইস্টার্ণ ব্যাংক লিমিটেড
৮ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড
৯ এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড 
১০ ওয়ান ব্যাংক লিমিটেড 
১১ প্রাইম ব্যাংক লিমিটেড
১২ প্রিমিয়ার ব্যাংক লিমিটেড
১৩ দ্য সিটি ব্যাংক লিমিটেড 
১৪ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড 
১৫ সাউথইস্ট ব্যাংক লিমিটেড
১৬ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড 
১৭ আইডিএলসি ফাইন্যান্স  লিমিটেড
১৮ আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড
১৯ লংকাবাংলা ফাইন্যান্স  লিমিটেড
মন্তব্য

স্ত্রী-সন্তানের ওপর রাগ করে নিজবাড়িতে আগুন

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
শেয়ার
স্ত্রী-সন্তানের ওপর রাগ করে নিজবাড়িতে আগুন
ছবি: কালের কণ্ঠ

নাটোরের লালপুরে নেশাগ্রস্থ অবস্থায় স্ত্রী-সন্তানের ওপর রাগ করে নিজবাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন আমিনুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম নেশাগ্রস্ত। তিনি প্রায়ই নেশা করে বাড়ি ফেরায় পরিবারে অশান্তি লেগেই থাকত।

এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নেশা করে বাড়ি ফিরলে স্ত্রী ও সন্তানের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি মোটরসাইকেল থেকে পেট্রল বের করে নিজবাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় তার বাড়ির তিনটি ঘরে থাকা আসবাপত্রসহ সবকিছু পুড়ে যায়।

আরো পড়ুন
লাকসামে পুলিশ সদস্যসহ ৫ জনকে কুপিয়ে জখম

লাকসামে পুলিশ সদস্যসহ ৫ জনকে কুপিয়ে জখম

 

খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

লালপুর থানার ওসি নাজমুল হক জানান, নেশাগ্রস্থ আমিনুল ইসলামকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাঘার ইউনিয়ন বিএনপি সভাপতিকে অব্যাহতি

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
শেয়ার
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাঘার ইউনিয়ন বিএনপি সভাপতিকে অব্যাহতি
ফাইল ছবি

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউল করিমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ মার্চ) উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু ও সদস্য সচিব আশরাফ আলী মলিন স্বাক্ষরিত নোটিশে বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে,দলের দায়িত্বশীল পদে থাকা অবস্থায় আপনার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করা এবং শৃঙ্খলা ভঙ্গের কারণে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি পদ থেকে ও প্রাথমিক সদস্য পদ হতে কেন অব্যাহতি প্রদান করা হবে না, তার উপযুক্ত জবাব বাঘা উপজেলা বিএনপির কাছে লিখিতভাবে জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হল। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু ও সদস্য সচিব আশরাফ আলী মলিন।

প্রাসঙ্গিক
মন্তব্য

লাকসামে পুলিশ সদস্যসহ ৫ জনকে কুপিয়ে জখম

    স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
লাকসামে পুলিশ সদস্যসহ ৫ জনকে কুপিয়ে জখম
আহত পুলিশ সদস্য সাদ্দাম। ছবি : কালের কণ্ঠ

কুমিল্লার লাকসামে ছুটিতে আসা এক পুলিশ সদস্যকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে‌ একদল দুর্বৃত্ত। এ ঘটনায় নারীসহ আরো ৪ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে উপজেলার উত্তরদা ইউনিয়নের মনপাল গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

আহতদের অভিযোগ, লাকসাম উপজেলার উওরদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমরান হোসেনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন যুবক ও তরুণ এই হামলা চালিয়েছেন।

পুলিশ, স্থানীয় লোকজন ও ভুক্তভোগীরা জানান, বেশ কিছুদিন আগে ওই গ্রামের স্বেচ্ছাসেবকদল নেতা এমরান হোসেন একই গ্রামের বেলাল মেম্বারের বাড়ির পাশে একটি ব্যানার টানান। দুদিন আগে শিশুরা খেলার ছলে ঢিল ছুঁড়লে টানানো ব্যানারটি ছিঁড়ে যায়। ঘটনার দিন সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতা এমরান ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে অকথ্য ভাষায় গাল-মন্দ করেন। পরে মধ্যরাতের দিকে এমরানসহ ২০/২৫ জন পুলিশ সদস্য সাদ্দাম হোসেনের বাড়ির সামনে জড়ো হয়ে হই-হুল্লোড় শুরু করেন।

