<p>নারায়ণগঞ্জের বন্দরে চোর আখ্য দিয়ে পল্টন মিয়া (৩৫) নামের এক মানসিক প্রতিবন্ধীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার দড়ি সোনাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। পল্টন নারায়ণগঞ্জের বন্দরের দড়ি সোনাকান্দা এলাকা সাইদুল ইসলামের ছেলে।  </p> <p>এ ঘটনায় পল্টনের বড় বোন মোসা. নুরুন্নাহার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫ জনের বিরুদ্ধে বন্দর থানায় একটি অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন নারায়ণগঞ্জের বন্দরের খোকন মিয়া (৫০), নাঈম (২৫), আরফিত (২১), লিপি (৪০), ফয়সাল (১৯), জয় (২১), শিপলু (২২), আকিল (২১), রিজমনি (২১) এবং হাম্বিয়া (২২)।<br />  <br /> অভিযোগপত্রে মোসা. নুরুন্নাহার উল্লেখ করেন, তার মানসিক ভারসাম্যহীন ছোট ভাই এলাকায় বিভিন্ন লোকজনের নিকট ১০ টাকা চেয়ে জীবিকা নির্বাহ করত। ৫ সেপ্টেম্বর সকালে বাসায় যাওয়ার পথে পল্টনকে চোর আখ্য দিয়ে বাইতুল সালাত মসজিদের পিলারের সঙ্গে বেঁধে মারেন আসামিরা। পরে অজ্ঞান হয়ে গেলে পুকুরে পানিতে চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করেন তারা। পুনরায় মসজিদের সামনে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মরিচের ফাঁকি গুলিয়ে নাকে মুখে ঢেলে দেন তারা। নির্যাতনের এক পর্যায়ে সকাল ১১টায় তার মৃত্যু হয়।</p> <p>বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যহত রয়েছে।</p>