<p>বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথরিনা উইজার।</p> <p>শনিবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন অস্ট্রিয়ার রাষ্ট্রদূত।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাচ্চারা জীবন দেয় আর মুরব্বিরা পদ ভাগাভাগি করেন: হাসনাত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/16/1731749207-2b49d84bc655036abb8d3e1e34ce8c88.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাচ্চারা জীবন দেয় আর মুরব্বিরা পদ ভাগাভাগি করেন: হাসনাত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/16/1447244" target="_blank"> </a></div> </div> <p>এ সময় বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার কনস্যুলার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাজভীরুল ইসলাম উপস্থিত ছিলেন।</p> <p>চেয়ারপারসনের কার্যালয় জানায়, বিএনপি মহাসচিবের দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন।</p> <p>ক্যাথরিনা বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার রাষ্ট্রদূত হলেও দেশটি দূতাবাস নয়া দিল্লীতে। তিনি বাংলাদেশ ছাড়াও ভারতসহ দক্ষিন এশীয় কয়েকটি দেশে অস্ট্রিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।</p>