<p>বোস আইনস্টাইন কনডেনসেট  বা বিইসি যেমন পরমাণুর মধ্যে ঘটতে পারে, তেমনি অতি পারমাণবিক কণাদের মধ্যেও পদার্থের এই বিশেষ অবস্থা তৈরি করা সম্ভব। তাত্ত্বিকভাবে সম্ভব অণুদের মধ্যে বোস-আইনস্টাইন কনডেনসেট তৈরিও। কিন্তু তত্ত্বে সম্ভব হলেও আণবিক স্তরে বোস আইনস্টাইন কনডেনসেট তৈরি সম্ভব হয়নি এত দিন। তবে এবার সেই ব্যর্থতার জট ভাঙল। </p> <p>যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ সেবাস্টিয়ান উইলের নেতৃত্বে একদল গবেষক আণবিক বোস-আইনস্টাইন কনডেনসেট তৈরি করতে সক্ষম হয়েছেন। ২০২৪ সালের ৩ জুন তাদের লেখা একটা গবেষণাপত্র ছাপা হয়েছে ‘নেচার’ জার্নালে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কোয়ান্টাম টেলিপোর্টেশন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/16/1731740489-237b5a38c3496a6d76baec8333a0032e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কোয়ান্টাম টেলিপোর্টেশন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/16/1447221" target="_blank"> </a></div> </div> <p>পারমাণবিক পর্যায়ে প্রথম বোস-আইনস্টাইন কনডেনসেট তৈরি হয় ১৯৯৫ সালে। সে কথা আমরা আগেই বলেছি। কিন্তু আণবিক পর্যায়ে হচ্ছিল না কেন? এর কারণ, অণুদের আচরণ। অণুরা পরমাণুদের চেয়ে অনেক ভারি। তা ছাড়া অণুতে একাধিক মৌলের পরমাণু থাকতে পারে। পরমাণুর তুলনা অণুদের পারস্পারিক মিথস্ক্রিয়াও অনেক জটিল। পরমশূন্য তাপমাত্রার কাছাকাছি গিয়ে অণুদের নিয়ন্ত্রণ করাও কঠিন। কিন্তু এর বিশেষ কিছু সুবিধাও আছে।</p> <p>অণুদের নিয়ন্ত্রণ করা পরমাণুদের চেয়ে কঠিন কেন? </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ব্রেইন টিউমারের ১০ লক্ষণ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731587403-0ae232723eed1ea33c0db4eb854c58ab.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ব্রেইন টিউমারের ১০ লক্ষণ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/14/1446626" target="_blank"> </a></div> </div> <p>এর বড় কারণ এদের পোলারাইজৈড বৈশিষ্ট্য। অণুদের ভেতর অন্তত দুটি পরমাণু থাকে। জটিল অণুদের ক্ষেত্রে পরমাণুর সংখ্যা থাকে আরো বেশি। অণুদের ভেতরে পরমাণুগুলো সংযুক্ত হয় তাদের মধ্যে বিদ্যুৎচুম্বকীয় বলের সাহায্যে।</p> <p>অণুর ভেতরে যেসব পরমাণু থাকে সেগুলো আসলে ইলেকট্রন শেয়ার করে পারমাণবিক বন্ধন তৈরি করে। এক্ষেত্রে একটা অণু বৈদ্যুতিক ধনাত্মক চার্জের মতো আচরণ করে, আরেকটির আচরণ ঋণাত্মক চার্জের মতো।</p> <p>দুইয়ের বেশি পরমাণু থাকলে, তাদের মধ্যে কিছ পরমাণু থেকে ধনাত্মক চার্জযুক্ত। আর কিছু থাকে ঋণাত্মক চার্জের। পদার্থবিজ্ঞানীরা মনে করেন, আণবিক বোস-আইনস্টাইন কনডেনসেট তৈরি করতে পারলে পদার্থের আচরণ ও এদের মধ্যে মিথস্ক্রিয়া আরো সহজভাবে বোঝা সম্ভব।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শিশুর রাগ কমানোর সহজ উপায়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731585733-623d75d6a5460a65eea98d14fa183d17.