<p>ফেনীতে ১০টি গোল্ড বারসহ দ্বিজেন ধর (২৮) নামের এক সোনা চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। </p> <p>গ্রেপ্তার দ্বিজেন ধর চট্রগ্রামের রাউজান উপজেলা সদরের সুধাংশ ধরের ছেলে। সোনার বারগুলো দ্বিজেনের জুতার সোলে স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল বলে পুলিশ জানায়। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।</p> <p>পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চট্টগ্রাম থেকে তিশা প্লাটিনাম নামের একটি বাসে করে মাদকের চোরাচালান যাচ্ছে কুমিল্লার দিকে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার সংলগ্ন ব্রিজের ওপর গাড়িটি থামিয়ে তল্লাশি করলে জুতার সোলে স্কচটেপ দিয়ে মোড়ানো ১০টি সোনার বার উদ্ধার করে। উদ্ধারকৃত সোনার বারের ওজন ১১৬৬.৭১ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। জিজ্ঞাসাবাদে তিনি চট্টগ্রাম হাজারী লেইন থেকে কুমিল্লা যাচ্ছিলেন বলে জানান। তিনি প্রতিনিয়ত এ ব্যবসা করে আসছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফেনীতে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/11/1731320719-eb52f7e7c7b9e9132d4a26991e3bcd1b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফেনীতে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/11/1445382" target="_blank"> </a></div> </div> <p>অন্যদিকে ৫ আগস্ট ফেনী মডেল থানা থেকে লুট হওয়া ১ টি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ ।</p>