<p>বকনা গরুটির বয়স বছর তিনেক হবে। এখনো গর্ভধারণ করেনি। ফলে জন্ম দেয়নি বাছুরও। অথচ এই বকনা গরু দুধ দিচ্ছে প্রতিদিন অন্তত দুই লিটার। আর সেই দুধ নিয়মিত খাচ্ছে গরুর মালিকের পরিবার। এমন অস্বাভাবিক ঘটনাটি ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রামনগর গ্রামে ঘটেছে। </p> <p>এই দৃশ্য দেখতে প্রতিদিন গরুর মালিক রামনগর গ্রামের মো. বিল্লাল কবিরাজের বাড়িতে উপস্থিত হচ্ছেন কৌতূহলী লোকজন। স্থানীয়রা বলছেন এটি অলৌকিক শক্তি। আর চিকিৎসক বলছেন হরমোনের প্রভাব।</p> <p>সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে গরুর মালিক বিল্লাল কবিরাজ কালের কণ্ঠকে বলেন, দুধ খাওয়ার জন্য দেড় বছর আগে স্থানীয় হাট থেকে দেশীয় জাতের একটি বকনা বাছুর কিনে নিয়ে আনি। এর পর থেকে বাছুরটি লালন-পালন করে আসছি। এরই মধ্যে কয়েক দিন আগে গর্ভধারণ ছাড়াই হঠাৎ করে গরুর বাঁট ফুলে গেলে আমার সন্দেহ হয়। পরে আমি গরুটির স্তন টেনে দেখি দুধ বের হচ্ছে। </p> <p>তিনি আরো বলেন, প্রথম দিকে স্তন থেকে অল্প পরিমাণে দুধ সংগ্রহ করলেও বর্তমানে নিয়মিত দুই লিটার দুধ পাচ্ছি। এই দুধ আমরা বিক্রি করি না, নিজেরাই খাই। তবে প্রতিবেশীরা মাঝেমধ্যে শখ করে একটু-আধটু এই দুধ নিয়ে খান। আমি এক যুগ ধরে গরু লালন-পালন করছি। সব সময় একটা-দুইটা গরু আমার পালে থাকে। তবে এমন গরু কখনো দেখিনি।</p> <p>গরুটি দেখতে বিল্লাল কবিরাজের বাড়িতে আসা মন্টু শেখ কালের কণ্ঠকে বলেন, বাছুর জন্ম দেওয়া ছাড়াই বকনা গরু দুধ দেয়- এমন খবর কখনো শুনি নাই। আমাদের এলাকায় এই রকম গরু কারো আছে বলেও জানা নেই। তাই খবর পেয়ে অলৌকিক ঘটনাটি সরাসরি দেখতে এসেছি।</p> <p>নগরকান্দা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, হরমোনাল ইমব্যালেন্সের কারণে বকনা অবস্থায়ই দুধ আসা শুরু করেছে। মূলত গরুর শরীরের অক্সিটোসিন হরমোনের পরিমাণ বেড়ে যাওয়ায় এই ঘটনাটি ঘটেছে। তবে এই দুধ খেতে সমস্যা নেই। স্বাভাবিকভাবেই খেতে পারবে সবাই।</p>