<p>জামালপুরের মেলান্দহ উপজেলায় এইচএসসি পরীক্ষায় ফেল করায় অভিমানে মো. তারেক আহমেদ (২২) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।</p> <p>বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার হরিপুর ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ওই এলাকার মো. চান মিয়ার (মনোয়ার) ছেলে। নিহত শিক্ষার্থী তারেক মেলান্দহ সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।</p> <p>স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল এইচএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। পরে তিনি জানতে পারেন অকৃতকার্য হয়েছেন। এতে শিক্ষার্থীর পরিবারের লোকজন নিহত তারেককে অভিমানে গালিগালাজ করেন। এতে ওই শিক্ষার্থী দুপুরে অভিমানে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।</p> <p>স্থানীয়রা জানান, ‘মেলান্দহ সরকারি কলেজ থেকে অনেক শিক্ষার্থী এ বছর এইচএসসি পরীক্ষায় ফেল করেছেন। তারেকও ফেল করেছেন। ফেল করায় অভিমানে দুপুরে নিজ ঘরে গলায় ফাঁস দেন তারেক।</p> <p>মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদুজ্জামান বলেন, গলায় ফাঁস নিয়ে একজন আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল তৈরির পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। </p>