<p>মানবাধিকার, শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘সমাজে বিরাজমান অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আমাদের সকলকে সাম্প্রদায়িক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একত্রে কাজ করতে হবে।’</p> <p>দুর্গাপূজা উপলক্ষ্যে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সের পূজা উদ্‌যাপন কমিটিকে পাঠানো শুভেচ্ছা বার্তায় একথা বলেন বিচার বিভাগের প্রধান। রবিবার (১৩ অক্টোবর) শুভেচ্ছা বার্তাটি পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নির্বাচনে বিতর্কিত ভূমিকা রাখা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/13/1728825625-cb05434b29331d882271ddd6046e5b04.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নির্বাচনে বিতর্কিত ভূমিকা রাখা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/13/1434749" target="_blank"> </a></div> </div> <p>শুভেচ্ছা বার্তায় প্রধান বিচারপতি বলেন, ‘আবহমান কাল হতে ধর্ম-বর্ণ-শ্রেণি নির্বিশেষে সকলের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে শারদোৎসব উদ্‌যাপনের সংস্কৃতি চলে আসছে। এটি আমাদেরকে ভ্রাতৃত্ববোধ, বহুত্ববাদ, সহিষ্ণুতা ও একত্রে পথচলার শিক্ষা দেয়। সাম্প্রদায়িক সম্প্রীতির এই উদাহরণ একদিকে যেমন আমাদের ন্যায়বিচার ও মানবিক মর্যাদার জন্য লড়াই করতে শেখায়, তেমনি আমাদের সামাজিক দায়িত্ববোধ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অধিকার সুরক্ষায় আমাদের যে প্রতিশ্রুতি, তা নতুন করে স্মরণ করিয়ে দেয়।’</p> <p>শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন, ‘সমাজে বিরাজমান অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আমাদের সকলকে সাম্প্রদায়িক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একত্রে কাজ করতে হবে। বিশেষ করে, আইন পেশার সঙ্গে সম্পৃক্ত সকলকে যাবতীয় অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে বিরতিহীনভাবে কাজ করার মাধ্যমে সমাজে মানবাধিকার, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মির্জাপুরে ব্রিটিশসহ ৪ দেশের রাষ্ট্রদূত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/11/1728657485-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মির্জাপুরে ব্রিটিশসহ ৪ দেশের রাষ্ট্রদূত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/11/1434127" target="_blank"> </a></div> </div> <p>এর আগে শনিবার সন্ধ্যায় প্রধান বিচারপতি মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির ঐতিহ্যবাহী পুজামণ্ডপসহ কুমুদিনী হাসপাতাল ও ভারতেশ্বরী হোমসসহ কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রধান বিচারপতির বাসভবনকে ‘সংরক্ষিত পুরাকীর্তি’ ঘোষণার উদ্যোগ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/10/1728566202-af6e6b693ed51557729e654e34b27ab5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রধান বিচারপতির বাসভবনকে ‘সংরক্ষিত পুরাকীর্তি’ ঘোষণার উদ্যোগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/10/10/1433833" target="_blank"> </a></div> </div> <p>প্রধান বিচারপতির পূজামণ্ডপ পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মোহাম্মদ নাজিমুদ্দৌলা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার খান, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার সাইফুল ইসলাম, প্রধান বিচারপতির একান্ত সচিব শরীফুল আলম ভূঁঞা ও বিশেষ কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোছাইন।</p>