এ সময় পুলিশ সদস্য সাদ্দাম মোবাইল ফোনের ফ্ল্যাশলাইটের আলো জ্বালিয়ে ঘরে ফিরছিলেন। যুবক ও তরুণদের হই-হুল্লোড় দেখে তিনি মোবাইল ফোনের ফ্ল্যাশলাইটের আলো তাদের দিকে ফিরিয়ে জানতে চান, কি হয়েছে? এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা এমরান উত্তেজিত হয়ে আলো বন্ধ করতে বলেন এবং অকথ্য ভাষায় গাল-মন্দ করেন। এ সময় ওই পুলিশ সদস্য তাদের এতো রাতে বাড়ির সামনে হই-হুল্লোড় না করতে বারণ করে ঘরে চলে যান।

এর কিছুক্ষণ পর এমরান দলবলসহ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সাদ্দামের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন।

পুলিশ সদস্য সাদ্দামসহ ঘরে থাকা তার মা, ভাইসহ অন্যান্যদের বেধড়ক পিটিয়ে আহত করেন। একপর্যায়ে প্রাণ বাঁচাতে সাদ্দাম ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের পুকুরে ঝাঁপ দেন। সেখানেও দুর্বৃত্তরা তাকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। এ সময় বাড়ির অন্যান্যরা এগিয়ে এলে তাদেরও মারধর করে আহত করা হয়।

আহত পুলিশ সদস্য সাদ্দাম হোসেনসহ আহত অন্যান্যদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এরই মধ্যে ওই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

পারিবারিক সূত্রে জানা গেছে, পুলিশ সদস্য সাদ্দাম ফেনী জেলার দাগনভূঁইয়া থানায় কর্মরত। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটিতে বাড়ি এসেছেন।

লাকসাম থানার এসআই আব্দুল্লাহ আল মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিক একদল পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। গভীর রাত পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনী ওই এলাকায় যৌথ অভিযান চালিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

আজ শুক্রবার (৪ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, ঘটনাটি শোনার পর তিনি আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন। এ মুহূর্তে তিনি ঘটনাস্থলে রয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা এমরান হোসেনকে এলাকায় না পাওয়ায় এবং তার মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মন্তব্য

দলবেঁধে মোটরসাইকেলে ভ্রমণ, গন্তব্যে যাওয়া হলো না সিয়ামের

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি
শেয়ার
দলবেঁধে মোটরসাইকেলে ভ্রমণ, গন্তব্যে যাওয়া হলো না সিয়ামের
সংগৃহীত ছবি

‘জীবনের নামই রিস্ক, মরলে লাশ বাঁচলে ইতিহাস’ কয়েক মাস আগে একটি ভিডিও শেয়ার করে এমন ক্যাপশনই লিখেছিলেন তরুণ বাইকার ফারহান আহমেদ সিয়াম। তার কথা যে এত দ্রুত মিলে যাবে কেউ এমন কথা ভাবেনি। গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে দলবেঁধে মোটরসাইকেলে ভ্রমণে বের হয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হন তিনি।

জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশে সিয়ামের নেতৃত্বে মোটরসাইকেলে ভ্রমণ করতে রওনা হন ২০ জন তরুণ।

১৫টি মোটরসাইকেল রওনা দেন তারা। তারা ঢাকা থেকে রংপুর হয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা দিয়ে তেঁতুলিয়ার পথে রওনা হন। তারা বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বটতলী নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী ট্রাকের সঙ্গে সিয়ামের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা সিয়াম ও মাহফুজ গুরুতর আহত হন।

আরো পড়ুন
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-বোমাসহ আটক ৫

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-বোমাসহ আটক ৫

 

স্থানীয়রা ও অন্য মোটরসাইকেল আরোহীরা তাকে উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় সেখানেই মারা যান সিয়াম। মাহফুজ হাসান এখন শঙ্কামুক্ত, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। প্রিয় বাইকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শতাধিক বাইকাররা।

ফারহান আহমেদ সিয়ামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং এলাকায়।

থাকতেন ঢাকার এলিফ্যান্ট রোডে। তিনি আমরা বাইকার গ্রুপের মডারেটর ছিলেন। মোটরসাইকেলে ট্যুর দেওয়া ছিল তার নেশা। মুন্সিগঞ্জে লৌহজং এলাকায় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে।

মোটরসাইকেল আরোহী সাজেদুল হক সজন বলেন, ‘পঞ্চগড়ের তেঁতুলিয়া ট্যুরে ১৫টি বাইক নিয়ে ২০ জন গিয়েছিলাম।

সিয়াম লিড দিয়ে সবাইকে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হন সিয়াম। আহত হন মাহফুজ। সিয়ামের মৃত্যুতে আমরা খুবই শোকাহত।’ 

আরো পড়ুন
গ্রিনল্যান্ডকে এভাবে সংযুক্ত করা যায় না : ডেনমার্ক

গ্রিনল্যান্ডকে এভাবে সংযুক্ত করা যায় না : ডেনমার্ক

 

বোদা থানার ওসি আজিম উদ্দিন বলেন, ‘ট্রাকটি আটক রয়েছে, চালকের সহকারীকে আটক করা হয়েছে। থানায় মামলা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হবে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