মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে একটি পিকনিকের ট্রলার ডুবে ৫ নারী-শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে পুলিশ বলছে একজনের লাশ পাওয়া গেছে। এসময় নিখোঁজ রয়েছে আরো ৫ থেকে ৭ জন। আহত হয়েছে কমপক্ষে ১০ ব্যক্তি।
মুন্সীগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ডুবল ট্রলার, পাঁচজনের লাশ উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিনিধি

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সিরাজদিখান উপজেলা থেকে একটি ভাড়া ট্রলারে ৪০ যাত্রী পদ্মা নদীতে পিকনিকে যায়। সারাদিন নদীতে বিনোদন শেষে ডহরী-তালতলা খাল দিয়ে ট্রলারটি সিরাজদিখান ফিরছিল।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ঈমাম হোসেন জানিয়েছেন, সিরাজদিখান থেকে ৪৬ যাত্রী নিয়ে ট্রলারটি লৌহজংয়ের পদ্মায় পিকনিকে গিয়েছিল। ফেরার পথে খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় ট্রলারটি একটি বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রলারটি ডুবে যায়।
সম্পর্কিত খবর

বরিশালে বিএনপির কর্মিসভায় চেয়ারে বসা নিয়ে মারামারি
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল মহানগর বিএনপির কর্মিসভায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। একইসঙ্গে দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। ওই কর্মিসভায় চেয়ারে বসা নিয়ে এই মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (৯ এপ্রিল) বিকেলে নগরের ১০ নম্বর ওয়ার্ডের একটি রেস্তোরাঁয় মহানগর বিএনপি এই কর্মিসভার আয়োজন করে।
দলের জ্যেষ্ঠ নেতা ও অতিথিদের সামনে মারামারি ও হট্টগোলে সভার কার্যক্রম ব্যাহত হয়। এ সময় কর্মিসভায় আসা নারীসহ অনেক কর্মী বেরিয়ে যান।
প্রত্যক্ষদশীরা বলছেন, বিকেল সাড়ে ৫টার দিকে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলামের অনুসারীরা মিছিল নিয়ে সভাস্থলে প্রবেশ করে স্লোগান দিতে থাকেন। এ সময় একটি পক্ষ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়।
তারা অতিথিদের উপস্থিতিতেই একে অপরকে কিল-ঘুষি মারেন এবং চেয়ার ছোড়াছুড়ি করেন। এতে সভা কার্যক্রম থমকে যায়।
ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব দুলাল হোসেন বলেন, মিছিল নিয়ে এসে আমরা সভাস্থলে বসে অতিথিদের কথা শুনছিলাম। হঠাৎ চেয়ারে বসা নিয়ে কেডিসি ও ভাটার খাল এলাকার যুবকদের মধ্যে বিরোধ বাধে।
এ সময় মারামারিতে আমার সমর্থক মিজানসহ কয়েকজন আহত হন। মারামারির কারণে অনেকে সভাস্থল থেকে বেরিয়ে যান। বিশেষ করে, নারী কর্মীরা সভায় ছিলেন না।
একই ওয়ার্ড বিএনপির সদ্যসাবেক আহ্বায়ক তোতা মিয়া বলেন, চেয়ারে বসা নিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে ঝামেলা হয়। কর্মীরা একে অপরকে কিল-ঘুষি দিতে থাকেন। কারা করেছেন, তা শনাক্ত করার চেষ্টা করছি। তাদের এই কাণ্ডে আমাদের সারা দিনের কষ্ট ব্যর্থ হয়ে যায়।
বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন বলেন, কর্মিসভায় আসা একজনকে তাদের প্রতিপক্ষ আওয়ামী লীগের দোসর আখ্যা দেয়। এ নিয়ে হট্টগোল বাধে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সভা শেষ করেছি। এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, আমাদের টিমপ্রধান বলেছেন, ১১ এপ্রিল বসে ওয়ার্ড কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত হবে। তারপরও আহ্বায়ক ও সদস্যসচিব সভা করে যাচ্ছেন। এতে বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা ঘটছে। হাতাহাতি ও মারামারি ঘটেই যাচ্ছে। তবুও তাঁরা পকেট কমিটি করতে চাচ্ছেন।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি তা ধরেননি।

