<p style="text-align:justify">বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতার পরও দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। বিচ্ছিন্ন দু-একটি সত্য ঘটনা ব্যতীত বিএনপির বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার হচ্ছে।</p> <p style="text-align:justify">সোমবার (১৪ অক্টোবর) বিকেলে রংপুর মহানগরীর চিকলি পার্কে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে রংপুর জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ ছাত্রদলের দিক নির্দেশনামূলক যৌথকর্মী সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।</p> <p style="text-align:justify">যুবদল সম্পাদক নয়ন বলেন, সারাদেশেই যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তথা বিএনপি দলীয় শৃঙ্খলাভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, নিচ্ছি এবং নিবো। অপরাধী ও দুষ্টু লোকদের স্থান বিএনপিতে হবে না বলে দেশনায়ক তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আমরা ব্যর্থ হলে রাষ্ট্র বিপর্যয়ের মুখে পড়বে : ধর্ম উপদেষ্টা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/14/1728912485-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আমরা ব্যর্থ হলে রাষ্ট্র বিপর্যয়ের মুখে পড়বে : ধর্ম উপদেষ্টা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/14/1435097" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তিনি বলেন, আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই জাতীয় সরকার প্রতিষ্ঠিত হবে। সে কারণে জনগণের কাছে তারেক রহমানকে শ্রদ্ধার আসনেই রাখতে হবে।</p> <p style="text-align:justify">যুবদল সম্পাদক বলেন, বিএনপির আয়না স্বরূপ যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সাবধানে রাজনীতি করতে হবে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে স্বাধীন বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বাংলাদেশের মানুষ। অন্যদিকে, গণহত্যাকারী শেখ হাসিনাকে মহান সৃষ্টিকর্তা দেশ-পরিচয়হীন করে দিয়েছেন। তিনি এখন ভারতের এমন আশ্রয় আছেন, যেন তার নিজের কোনো দেশ নেই। তবে সেখানে বসে তিনি প্রতিনিয়তই নানামুখী ষড়যন্ত্র করছেন। এজন্য দলের নেতাকর্মীসহ দেশবাসীকে সতর্ক থাকতে। ষড়যন্ত্র রুখে দিতে হবে।</p> <p style="text-align:justify">কর্মীসভায় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুমের সঞ্চালনায় কর্মীয় প্রধান বক্তার বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জেলানি বলেছেন, যে কাজ করলে দল, তারেক রহমান ও খালেদা জিয়া বিব্রত হয়, সেই কাজ করা যাবে না। ব্যক্তির দায় দল নিবে না, অপকর্মকারীদের বহিষ্কার করা হবে।</p>