<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালনায় রাষ্ট্রযন্ত্রের হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন আহমেদ। তিনি গণস্বাস্থ্যের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুর্নীতিবাজদের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বিরুদ্ধে পদক্ষেপ নিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের উদ্যোগ প্রত্যাশা করেন। এ বিষয়ে সমাজের সচেতন নাগরিকসহ সাংবাদিকদের সহযোগিতাও চান। গতকাল বৃহস্পতিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাজিম উদ্দিন আহমেদ বলেন, মরহুম ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন হক, সরকারের একজন নারী উপদেষ্টা ও ডা. কনা চৌধুরী বৈধ ট্রাস্টিবোর্ডের সদস্য না হয়েও অবৈধভাবে চর দখলের মতো গণস্বাস্থ্য কেন্দ্র দখল করে রেখেছেন। তাঁদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে দুর্নীতি ও দুষ্ট চক্র রক্ষা করা। গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মী কল্যাণ তহবিলের কোটি কোটি টাকা লুটপাট এবং বিভিন্ন জমি বিক্রির পাঁয়তারা ও অনেক প্রকল্প বন্ধে এই দুষ্ট চক্র বদ্ধপরিকর। সরকারের একজন নারী উপদেষ্টার ক্ষমতার অপব্যবহার করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ব্যবহার করে এই ধরনের হস্তক্ষেপ দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের কয়েকজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধার প্রতিষ্ঠিত স্বপ্নের গণস্বাস্থ্য কেন্দ্রকে দুর্বৃত্ত, দুর্নীতিবাজ, লুটেরা, দখলদারদের হাত থেকে রক্ষা, একমাত্র জীবিত প্রতিষ্ঠাতা ও বৈধ নিবন্ধিত ট্রাস্টিদের সসম্মানে সাধারণ মানুষের কল্যাণে গণস্বাস্থ্য কেন্দ্র জনহিতকর দাতব্য ট্রাস্টের কার্যক্রম পরিচালনার স্বার্থে রাষ্ট্রযন্ত্রের হস্তক্ষেপ বন্ধ করতে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিজেকে একমাত্র জীবিত প্রতিষ্ঠাতা ও গণস্বাস্থ্য কেন্দ্র জনহিতকর দাতব্য ট্রাস্টের ট্রাস্টি উল্লেখ করে নাজিম উদ্দিন বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার চার মাস পর যুদ্ধের সময় কয়েকজন তরুণ চিকিৎসক হাসপাতালে যোগ দিয়েছিলেন; তাঁদের মধ্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং ডা. এম এ মুবিন অন্যতম। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ ফিল্ড হাসপাতাল গণস্বাস্থ্য কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। তৎকালীন সরকারপ্রধান প্রতিষ্ঠানটিকে গণস্বাস্থ্য কেন্দ্র নামকরণ করেন এবং ৩০ একর জমি দান করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>