<p>দুই মাস পূর্বে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিল ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার জেলার অধিকাংশ এলাকা। সেই ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে উঠলেও বন্যা পরবর্তীতে নানা রোগে আক্রান্ত হচ্ছেন ফেনীর মানুষ। এসব রোগের মধ্যে চর্ম ও জন্ডিস রোগে আক্রান্তের সংখ্যাই বেশী বলে জানা গেছে। এমতাবস্থায় প্রতিদিন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন এ ধরনের রোগীদের ভিড় দেখা যাচ্ছে।</p> <p>জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে, জেলায় বন্যায় ৮ হাজার গভীর নলকূপ সম্পূর্ণ এবং ১৭ হাজার আংশিক, ৬ হাজার অগভীর নলকূপ সম্পূর্ণ ও ২২ হাজার আংশিক ক্ষতি হয়েছে। হস্তচালিত ৭ হাজার সম্পূর্ণ ও ১৬ হাজার আংশিক ক্ষতি হয়েছে। এ ছাড়া ৯৭ কোটি টাকা মূল্যের ২৫ হাজার স্বাস্থ্য সম্মত পায়খানা সম্পূর্ণ ও ৬৫ হাজার আংশিক ক্ষতি হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফেনীর সাবেক এমপি হাজী রহিম কারাগারে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/14/1728885388-d910c0bfa749cd12cea822ced3c1f8b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফেনীর সাবেক এমপি হাজী রহিম কারাগারে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/14/1434991" target="_blank"> </a></div> </div> <p>ফেনী ডায়াবেটিক হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সুশান্ত বড়ুয়া জানান, ‘প্রচুর জন্ডিস ও চর্মরোগী পাচ্ছি। বিশুদ্ধ পানির কারণে এ ধরনের রোগ বেশি দেখা যায়।’</p> <p>সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা বলেন, জন্ডিস ও চর্মরোগের রোগী অধিক হারে বেড়ে গেছে। এ রোগী এখন ঘরে ঘরে।</p> <p>মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. রিয়াজ উদ্দিন চৌধুরী আরাফাত জানান, বন্যার পরবর্তী জন্ডিসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিন হেপাটাইটিস এ জন্ডিস পাওয়া যাচ্ছে। পানিবাহিত রোগটি খাদ্যের মাধ্যমে ছড়ায়। বিশেষ করে বন্যার পরবর্তী ময়লা পানির কারণে টিউবওয়েলও সংক্রমিত হয়েছে। এ ক্ষেত্রে সকলকে পানি ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেন তিনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফেনী-৩ আসনের সাবেক এমপি হাজী রহিম উল্যাহ গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/12/1728738728-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফেনী-৩ আসনের সাবেক এমপি হাজী রহিম উল্যাহ গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/12/1434431" target="_blank"> </a></div> </div> <p>জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শফিউল হক পরশ জানান, টিউবওয়েল জীবানুমুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে। প্রতিটি বাড়িতে যাওয়া সম্ভব নয়। টিউবওয়েল জীবানুমুক্ত করতে প্রয়োজনীয় ব্লিচিং পাউডার ব্যবহার করতে হবে। এজন্য অধিদপ্তরের উদ্যোগে লিফলেট দিয়ে প্রচার-প্রচারণা চালানো অব্যাহত আছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফেনীতে গণহত্যা মামলায় প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ৩" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/19/1729326756-789b951bce621c3717fafcaa4044f72e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফেনীতে গণহত্যা মামলায় প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ৩</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/19/1436772" target="_blank"> </a></div> </div> <p>ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মো. বাতেন জানান, পানির পাম্প লিকেজ রয়েছে কি না, খতিয়ে দেখা হবে।</p>