<p style="text-align:justify">বিদ্যুৎখাতকে অস্থিতিশীল করার অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় নেত্রকোনার বারহাট্রা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মনির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ অক্টোবর) তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।</p> <p style="text-align:justify">এর আগে গত বৃহস্পতিবার রাতে নেত্রকোনার গোয়েন্দা পুলিশ তাকে শহরের মোক্তারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে আজ শুক্রবার সকালে ঢাকার খিলক্ষেত থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।</p> <p style="text-align:justify">জানা যায়, গত ২৮ জানুয়ারি থেকে পল্লীবিদ্যুৎ সমিতির কতিপয় কর্মকর্তা কর্মচারী পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ, অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবি তুলে বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করে। এর ঘটনায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত ১৭ অক্টোবর খিলক্ষেত থানায় দায়ের করা মামলার আসামি এজিএম মনির হোসেন। বিদ্যুৎখাতকে অস্থিতিশীল করা, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশনার প্রতি অবজ্ঞা ও দপ্তরপরিপন্থী কাজের অভিযোগে গত বুধবার এজিএম মনির হোসেনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।</p> <p style="text-align:justify">নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) (মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, মনির হোসেনের বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে খিলক্ষেত থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।</p>