সাভারে চাঁদা না দেওয়ায় গুলি ও মাঝিদের মারধর, দুই নৌকা লুট
সাভার (ঢাকা) সংবাদদাতা

সাভারে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে গুলি করে দুটি ইঞ্জিন চালিত নৌকা লুট করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। বুধবার (৯ এপ্রিল) বিকেলে সাভারের কাতলাপুর বংশী নদীর মিলনঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ঘাটের ইজারাদার কামরুল ইসলাম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
প্রত্যক্ষদর্শী হেদায়েত উল্লাহ জানান, কয়েকদিন আগে একদল সন্ত্রাসী ঘাট ব্যবসায়ী কামরুল ইসলামের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।
লিখিত অভিযোগের বাদী ঘাট ব্যবসায়ী কামরুল ইসলাম জানান, বেশকিছুদিন ধরে পার্শ্ববর্তী ফুডনগর মোল্লাপাড়া এলাকায় অন্তর খান (২৬), মাহাবুল্লাহ খানের ছেলে মোর্শেদ খান (২৫), মোশারফ খান (২৮), হৃদয় (২৫) ও রনি খান (৪২) আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। তাদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় বিকেলে আরো ১০-১২ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী পিস্তল, ধারাল চাপাতি, রামদা, ছোরা, চাকু, লোহার রড, লোহার পাইপ নিয়ে হামলা চালিয়ে কাতলাপুর কর্ণপাড়া মিলনঘাটে এসে আমাকে এলোপাতাড়িভাবে মারধর করে।
জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, গুলি করে ট্রলার লুটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ৫ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সাভার মডেল থানা হতে লুট হওয়া ১২টি অস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।

ঝিনাইদহে বিএনপিকর্মীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করল প্রতিপক্ষরা
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহ সদরে বাড়ি থেকে ডেকে নিয়ে রিপন মোল্লা নামের এক বিএনপিকর্মীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষরা।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে উপজেলার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
আহত রিপন মোল্লা সদর উপজেলার রাজাপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে।
এ ঘটনায় আহতের মা নূরজাহান বেগম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
আহতের স্ত্রী ইসমতারা বলেন, গ্রামে বিএনপির গ্রুপ পরিবর্তন নিয়ে বিরোধ দেখা দেয়। মঙ্গলবার রাত ১০টার দিকে আমার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় রাজাপুর গ্রামের হুমায়ুন, আব্দুল করিম, মিঠুন ও বাড়িবাথান হারুন।
এ ব্যাপারে সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে বলেন, এ ঘটনায় আহত রিপনের মা থানায় মামলা দায়ের করেছে। হামলাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

সাফারি পার্কের তিনজনকে বদলি
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কের দুই কর্মকর্তাসহ তিনজনকে বদলি করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শারমীন আক্তার এ তথ্য জানান।
কালের কণ্ঠকে তিনি জানিয়েছেন, এরই মধ্যে তিনজনকে বদলি করা হয়েছে। তারা হলেন- সাফারি পার্কের বন্যপ্রাণী তত্ত্বাবধায়ক আনিছুর রহমান, বন বিট কর্মকর্তা হারুন-অর রশিদ ও জুনিয়র বন্যপ্রাণী স্কাউট মামুন।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওই কর্মকর্তা বলেন, ‘এটা বন বিভাগের নিয়মিত বদলির অংশ। এ ছাড়া একজন আউটসোর্সিং কর্মচারীকেও সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’
গত ২৩ মার্চ সাফারি পার্কটির লাম চিতা-১ বেষ্টনীর জাল কেটে একসঙ্গে আফ্রিকান তিনটি লেমুর চুরি হয়। চুরির ঘটনাটি গণমাধ্যমে ফলাওয়ের পর আজ দুপুরে সাফারি পার্কটি পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।