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শিশুর রাগ কমানোর সহজ উপায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/14/1446616" target="_blank"> </a></div> </div> <p>১৯২০-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রিডার আরবার্ট আইনস্টাইনের সঙ্গে মিলে কোয়ান্টাম কণাদের জন্য একটা পরিসংখ্যান তৈরি করেন। সেটি বোস-আইনস্টাইন পরিসংখ্যান নামে পরিচিত। এই পরিসংখ্যানের একটা ভবিষ্যদ্বাণী ছিল, পরমশূন্য তাপমাত্রার খুব কাছে পৌঁছলে পদার্থের অণুগুলো একটা বিশেষ অবস্থায় পৌঁছায়। সেই অবস্থায় পমাণুগুলোর প্রায় গতিহীন হয়ে পড়ে।</p> <p>সত্যেন বোসের কাছাকাছি সময়, কোয়ান্টাম বলবিদ্যার অনিশ্চয়তা তত্ত্ব দাঁড় করান জার্মান পদার্থবিদ ওয়ার্নার হাইজেনবার্গ। সেই তত্ত্ব বলে, কোনো কোয়ান্টাম কণা বা পরমাণুর অবস্থান ও গতিবেগ একই সঙ্গে নির্ণয় করা সম্ভব নয়। যদি কোনো কণার গতি নিশ্চিতভাবে জনা যায়, তাহলে তাদের অবস্থান অনিশ্চিত হয়ে পড়ে। আবার যদি অবস্থান নিশ্চিতভাবে জানতে চান, তাহলে গতি অনিশ্চিত হয়ে যাবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফোন থেকে ডিলিট হওয়া ফাইল কিভাবে উদ্ধার করবেন?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731583674-4f43b5ad646a03f97d3835aa918f6b7c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফোন থেকে ডিলিট হওয়া ফাইল কিভাবে উদ্ধার করবেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/14/1446603" target="_blank"> </a></div> </div> <p>সুতরা, এই তত্ত্বানুযায়ী বোস-আইনস্টাইন পরিসংখ্যান মেনে একঝাঁক কণাদের পরমশূন্য তাপমাত্রার খুব কাছে নেওয়া যায়, তাহলে এদের গতি স্থির হয়ে যাবে। তামানে আপনি কণাদের গতি সম্পর্কে নির্দিষ্ট ধারণা পেয়ে যাচ্ছেন। তাই তখন এদের অবস্থান হবে অনিশ্চিত।</p> <p>অবস্থান অনিশ্চিত হতে হতে এমন এক অবস্থায় পৌঁছায়, কোনো কণার অবস্থান আলাদা করে বোঝা যায় না। সবগুলো কণা একে অপরের সঙ্গে মিশে একটামাত্র বড় কণার  মতো আচরণ করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কোয়ান্টাম কম্পিউটিংয়ের সহজপাঠ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731576346-b16cb83476a2be92c3916d95af642500.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কোয়ান্টাম কম্পিউটিংয়ের সহজপাঠ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/14/1446552" target="_blank"> </a></div> </div> <p>তখন এই কণাদের স্পন্দনও আলাদাভাবে ভোঝা যায় না। সবগুলো কণার স্পন্দনও একাকার হয়ে একটা বড় স্পন্দন তৈরি করে। পদার্থের এই বিশেষ অবস্থাকেই বলে বোস-আইনস্টাইন কনডেনসেট।</p> <p>বোস-আনস্টাইন কনডেনসেট বেশ কিছু গবেষণার জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে সুপার কণ্ডাক্টর তৈরিতে, কিংবা ব্ল্যাকহোলের হকিং বিকিরণ ব্যাখ্যা করতে বোস-আইনস্টাইন কনডেনসেটের আচরণ গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। আজকালকার কোয়ান্টাম কম্পিউটারেও বোস-আইনস্টাইন কনডেনসেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।</p> <p>চলবে...</p> <p>সত্র : নেচার</p>